West Bengal Live Blog: ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি, ঘোষণা সরকারের! আগে রিভিউ পরে পরীক্ষা
West Bengal Live Update: সুন্দরবনের নদী ও সমুদ্র বাঁধ সাড়ে ৩ হাজার কিমি। এরমধ্যে ৫০০ কিমির বেশী মাটির বাঁধের বেহাল অবস্থা৷

Background
কলকাতা: ফের নিম্নচাপের ভ্রুকুটি, দঃ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে এগোচ্ছে নিম্নচাপ। পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ, বকখালিতে দুর্যোগের আশঙ্কা । বাঁধ ভেঙে ঢুকছে নোনাজল, হোটেলে আশ্রয় গ্রামবাসীদের। ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, দঃ ২৪ পরগনায় হলুদ সতর্কতা। আজ থেকেই পর্যটক, মৎস্যজীবীদের নদী-সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা।
সুন্দরবনের নদী ও সমুদ্র বাঁধ সাড়ে ৩ হাজার কিমি। এরমধ্যে ৫০০ কিমির বেশী মাটির বাঁধের বেহাল অবস্থা৷ একাধিক প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় বাঁধগুলোর কঙ্কালসার চেহারা। নামখানার হাতানিয়া-দোয়ানিয়া নদীর পাশে দীর্ঘ এক কিমি মাটির বাঁধের একাধিক জায়গায় ধস নিয়েছে। এই মাটির বাঁধই এলাকার মানুষের চলাচলের রাস্তাও। মাটির বস্তা, বাঁশের পাইলিং দিয়ে রক্ষার চেষ্টা করলেও জলোচ্ছ্বাসে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। এই দুর্যোগে আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা।
কালনায় ফের কুমির আতঙ্ক। কালনার গঙ্গায় কুমির দেখে আতঙ্কে এলাকাবাসী। গঙ্গায় নামতে নিষেধা়জ্ঞা, মাইকে প্রচারে প্রশাসনের। এর আগে কালনার জাপোট এলাকায় বাড়ির উঠানে দেখা গিয়েছিল কুমির।
এক পশলা বৃষ্টিতে রাস্তায় জল, জল ঢুকেছে বাড়িতে। প্রতিবাদে জিটি রোড অবরোধ চুঁচুড়ার নলডাঙায়। অবরোধ সরাতে পুলিশ এলে, পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ স্থানীয়দের। জমা জল দেখাতে এলাকার পঞ্চায়েত প্রধানকে হাঁটালেন স্থানীয়রা।
গত সোমবার দ্বিতীয় বর্ষের সিনিয়র রেসিডেন্টদের পোস্টিং অর্ডার সামনে আসে। কাউন্সেলিংয়ের সময় দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতালে অ্যানাস্থেসিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল। মেধাতালিকা বেরোলে দেখা যায়, পোস্টিং অর্ডারে তাঁর নাম রয়েছে মালদার গাজোলে সাব ডিভিশনাল হাসপাতালে।
বিজেপি শাসিত মহারাষ্ট্রে জলসঙ্কটের ভিডিও পোস্ট করে তৃণমূল সরকারকে নিশানা দিলীপের। 'গরমের সময়ে প্রতিবার মহারাষ্ট্রে জল সঙ্কট স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নাসিকে মহিলাদের কুয়োয় নেমে জল তুলতে হচ্ছে। অথচ পশ্চিমবঙ্গে জল সঙ্কট না থাকলেও মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। রাজ্য সরকারের গাফিলতি ও দুর্নীতির জন্য মানুষ পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না। কেন্দ্রের পানীয় জল প্রকল্পের সুবিধা পাচ্ছেন না রাজ্যবাসী। দুর্নীতি চলছে, একের পর এক পুকুর ভরাট হয়ে যাচ্ছে, পোস্ট দিলীপের। দিলীপ ঘোষের পোস্ট ট্যাগ করে পাল্টা পোস্ট কুণাল ঘোষের।
'জরুরি পোস্ট দিলীপ ঘোষের। গরম পড়তে না পড়তেই বিজেপি শাসিত মহারাষ্ট্রে জল সঙ্কট। মহারাষ্ট্র সরকারকে বলুন, বাংলার মতো 'জল ধরো, জল ভরো' প্রকল্প চালু করতে, পোস্ট কুণালের।
West Bengal News: ধৃত বাংলাদেশি নাগরিক আজাদ শেখ সম্পর্কে চাঞ্চল্য়কর তথ্য়
ধৃত বাংলাদেশি নাগরিক আজাদ শেখ সম্পর্কে চাঞ্চল্য়কর তথ্য়। পুলিশ সূত্রে খবর, ন্য়াজাট থেকেই নকল আধার কার্ড তৈরি করেছিলেন তিনি। আর এই ঘটনার তদন্তে নেমেই, খোঁজ মিলেছে ৪ জন মিডলম্য়ানের।
TMC: তৃণমূল ছাড়তে পারেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর?
কংগ্রেসের হাইকমান্ড থেকে তাদের বিশেষ দূতরা গত দুমাস ধরে যোগাযোগ করছে। দলবদলের জল্পনা উস্কে এই কথা বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেই সঙ্গে জেলার রাজনীতিতে তিনি ব্রাত্য বলেও অভিমানী ভরতপুরের তৃণমূল বিধায়ক।






















