Dengue Death : রাজ্যে ফের বলি ডেঙ্গিতে, মৃত্যু হল ১৫ বছরের কিশোরের
Dengue Update : সঙ্কটজনক হওয়ায় বেলেঘাটা হাসপাতালে (Beliaghata ID Hospital) ভর্তি করা হয়। ৫ অক্টোবর মৃত্যু হয় নদিয়ার রনি দেবনাথের।
ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা : রাজ্যে ফের ডেঙ্গির বলি (Dengue Death)। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৫ বছরের কিশোরের। পুজোর আগে ফের স্বজন হারানোর কান্না চেপে বসল রাজ্যবাসীদের মধ্যে। রাজ্যে ক্রমাগত ভয়ঙ্কর আকার নিয়েছে ডেঙ্গি। আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার ছুঁই ছুইঁ। বেসরকারি হিসেবে, এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মারা গিয়েছেন মোট ৫৮ জন।
২ অক্টোবর বারাসাতের কাছে কদম্বগাছিতে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ৪ অক্টোবর অবস্থা সঙ্কটজনক হওয়ায় বেলেঘাটা হাসপাতালে (Beliaghata ID Hospital) ভর্তি করা হয়। ৫ অক্টোবর মৃত্যু হয় নদিয়ার রনি দেবনাথের। স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) সূত্রে খবর গত বৃহস্পতিবার ভোরবেলা মৃত্যু হওয়ার দু'দিন আগে ওই কিশোরের ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। তাঁর আগে থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। ক্রমাগত শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। কিডনি কার্যত বিকল হয়ে যাচ্ছে এমন অবস্থাতে ওই কিশোরকে ৪ তারিখে ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। যদিও কয়েক ঘণ্টা পরেই ৫ তারিখ সকালে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা স্বত্তেও মাল্টি অর্গ্যান ফেলিওরে মৃত্যু হয় তাঁর।
কিশোরের মৃত্যুর পর স্বাস্থ্য দফতরের তরফে একটি রিভিউ মিটিং আয়োজন করা হয়েছিল। যেখানে ডেঙ্গি আক্রান্তের শারীরিক অবস্থার কথা বুঝে রেফারের বিষয়টিকে প্রয়োজনীয় গুরুত্ব দিতে বলা হয়েছে। কারণ, অত্যন্ত খারাপ শারীরিক অবস্থায় বারাসাতের কাছ থেকে বিভিন্ন হাসপাতাল ঘুরে তারপর বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছিল ওই কিশোরকে।
গতকালই একদিনে রাজ্যে ৩ জনের মৃত্যু ((Dengue Death In West Bengal) হয়েছিল। যাঁদের মধ্যে ২ জন আক্রান্ত বেলেঘাটা আইডি হাসপাতালে মারা যান, তৃতীয় জনের মৃত্যু হয়েছিল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে (Saltlake AMRI Hosptial)। মৃতদের একজন ভাঙড়ের বাসিন্দা। নাম ফতেমা বিবি, বয়স ৫৬ বছর। দ্বিতীয় জনও ভাঙড়েই থাকতেন। নাম সঞ্জয় রায়। তাঁর বয়স ৩৪ বছর। মৃত তৃতীয় জন ডেঙ্গি আক্রান্তের নাম সুস্মিতা বিশ্বাস। ৩৭ বছরের যুবতী আদতে বনগাঁর বাসিন্দা। ২৫ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। ২০ দিন ভেন্টিলেশনে থাকার পরে মারা যান তিনি।
আরও পড়ুন- বস্ত্র ব্যবসায়ী তোলা না দেওয়ায় চলল গুলি, দুষ্কৃতীদের হাতে প্রহৃত স্ত্রী, এলাকায় আতঙ্ক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial -এ