Abhishek Rujira Banerjee : অভিষেকের বাড়িতে সিবিআই, কয়লা পাচারকাণ্ডে আজই রুজিরাকে জিজ্ঞাসাবাদ
Rujira Banerjee At CBI : গত বছরের মার্চ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে এসে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
কলকাতা : কয়লা পাচারকাণ্ডে ( Coal smuggling case ) রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ( Rujira Banerjee) আজই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই (CBI) । সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তে বেশ কিছু নতুন তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে।
রুজিরাকে জিজ্ঞাসাবাদ
পাশাপাশি, সিবিআইয়ের দাবি, এর আগে কয়লা-মামলায় অভিষেক-পত্নী যে বয়ান দিয়েছিলেন, তার সঙ্গে তথ্যপ্রমাণে অসঙ্গতি মিলেছে। সেই কারণে মূলত বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট প্রসঙ্গেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।
কয়লা পাচারকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ
সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে গত সপ্তাহে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়। রুজিরার তরফে আজ তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি মেলে। সিবিআই সূত্রে খবর, অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি হয়েছে ৮ জনের দল। সেই দলে থাকবেন সিবিআইয়ের মহিলা অফিসাররাও। গত বছরের মার্চ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে এসে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : কুণাল ঘোষ
অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে ত্রিপুরায় যাওয়ার দিন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। ২৩ জুন ত্রিপুরায় উপ নির্বাচন। ভোট প্রচারে আজ আগরতলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টা নাগাদ রোড শো শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীঘাট থেকে আগরতলা বিধানসভা কেন্দ্রের জিবি বাজার পর্যন্ত রোড শোয়ের পর নির্বাচনী সভাও করবেন অভিষেক। এই দুটি বিধানসভা কেন্দ্রেই ২৩ জুন উপ নির্বাচন হবে।
View this post on Instagram