Job News : দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার অবসান, অবশেষে শুরু উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং
Education Scam : ১৩ হাজার চাকরিপ্রার্থীর কাউন্সেলিংয়ের জন্য নির্দেশ দেয় আদালত। আর তার পর আজ থেকে কাউন্সেলিং শুরু হল। এই পর্বের কাউন্সেলিং চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : মাঝে প্রায় ৯ বছর। যেখানে অপেক্ষা-পর্বই দীর্ঘ ৭ বছরের। অবশেষে আদালতের নির্দেশে ঘুরল চাকা। শেষমেশ শুরু হল উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং (Upper Primary Counselling) পর্ব।
২০১৪-য় এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। পরীক্ষা হয় ২০১৫-য়। উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশিত হয়েছিল ২০১৬-য়। কিন্তু নানা জটিলতায় তারপর থমকে গিয়েছিল নিয়োগ প্রক্রিয়া। ওঠে দুর্নীতির অভিযোগ (Recruitment Scam Allegation)। মামলা দায়ের হয় আদালতে। যারপর থেকে আটকে ছিল গোটা পর্বই। গোটা প্রক্রিয়ার মাঝে কার্যত চাকরির আশাই ছেড়ে দিয়েছিলেন অনেক। আবার বেশ কিছু চাকরিপ্রার্থী শহিদ মিনার চত্বরে শুরু করেছিলেন চাকরির দাবিতে আন্দোলন। যা চলছে প্রায় আড়াইশো দিন ধরে।
অবশেষে আদালতের নির্দেশ দেয় শুরু করতে হবে কাউন্সেলিং। প্রায় ১৩ হাজার চাকরিপ্রার্থীর কাউন্সেলিংয়ের জন্য নির্দেশ দেয় আদালত। আর তার পর আজ থেকে কাউন্সেলিং শুরু হল। এই পর্বের কাউন্সেলিং চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। আজ ৩০০ জনকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে। করুণাময়ীতে এসএসসি-র (SSC) নতুন ভবনে চলছে কাউন্সেলিং।
স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানা গিয়েছে, প্রথম দফায় ৯ হাজার চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করা হবে। সোমবার থেকে শুরু হয়ে গেল যে পর্ব। কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে যাতে প্রশ্ন না ওঠে ও স্বচ্ছতা বজায় থাকে, সেজন্য এসএসসি-র তরফে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।
যেমন, যে সমস্ত চাকরিপ্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে, তাঁদেরকে দেওয়া হয়েছে ইনটিমেশন লেটার। এসএসি প্রদত্ত একটি নির্দিষ্ট নম্বরের উল্লেখ রয়েছে যে চিঠিতে। এসএসসি ভবনের মধ্যে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। যেখানে রাজ্যের জেলাভিত্তিক যে সমস্ত স্কুলে শূন্যপদ রয়েছে, তার তালিকা বিস্তারিতভাবে ফুটে উঠছে, যাতে সেটা দেখে কাউন্সেলিং পর্বের জন্য প্রস্তুত থাকতে পারেন চাকরিপ্রার্থীরা। সেই শূন্যপদ দেখেই স্কুল নির্বাচন সারতে পারবেন চাকরিপ্রার্থীরা।
এসএসসি তরফে জানা যাচ্ছে, কাউন্সেলিং পর্ব আজ থেকে শুরু হলেও এদিন থেকেই অবশ্য নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার কাজ শুরু হচ্ছে না। আপাতত চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে সম্মতিপত্র। তারপর আদালত এর পরে নিয়োগের নির্দেশ যখন দেবে, তখন এই সম্মতিপত্রের ভিত্তিতে চাকরিপ্রার্থীরা পাবেন তাঁদের নিয়োগপত্র। আপাতত তাই কাউন্সেলিং পর্বের শেষে নিয়োগপত্র হাতে পাওয়ার অপেক্ষা।