Weather Update: দহনজ্বালা থেকে নেই নিস্তার, কাল থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা
West Bengal Weather Forecast: মঙ্গলবারও রাজ্যজুড়ে স্বস্তির বৃষ্টি। তবে দহনজ্বালা থেকে এই নিস্তার ক্ষণস্থায়ী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
কলকাতা: বৈশাখী বৃষ্টি এক ধাক্কায় পারদ অনেকটা নামলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) কাল থেকেই তাপমাত্রা বাড়বে। কমবে বৃষ্টির পরিমাণ। তবে শুক্র-শনিবারে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানাল আবহাওয়া দফতর।
কাল থেকেই তাপমাত্রা বাড়বে: চাঁদি ফাটা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ভিজল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। সোমবার, সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। মঙ্গলবারও মেঘের আড়ালেই দিন শুরু হল। ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্নাবর্তের প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ হয়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবারও রাজ্যজুড়ে স্বস্তির বৃষ্টি হয়। তবে দহনজ্বালা থেকে এই নিস্তার ক্ষণস্থায়ী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কমবে বৃষ্টি, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
25-Apr | 25.0 | 34.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
26-Apr | 26.0 | 35.0 | Partly cloudy sky | |
27-Apr | 27.0 | 34.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
28-Apr | 26.0 | 35.0 | Partly cloudy sky | |
29-Apr | 27.0 | 36.0 | Mainly Clear sky | |
30-Apr | 26.0 | 36.0 | Partly cloudy sky | |
01-May | 26.0 | 35.0 | Mainly Clear sky |
দক্ষিণবঙ্গের আবহাওয়া: বৈশাখী বৃষ্টিতে কলকাতায় একধাক্কায় অনেকটাই নেমেছে পারদ। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র-শনিবারে ফের কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনি ও রবিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ফের পারদ উঠতে পারে ৩৮-৩৯ ডিগ্রিতে।
বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা
বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আগামীকাল কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা। ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা।