Mamata Banerjee: রাজ্য পুলিশের DGP নিয়োগ ঘিরে নজিরবিহীন জটিলতা, প্যানেলের তালিকা ফেরত পাঠাল UPSC
West Bengal DGP Appointment: এই মুহূর্তে রাজ্যে কোনও স্থায়ী DGP নেই। দায়িত্ব সামলে চলেছেন রাজীব কুমার।

কলকাতা: রাজ্য পুলিশের DGP নিয়োগ ঘিরে নজিরবিহীন জটিলতা। রাজ্যের তরফে দেওয়া প্যানেলের তালিকা ফেরত পাঠাল UPSC. এই মুহূর্তে রাজ্যে কোনও স্থায়ী DGP নেই। দায়িত্ব সামলে চলেছেন রাজীব কুমার। আগামী ৩১ জানুয়ারি তাঁর অবসর নেওয়ার কথা। পরবর্তী DGP নিয়োগের জন্য প্যানেলের তালিকা পাঠিয়েছিল রাজ্য। কিন্তু সেই তালিকা এবার ফেরত পাঠাল UPSC. (West Bengal DGP Appointment)
রাজ্যের পাঠানো প্যানেলের তালিকা পাঠিয়ে USPC জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মনোজ মালব্যর অবসরের তিন মাস আগে প্যানেলের তালিকা পাঠানো উচিত ছিল রাজ্যের। কিন্তু রাজ্য প্যানেলের তালিকা পাঠিয়েছে দেড় বছর পর। সেই প্রস্তাব অনুযায়ী UPSC প্যানালের সুপারিশ করলে অসঙ্গতি তৈরি হতে পারে. প্যানেলে বিবিচিত DGP পদপ্রার্থীরা বঞ্চিত হবেন বলে জানানো হয়েছে। (Mamata Banerjee)
রাজ্যকে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে UPSC. রাজ্যের মুখ্যসচিবকে সেই মর্মে চিঠি দিয়েছেন UPSC-AIS শাখার ডিরেক্টর। বলা হয়েছে, পশ্চিমবঙ্গের DGP কে হবেন, সেই নামের তালিকা রাজ্যকে পাঠাতে পারবে না UPSC. কারণ ২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজ্যের প্রাক্তন DGP মালব্য যখন অবসর গ্রহণ করেন, সেই সময়ই সিনিয়র তিন IPS অফিসারের নামের তালিকা পাঠানো উচিত ছিল রাজ্যের। সেই মতো UPSC-ও তালিকা পাঠাত রাজ্যকে।
কিন্তু তা না করে, সেই সময় রাজীবের হাতে রাজ্য পুলিশের DGP-র দায়িত্ব অর্পণ করে রাজ্য। পরবর্তীতে ২০২৫ সালের জুলাই মাসে রাজ্যের তরফে UPSC-কে একটি তালিকা পাঠানো হয়, যাতে নাম ছিল রাজীব কুমার, রাজেশ কুমার, রণধীর কুমার। সেই নিয়ে গত অক্টোবরেই একটি বৈঠক করে UPSC, যাতে মীমাংসা বেরোয়নি। ২০২৩ সালে চিঠি না দিয়ে রাজ্য কেন ২০২৫-এ তালিকা পাঠাল, প্রশ্ন ওঠে।
পাশাপাশি, রাজীব কুমার, রাজেশ কুমারদের চাকরির মেয়াদ ছ'মাসও চাকরি নেই। তাই UPSC-র মাপকাঠিতেই পড়ছেন না ওই সিনিয়র IPS অফিসাররা। এর পরই ভারত সরকারের অ্যাটর্নি জেনারেলের পরামর্শ চায় UPSC. সেই নিয়ে অ্যাটর্নি জেনারেল জানান, মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হোক রাজ্য। কারণ সর্বোচ্চ আদালতই চূড়ান্ত তালিকা দিতে পারবে। UPSC-র ক্ষমতা নেই এটা নিয়ে রাজ্যকে তালিকা দেওয়ার। কারণ তাদের বৈঠক অমীমাংসিত থেকে গিয়েছে। কেন ২০২৩-এর পরিবর্তে ২০২৫ সালে তালিকা পাঠাল, তা নিয়েও প্রশ্ন তুলেছে UPSC.
উল্লেখ্য, চলতি জানুয়ারি মাসের ৩১ তারিখ অবসর নেবেন ১৯৯০ ব্যাচের IPS অফিসার রাজীব। তাঁর পর কে DGP হবেন, তা নিয়ে এখন বেনজির পরিস্থিতি তৈরি হল, যা আগে কখনও দেখা যায়নি।






















