West Bengal Flood Situation: হাওড়া-হুগলি থেকে মেদিনীপুর-বর্ধমান, DVC জল ছাড়ায় জল থইথই দক্ষিণবঙ্গ
DVC Water Release: ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদর উপত্যকার বিস্তীর্ণ এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা গিয়েছে।
কলকাতা: মাইথন ও পাঞ্চেত জলধার থেকে জল ছাড়ার জেরে ভাসছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়ার একাংশ। গ্রামের পর গ্রামে জমি, বাড়ি জলের তলায়। ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদর উপত্যকার একাধিক এলাকায় প্লাবনের আশঙ্কা।
কোন কোন জেলায় বন্য়া পরিস্থিতি?
হাওড়া
হুগলি
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
পূর্ব বর্ধমান
পশ্চিম বর্ধমান
বাঁকুড়া
জেলার চারিদিকে শুধুই জল আর জল। এই জলই এখন বহু মানুষের চোখের জলের কারণ। জল উপচে উঠে বিঘার পর বিঘা চাষের জমি। ডুবেছে বাড়িঘর, দোকানপাটও নিশ্চিহ্ন।
হাওড়ার উদয়নারায়ণপুরে জলমগ্ন কুরচি-শিবপুর, কানুপাট-মনশুকা এবং সিংটি-শিবানীপুর পঞ্চায়েত। ৩৭টি গ্রামের বাড়ি, দোকানপাট, চাষের জমি, মাছের ভেড়ি জলের তলায়। হাওড়ার উদয়নারায়ণপুর হাসপাতালে জল থইথই। অপারেশন থিয়েটারেও জল ঢুকে গিয়েছে। ডিভিসির জল ছাড়া নিয়ে শুরু হয়েছে তরজা। DVC-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অঞ্জনি দুবে বলেন, 'ডিভিসি একক নির্দেশে, দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেটরি কমিটি আছে। সেখানে রাজ্য সরকারের প্রতিনিধি আছে। কমিটি নির্দেশ দিলে তবেই জল ছাড়া ডিভিসি।'
দু'হাজারের বেশি মানুষকে উদয়নারায়ণপুরের ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদর সংলগ্ন অমরপুর, উত্তর শিয়ালি, দ্বীপেরমানা, মুইদিপুর, কোড়া এলাকা জলমগ্ন। শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জল থই থই। বেরুগ্রামের বলরামপুরে রিং বাধ ভেঙে জলমগ্ন একাধিক এলাকা।
ফ্লাড সেন্টারে সরানো হয়েছে দেড় হাজারের বেশি পরিবারকে। কুনুর নদীর জল উপচে ঘুসকরা শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন। বাঁকুড়ার মেজিয়া, সোনামুখী, বড়জোড়া, ইন্দাস, ও পাত্রসায়রের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বাঁকুড়ার সোনামুখীতে রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা, পাণ্ডেপাড়া, ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি, কেনেটিমানা সহ বিস্তীর্ণ এলাকায় জল। ঘরে জল ঢুকে যাওয়ায় রাস্তায় বসে রান্না করতে বাধ্য হচ্ছেন মহিলারা।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ১৮ টি ওয়ার্ড প্লাবিত। ৩টি গ্রাম পঞ্চায়েতের ১০ টি গ্রামে জল থই থই। ২ জায়গায় কাঁসাই নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকছে। সাইত্যা, বেলদা, ধনঞ্জয়পুর, দেভোগ, নয়াপাড়া এলাকায় ভয়াবহ পরিস্থিতি। প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে বিক্ষোভ, ধাক্কাধাক্কি এলাকাবাসীর।
হুগলির জাঙ্গিপাড়ায় রসিদপুর ও রাজবলহাট এক নম্বর পঞ্চায়তের বাঁধ সংলগ্ন এলাকা জলের তলায়। হুগলির খানাকুলে ২০টি পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম জলের তলায়। রূপনারায়ণ ও মুণ্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে বেশ কয়েকটি গ্রামে। যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে NDRF ও রাজ্য পুলিশের কর্মীরা। পুড়শুড়ায় ৪ টি পঞ্চায়েতের একাধিক গ্রাম জলমগ্ন।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একাধিক জায়গায় বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। প্লাবিত ঘাটাল পুরসভার সবকটি ওয়ার্ড ঘাটাল পঞ্চায়েত সমিতির সবকটি গ্রাম জলের তলায়। জলবন্দি হাজার হাজার মানুষ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিশ্বকর্মা প্রতিমা বিসর্জনে বিপত্তি! হুড়মুড়িয়ে সোজা গঙ্গায় নেমে গেল লরি