Dengue : ‘বারবার বলা সত্ত্বেও কেন্দ্রকে ডেঙ্গি-তথ্য দিচ্ছে না রাজ্য সরকার’, কলকাতায় এসে বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
West Bengal : national centre for vector Borne Diseases Control -এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে, এ বছর, এখনও পর্যন্ত, পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, ২৩৯। অথচ বাস্তবে সংখ্যাটা প্রায় সাড়ে ৫৩ হাজার।
সন্দীপ সরকার, কলকাতা : রাজ্যে হু হু করে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। উদ্বেগ বাড়িয়ে পাল্লা দিচ্ছে বাড়তে থাকা মৃত্যুও। এরমাঝেই রাজ্য সরকারকে (West Bengal State Government) ক্রমাগত নিশানা শানিয়েছেন বিরোধীরা। বারবার এনেছেন ডেঙ্গি নিয়ে তথ্য-গোপনের অভিযোগ। বিরোধীদের সেই সুরই কার্যত এবার শোনা গেল কেন্দ্রের মন্ত্রীর গলায়। পাশাপাশি তাঁর অভিযোগ, বারবার কেন্দ্র তথ্য চাইলেও রাজ্যের তরফে তা মিলছে না।
তথ্য-গোপনের অভিযোগ
কলকাতায় নাইসেডের অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ারের বিস্ফোরক অভিযোগ, 'ডেঙ্গি-তথ্য কেন্দ্রকে দিচ্ছে না রাজ্য। বারবার বলা সত্ত্বেও কেন্দ্রকে ডেঙ্গি-তথ্য দিচ্ছে না রাজ্য সরকার’। একধাপ এগিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আরও অভিযোগ, '‘দ্রুত ডেঙ্গি আক্রান্তর পরিসংখ্যান সামনে আনুক রাজ্য। ডেঙ্গি মোকাবিলায় রাজ্যকে টাকা দেয় কেন্দ্র। সব রাজ্য তথ্য দিলেও বাংলা দেয় না'। যার পাল্টা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্য, কেন্দ্রকে ডেঙ্গি তথ্য জানাতে বাধ্য নয় রাজ্য।
রাজ্যে ভয়াবহ ডেঙ্গি
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৫৩ হাজার ৩৪৬। মৃত্যুর সংখ্যা ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত ডেঙ্গি কেড়েছে ৮৯ জন রাজ্যবাসীকে। কোভিড-কালের স্মৃতি ফিরিয়ে, আবার হাসপাতাল গুলোয় রোগীদের ভিড়। বাড়ছে প্লেটলেটের চাহিদা। রাজ্য জুড়ে ত্রাহি ত্রাহি রব।
প্রসঙ্গত, national centre for vector Borne Diseases Control -এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে, এ বছর, এখনও পর্যন্ত, পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, ২৩৯। অথচ বাস্তবে সংখ্যাটা প্রায় সাড়ে ৫৩ হাজার। এই পরিস্থিতিতে, নাইসেডের এক অনুষ্ঠানে, রাজ্যে এসে বিস্ফোরক অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
আরও মৃত্যু
এদিকে, ডেঙ্গি আক্রান্ত হয়ে কলকাতায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যু হল সার্ভে পার্ক এলাকার বাসিন্দা রোহিত দাসের। মৃত রোহিত বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। ডেঙ্গিতে মৃত রোহিতের বয়স ৩০ । ২২ অক্টোবর জ্বর নিয়ে ভর্তি করা হয় পিয়ারলেস হাসপাতালে। ২০ দিনের লড়াই শেষে আজ সকালে মৃত্যু রোহিতের। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়ে মৃত্যু, খবর হাসপাতাল সূত্রের। এই নিয়ে রাজ্যে ৮৯ জনের মৃত্যু হল ডেঙ্গিতে।
আরও পড়ুন- প্রাথমিকে ৩ হাজার ৯২৯ শূন্যপদে নিয়োগ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল ডিভিশন বেঞ্চে