News Live: সােনারপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দোকান ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
News Live Update: দিনের সেরা খবরগুলো এক ঝলকে..
LIVE

Background
ই-রিকশা চালকদের সঙ্গে অটো চালকদের গন্ডগোলে সিঁথিতে উত্তেজনা। অটোচালকদের মারধরের অভিযোগ ই-রিকশা চালকদের বিরুদ্ধে। সিঁথি পেয়ারা বাগানের কাছে দু'পক্ষের গন্ডগোলে তুমুল উত্তেজনা। কয়েকটি অটো ভাঙচুর, আহত কয়েকজন অটো চালক। দমদম মিল্ক কলোনি-সিঁথি রুটের অটো বন্ধ করে প্রতিবাদ। সিঁথি থানায় অভিযোগ দায়ের অটোচালকদের। ই-রিকশায় ৪-৫ জন যাত্রী তোলার প্রতিবাদ এক অটো চালকের। প্রতিবাদ করায় অটোচালকের সঙ্গে রিকশা চালকের বচসা। পরে জোট বেঁধে হামলা ই-রিকশা চালকদের, অভিযোগ অটোচালকদের। অটোয় ভাঙচুর, চালকদের মারধরের অভিযোগ ই-রিকশা চালকদের বিরুদ্ধে।
আর জি করে দুর্নীতির তদন্ত। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, রাজ্য মেডিক্যাল কাউন্সিল সভাপতির সিঁথির বাড়িতে CBI। তদন্তে সহযোগিতা করা হচ্ছে, জানাল সুদীপ্ত রায়ের পরিবার।
আর জি করে দুর্নীতির তদন্তে CBI অভিযান। নথি নিয়ে তৃণমূল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। সন্দীপ ঘোষের আমলে আর জি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়।
ইডির ওপর হামলার ঘটনার তদন্ত, ফের সন্দেশখালিতে CBI। গতবছরের ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয় ED। সেই ঘটনার তদন্তে সরবেড়িয়ায় CBI।
বেলঘরিয়ায় প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদের জের। রাস্তায় ফেলে শিক্ষককে মারধর তরুণী ও তাঁর বনধুদের। CCTV-তে ধরা পড়েছে মারধরের ছবি। হাসপাতালে ভর্তি আঁকার শিক্ষক।
আর জি করে দুর্নীতির তদন্ত। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, রাজ্য মেডিক্যাল কাউন্সিল সভাপতির সিঁথির বাড়িতে CBI। তদন্তে সহযোগিতা করা হচ্ছে, জানাল সুদীপ্ত রায়ের পরিবার।
আর জি করে দুর্নীতির তদন্তে CBI অভিযান। নথি নিয়ে তৃণমূল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। সন্দীপ ঘোষের আমলে আর জি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়।
ইডির ওপর হামলার ঘটনার তদন্ত, ফের সন্দেশখালিতে CBI। গতবছরের ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয় ED। সেই ঘটনার তদন্তে সরবেড়িয়ায় CBI।
বারুইপুর বিজেপি কর্মী খুনের পর ঘটনা ধামাচাপার চেষ্টা পুলিশের। অভিযোগ শঙকুদেব পণ্ডার। খুনের মামলায় রুজু হয়েছে, গ্রেফতার মৃতের বাবা ও ভাই, জানালেন SP।
৩০ দিনের বেশি জেলে থাকলেই যাবে মন্ত্রিত্ব। সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় সরব তৃণমূল। প্রহসনের অভিযোগে যৌথ সংসদীয় কমিটিতে প্রতিনিধি না রাখার সিদ্ধান্ত শাসক দলের।
মেট্রো সম্প্রসারণের কৃতিত্ব কার? তুঙ্গে দড়ি টানাটানি। পঞ্চান্নগ্রামে মেট্রো স্টেশনের কাছে পড়ল তৃণমূলের পোস্টার। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্যানার।
কসবা ল কলেজে গণধর্ষণ। ৫৮ দিনের মাথায় প্রাক্তন TMCP নেতা। কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র-সহ ৪ জনের নামে চার্জশিট। গণধর্ষণ, অপহরণ-সহ একাধিক ধারায় মামলা।
মোবাইলে অপরাধের ভিডিও তুলে মোছার চেষ্টা। কসবা গণধর্ষণকাণ্ডে তথ্যপ্রযুক্তি আইনের ধারাতেও মামলা। ৬৫০ পাতার চার্জশিট, ৮০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ড।
ফের শাসকের পুলিশ শাসন! এবার মুর্শিদাবাদের ফরাক্কায়। তৃণমূল নেতার পাটবোঝাই মোটর ভ্যান আটকানোয় ট্রাফিক পুলিশকে ঘুসি। গ্রেফতার তৃণমূলের উপপ্রধান।
WB News Live: গ্রেফতার বিজেপি নেতা
১৪ অগাস্ট ব্যারাকপুরে কৌস্তভ বাগচীর নেতৃত্বে বিক্ষোভে গন্ডগোল। গ্রেফতার বিজেপি নেতা বিশাল জয়সওয়াল। পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় ধৃত ব্যারাকপুরে বিজেপির আহ্বায়ক বিশাল।
News Live: আধার-সহ জালে বাংলাদেশি
ফের বাংলাদেশি নাগরিকের ভারতীয় আধার কার্ড। পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালে ঢোকার সময় গ্রেফতার। উদ্ধার বাংলাদেশি পরিচয়পত্র। লালমনিরহাটের বাসিন্দা। জেরায় স্বীকার ধৃতের।






















