Ashish Chanchlani: এই পরিস্থিতির সঙ্গেও লড়ে নেব... ইনস্টাগ্রামে আশিসের 'ইমোশনাল' পোস্ট
India's Got Latent Controversy: ইন্সটাগ্রাম স্টোরিতে ইউটিউবার আশিস চাঞ্চলানির আবেগঘন পোস্ট। কী বললেন জনপ্রিয় কমেডিয়ান এবং কনটেন্ট ক্রিয়েটর?

Ashish Chanchlani: আশিস চাঞ্চলানি, সদা হাস্যমুখের এই ইউটিউবারকে অনেকেই চেনেন। কমেডি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ জনপ্রিয় আশিস। মাঝে ওজন ঝরিয়ে নিজের মেকওভারের মাধ্যমেও প্রচুর মানুষকে অনুপ্রেরণা দিয়েছিলেন তিনি। তবে গত কয়েকমাসে আশিস চাঞ্চলানিকে নতুন করে চিনেছেন অনেকেই। সৌজন্যে আরেক কমেডিয়ান এবং ইউটিউবার সময় রায়নার শো India's Got Latent.
India's Got Latent শো আর বিতর্ক এখন সমার্থক শব্দ। এই শো- তে গিয়ে নিজের করা মন্তব্যের জন্য চরম বিপাকে পড়েছেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। পডকাস্টের দুনিয়ায় জনপ্রিয় রণবীর, বিয়ার বাইসেপস নামেও পরিচিত। শুধু রণবীর এলাহাবাদিয়া নন, শো- এর সঞ্চালক সময় রায়নাও জড়িয়েছেন আইনি জটিলতায়। আর India's Got Latent শো- এর যে এপিসোড ঘিরে এত বিতর্ক সেখানেই প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন আশিস চাঞ্চলানি। যদিও কোনও মন্তব্য করেননি তিনি। এমনকি নেটিজেনরাও আশিসকে সেভাবে কাঠগড়ায় দাঁড় করাননি। কিন্তু পুলিশের সমন, আইনি জটিলতা এড়াতে পারেননি আশিস। India's Got Latent শো- এর ওই বিতর্কিত এপিসোডে উপস্থিত থাকার জেরেই বিগত কয়েক সপ্তাহ ধরে অনেক কিছুর শিকার হতে হয়েছে তাঁকে।
View this post on Instagram
মার্ভেল ফ্যান হিসেবে পরিচিত আশিস। কিছুদিন আগেই জানিয়েছিলেন মার্ভেল সংক্রান্ত একটি শো হোস্ট করা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারণ হিসেবে বলেছিলেন তিনি অসুস্থ। India's Got Latent বিতর্কের মাঝে সেভাবে মুখ খুলতে দেখা যায়নি এই কনটেন্ট ক্রিয়েটরকে। তবে অবশেষে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করলেন আশিস চাঞ্চলানি। ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে আশিসের ভিডিও। শুরুতে সবাইকে অভিবাদন জানিয়ে কথোপকথন শুরু করলেও আশিসকে বলতে শোনা গিয়েছে ঠিক কী বলবেন তিনি ভেবে পাচ্ছেন না, কথা খেই হারিয়ে ফেলছে।
পরে অবশ্য ধাতস্থ হন আশিস। সকলের উদ্দেশে বলেছেন, এই পরিস্থিতির সঙ্গেও লড়ে নেবেন। আগেও এমন দেখেছেন। এবারও নতুন কিছু শিখবেন। বারবার সকলকে বলেছেন আশিস এবং তাঁর পরিবারের জন্য প্রার্থনা করতে। যাঁরা এই দুঃসময়ে, দুর্দিনে পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদও জানিয়েছেন, আগামী দিনেও পাশে থাকার কথা বলেছেন। আশিস বলেছেন, তাঁর কাজ একটু এদিক-ওদিক হয়েছে। তবে তিনি আবার ফিরবেন। সেই সময় সকলে যেন সাপোর্ট করেন, সেই অনুরোধও জানিয়েছেন। পাশাপাশি আশিস জানিয়েছেন আবারও কঠোর পরিশ্রম করবেন তিনি। সকলকে বলেছেন, তাঁরা যেন তাঁদের নিজেদেরও খেয়াল রাখেন।






















