Weather Update : ঝোড়ো ইনিংস খেলা শুরু শীতের, চিন্তা নিম্নচাপের বাউন্সারে
Winter Update in West Bengal : আবহাওয়া দফতর জানাচ্ছে, উইক এন্ডে ভরপুর শীতের আমেজ।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে বাংলায় শীতের আগমনী (West Bengal Winter Update)। রাজ্যের দরজায় কড়া নাড়ছে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উইক এন্ডে ভরপুর শীতের আমেজ। শনিবার কলকাতা উপভোগ করল এই মরশুমের শীতলতম দিনের (Coldest Day)। চলতি মরশুমে এই প্রথম পারদ নামল ১৮ ডিগ্রির ঘরে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮. ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিকে, ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের ভ্রুকুটি তৈরি হয়েছে।
কোথায় কেমন আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) সূত্রে খবর, সপ্তাহান্তে চুটিয়ে উপভোগ করা যাবে শীতের আমেজ। পারদ নেমেছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ১৪.৭, বর্ধমান ১৬,আসানসোলে ১৬.২। এদিকে, শ্রীনিকেতনে যখন ১৫ ডিগ্রির ঘরে পারদ, তখন দার্জিলিং ৮.৫। কালিম্পঙে ১৩ ডিগ্রির ঘরে তাপমাত্রা।
ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি
এরই মাঝে ঘূর্ণাবর্তের (Cyclone) চোখ রাঙানি। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে (Deep Depression)। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল। এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে মিগজাউম। মায়ানমারের দেওয়া নাম। ‘মিগজাউম’ তৈরি হলে চলতি বছরে বঙ্গোপসাগরে এটি চতুর্থ ঘূর্ণিঝড় হবে।
প্রসঙ্গত, পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় তাপমাত্রা এখন ১৪-১৬ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা।
শনিবার কোথায় কত তাপমাত্রা
- কলকাতা- ১৮. ৯ ডিগ্রি সেলসিয়াস
- বাঁকুড়া- ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস
- বর্ধমান- ১৬ ডিগ্রি সেলসিয়াস
- আসানসোল- ১৬.২ ডিগ্রি সেলসিয়াস
- শ্রীনিকেতন- ১৫ ডিগ্রি সেলসিয়াস
- দার্জিলিং- ৮.৫ ডিগ্রি সেলসিয়াস
- কালিম্পঙ- ১৩ ডিগ্রি সেলসিয়াস
আরও পড়ুন- সুড়ঙ্গ-যন্ত্রণা ঘোচাতে যন্ত্র ছেড়ে আস্থা মানুষে, অন্ধকার কাটিয়ে আলোর মরিয়া খোঁজ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।