West Bengal News Live : 'আপনারা এই মাটিকে সমৃদ্ধ করেছেন' সন্দেশখালিতে বলেন মুখ্যমন্ত্রী
দিল্লিতে পাকড়াও ১৫ জন বাংলাদেশিরও বঙ্গ-যোগ, আধারে ঠিকানা বাংলা। পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের সরাসরি ভূমিকা নেই, দাবি ডিজির। জাল নোট পাচারেও বাংলাদেশ-যোগ! দিল্লি থেকে গ্রেফতার মালদার বাসিন্দা।
LIVE

Background
এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, সন্দেশখালিতে বললেন মুখ্যমন্ত্রী
'সরকার 'দুয়ারে সরকার' করবে। আপনার দরজায় আসবে। আপনি তাকে বলবেন। সে আপনার কাজটা দেখবে। আর কেউ যদি আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো সবটাই ভাঁওতা।' সন্দেশখালিতে বললেন মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee News : 'জিএসটি-র যে টাকা পাই, তার থেকে বাংলার বাড়ি প্রকল্পে খরচ করি' দাবি মুখ্যমন্ত্রীর
'জিএসটি-র যে টাকা পাই, তার থেকে বাংলার বাড়ি প্রকল্পে খরচ করি' দাবি মুখ্যমন্ত্রীর।
Mamata Banerjee News : সন্দেশখালিতে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, বললেন মুখ্যমন্ত্রী
'আমি পাহারাদারের কাজ করি। সন্দেশখালিতে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না' সন্দেশখালির মানুষকে সতর্ক করলেন মমতা।
WB News Live : সন্দেশখালিতে উলট পুরাণ, প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ সুজয় তৃণমূলে
সন্দেশখালিকাণ্ডের প্রায় এক বছর পর আজ শেখ শাহজাহানের এলাকায় মুখ্য়মন্ত্রী । তার আগেই সন্দেশখালিতে উলট পুরাণ। প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার ওরফে সুজয় মণ্ডল যোগ দিলেন তৃণমূলে। গতকাল সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল পার্টি অফিসে গিয়ে শাসকদলে নাম লিখিয়েছেন তিনি
WB News Live : অসম STF-এর জালে আনসারুল্লা বাংলা টিমের আরও এক জঙ্গি
ফের অসম STF-এর জালে আনসারুল্লা বাংলা টিমের আরও এক জঙ্গি। গতকাল অসমের কোকড়াঝাড় থেকে গাজি রহমানকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, গ্রেফতারি এড়াতে পরিচয় বদলের চেষ্টা করেছিল ওই জঙ্গি। অত্যাধুনিক অস্ত্র উদ্ধার নিয়ে তাকে জেরা করা হবে। জানতে চাওয়া হবে কোথা থেকে IED-প্রশিক্ষণ মিলেছিল? পাকিস্তান বা বাংলাদেশে গিয়ে এরা প্রশিক্ষণ নিয়েছিল কি না? এই নিয়ে অপারেশন প্রঘাতে মোট ১২ জন জঙ্গিকে গ্রেফতার করল অসম পুলিশের STF.
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
