Job Seekers Agitation: ঠান্ডার দোসর মশার কামড়, তবুও আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা
SLST Job Seekers: একে ঠান্ডা, তারওপর মশার কামড়ে নাজেহাল আন্দোলনকারীরা। যদিও আন্দোলনে অনড় এসএলএসটি চাকরিপ্রার্থীরা। মশারি এনে তার মধ্যেই চলছে অবস্থান বিক্ষোভ।
কলকাতা: এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীদের (Job Seekers) আন্দোলন ৬৫৩ দিনে পড়ল। একে ঠান্ডা, তারওপর মশার কামড়ে নাজেহাল আন্দোলনকারীরা। যদিও আন্দোলনে অনড় এসএলএসটি চাকরিপ্রার্থীরা। মশারি এনে তার মধ্যেই চলছে অবস্থান বিক্ষোভ।
আন্দোলনে অনড় এসএলএসটি চাকরিপ্রার্থীরা: হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান। মেয়ো রোডে, গাঁধী মুর্তির পাদদেশে, ৬৫৩ দিনে পড়ল ২০১৬-র এসএলএসটির চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ। দুর্গাপুজো থেকে কালীপুজো এভাবেই পথে কেটেছে চাকরিপ্রার্থীদের। বড়দিনও কেটেছে রাজপথের এককোণে সামনেই বর্ষবরণ। তার আগে, অভিনব ভাবে প্রতিবাদ করলেন এসএলএসটির চাকরিপ্রার্থীরা। মশার হাত থেকে বাঁচতে, মশারির নিচে বসে বিক্ষোভ দেখালেন তাঁরা। এক বছর সাড়ে ৯ মাসের বেশি সময় ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, SLST-র চাকরিপ্রার্থীরা। বর্ষবরণের আগে, তাঁদের একটাই প্রশ্ন, আর কত দিন তাঁদের এভাবে রাস্তায় পড়ে থাকতে হবে?
প্রাথমিকের ইন্টারভিউ: রাজ্যে নিয়োগ দুর্নীতি ডামাডোলের মধ্যেই আজ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হয়েছে। কলকাতার প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের জন্য সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে প্রথম দিন ২০০ জনের ইন্টারভিউ নেওয়া হয়। নির্ধারিত সময়ের আগেই আসতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। ভিতরে ৫টি টেবিলে ৩ জন পরীক্ষক ইন্টারভিউ নেন। একসঙ্গে ৫ জন প্রার্থীকে ডাকা হয়। রাখা হয় ব্ল্যাকবোর্ড। ইন্টারভিউয়ের পাশাপাশি, হাতে কলমে প্রার্থীদের দেখে নেওয়ারও সুযোগ রয়েছে পরীক্ষকদের। পরীক্ষার হলে লাগানো রয়েছে সিসি ক্যামেরা। গোটা ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে।
আরও পড়ুন: Projapoti Controversy: 'সিনেমাটা আমার-মিঠুনদার উপরেই ছেড়ে দিন,' কুণালকে পাল্টা দেব