West Bengal Live Update: তৃণমূলের সঙ্গে সংঘাতের পরে এবার এবিভিপি-এসএফআই সংঘর্ষে অবরুদ্ধ যাদবপুর
West Bengal News Update Live: জেলা থেকে দেশ, সব খবর সবার আগে জেনে নিন এক মুহূর্তে

Background
কলকাতা: ট্যাংরার পরে এবার হালতু, এক পরিবারের ৩জনের রহস্যমৃত্যু। ঘরের একদিকে বাচ্চাকে কোলে নিয়ে বাবার ঝুলন্ত দেহ! একদিকে ঝুলন্ত বাবার কোলে বাচ্চা, অন্যদিকে মায়ের ঝুলন্ত দেহ! আড়াই বছরের শিশুকে খুন করে আত্মঘাতী বাবা, অনুমান পুলিশের, খবর সূত্রের। গতকাল বিকেলে শেষবার দেখা গেছিল পরিবারের ৩ জনকে। কয়েকদিন ধরে বাড়িতে পাওনাদাররা আসছিল, পুলিশ সূত্রে খবর, দেনার ভারেই কি শিশুসন্তানকে মেরে আত্মঘাতী বাবা-মা? এক পরিবারের ৩জনের রহস্যমৃত্যু, জোড়া সুইসাইড নোটের হদিশ। ঘরের দেওয়ালে পেন্সিল দিয়ে একটি সুইসাইড নোট। মামা-মামীকে দায়ী দেওয়ালে পেন্সিল দিয়ে লেখা সুুইসাইড নোট। দেনার সঙ্গে পারিবারিক অশান্তিতেই সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি?
ট্যাংরায় ৩ জন খুন, হাসপাতাল থেকে ছাড়া পেতেই গ্রেফতার প্রসূন দে। স্ত্রী-মেয়ে-বৌদিকে খুনের অভিযোগ, ৬ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে প্রসূন। আইনজীবী রাখতে চান না বলে শিয়ালদা কোর্টে জানালেন প্রসূন দে । 'উনি আইনজীবী রাখতে চাইছেন না, ওকালতনামায় সই করছেন না'। 'বলছেন চার্জশিট হলে আইনের হাত ধরে মৃত্যুর রাস্তা বেছে নিতে চাই', শিয়ালদা কোর্টে জানালেন লিগ্যালএইডের আইনজীবী। 'বিনা পয়সায় সরকারি আইনজীবী, কোনও টাকা লাগবে না তাও রাখবেন না?' বিচারকের প্রশ্নের মুখে ফের ঘাড় নেড়ে 'না' বললেন প্রসূন দে। 'পুলিশ হেফাজতে চাইছে, জেল নয়, ওদের কাছে থাকতে হবে'। কিছু বলার আছে কিনা প্রসূনের কাছে জানতে চান বিচারক। প্রসূন না বলার পরেই পুলিশ হেফাজতের নির্দেশ শিয়ালদা কোর্টের।
মধ্যমগ্রাম হত্যাকাণ্ডে উদ্ধার মহিলা খুনে ব্যবহৃত বঁটি ও হাতুড়ি। হত্যাকাণ্ডে ধৃত মা ও মেয়েকে নিয়ে হত্যাস্থলে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। ধৃতরা জানায় বাড়ির সামনেই পুকুরে ফেলা হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। মধ্যমগ্রামের যে বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন, তার সামনের পুকুরে ডুবুরি নামানো হয়। পুকুরে তল্লাশি চালিয়ে মেলে খুনে ব্যবহৃত বঁটি ও হাতুড়ি।
সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল সারা দেশের ১৪৪টি ওষুধ! বেশিরভাগ নামী সংস্থার ওষুধই পরীক্ষায় ফেল। আপনার ওষুধ পরীক্ষায় ফেল করা নয়তো? তালিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ১৮টি ব্যাচের RL ও অন্য স্যালাইন। কোনও নমুনা স্টেরিলিটি পরীক্ষায় ফেল, কোনও নমুনায় মিলেছে ব্যাকটেরিয়া। এ রাজ্যে ফেল দু'টি বহুজাতিক সংস্থার দু'টি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ । ফেল হৃদযন্ত্রের সমস্যায় ব্যবহৃত। টেলমিসারটান, এমোক্সিসিলিন ও পটাশিয়াম ক্ল্যাভিউনেট। পরীক্ষায় ফেল প্যারাসিটামল, স্নায়ুরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। পরীক্ষায় ফেল বহুল ব্যবহৃত পেনকিলার, অ্যান্টিবায়োটিক। শিশুদের জন্য ব্যবহৃত সর্দি কাশির সিরাপও পরীক্ষায় ফেল।
আরও পড়ুন: Ashish Chanchlani: এই পরিস্থিতির সঙ্গেও লড়ে নেব... ইনস্টাগ্রামে আশিসের 'ইমোশনাল' পোস্ট
Sourav Ganguly: ফের দুর্ঘটনার কবলে, শ্যুটিং ফ্লোরে আগুন! কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ফের দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । এবার তাঁর শ্যুটিং ফ্লোরে আগুন? যা জানাজানি হতেই সৌরভ অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়লেন । কেমন আছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক? মঙ্গলবার ফের দুর্ঘটনার কবলে মহারাজ । এবার বারুইপুরের এক শ্যুটিং ফ্লোরে । যেখানে আগুনের ফুলকি ছিটকে পড়ল সৌরভের কাছেই । এই খবর প্রকাশ্যে আসতেই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে কিংবদন্তি ক্রিকেটারের ভক্তদের মধ্যে । দুর্ঘটনার ব্যাপারে এবিপি আনন্দের (ABP Ananda) তরফে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে অবশ্য আশ্বস্ত করা হল অনুরাগীদের । জানানো হল, সুস্থ রয়েছেন সৌরভ । তাঁর কোনও ক্ষতিও হয়নি ।
Kolkata News: কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গণমানের পরীক্ষায় ডাহা ফেল করল দেশের ১৪৪টি ওষুধ!
কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গণমানের পরীক্ষায় ডাহা ফেল করল দেশের ১৪৪টি ওষুধ! রাজ্যে পাস করলেও কর্ণাটক ও গুয়াহাটির ল্যাবে ফেলের তালিকায় রয়েছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিতর্কিত রিঙ্গার ল্যাকটেট। ৮টি ওষুধকে ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। উদ্বিগ্ন চিকিৎসক মহল।






















