WB HS Results 2022: '১২ ঘণ্টা পড়া, অ্যাভেঞ্জারস আর ক্রিকেট' এত নম্বর আশাই করেনি দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ
'১২ ঘণ্টা পড়া, অ্যাভেঞ্জারস আর ক্রিকেট' এত নম্বর আশাই করেনি দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ
পশ্চিম মেদিনীপুর: ৪৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ সামন্ত। তিনি পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তনের ছাত্র। তবে এতটা একেবারেই আশা করেননি সায়নদীপ। তাঁর কথায়, '৬ জন শিক্ষক ছিল পাশাপাশি। বাড়িতে ১১-১২ ঘণ্টা পড়াশোনা করতাম'। পড়াশোনার পাশাপাশি আর কী করতে ভালবাসে সায়নদীপ? এবিপি আনন্দকে সে বলছে, অ্য়াভেঞ্জার্স মুভি পছন্দ তাঁর আর ক্রিকেট। আগামীদিনে ডাক্তার হতে চাই। এই নম্বরে খুব খুশি, এতটা আশা করিনি'।
শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর পরীক্ষার্থী ছিলেন ৭ লক্ষ ৪৪ হাজার ৬৫৫ জন। ছাত্রীদের সংখ্যা ছাত্রদের থেকে বেশি। পাস করেছেন ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন। পাসের হার ৮৮ দশমিক ৪৪ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৬ দশমিক ৯৮ শতাংশ। এ বছর কারও ফল অসম্পূর্ণ নেই বলে জানানো হয়েছে। আগামী ২০ জুন মার্কশিট হাতে পাবেন ছাত্রছাত্রীরা। করোনার কারণে এ বছর হোম সেন্টারেই পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা।
উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকের সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী। ট্যুইটে তিনি লিখেছেন, জেলার ছাত্রছাত্রীরা দারুণ ফল করেছেন। শহরের পরীক্ষার্থীরাও গর্বিত করেছেন। অভিভাবক, শিক্ষক, স্কুলকে অভিনন্দন। খুব দ্রুত ফল প্রকাশ করা হয়েছে। আগামী বছরের পরীক্ষাসূচিও প্রকাশ করা হয়েছে। এবার যাঁদের ফল ভাল হল না, আশা করি, তাঁরা আগামীদিনে ভাল ফলের জন্য সর্বতোভাবে চেষ্টা করবেন।
মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকের ফলাফলেও জেলার জয়জয়কার। প্রথম দশের মেধা তালিকায় জায়গা করে নিলেন ২৭২ জন পরীক্ষার্থী। তার মধ্যে কলকাতার রয়েছেন মাত্র ১০ জন। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গতবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। ২টো স্কুল নিয়ে- কোচবিহার ও পশ্চিম মেদিনীপুর- সবচেয়ে বেশি মেরিট লিস্টে আছে।
আরও পড়ুন: HS Exam Date 2023: আগামী বছর কবে থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু? ঘোষণা হল দিন
সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com-এ
উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb12.abplive.com
Education Loan Information:
Calculate Education Loan EMI