West Bengal News Live : 'আপনারা এই মাটিকে সমৃদ্ধ করেছেন' সন্দেশখালিতে বলেন মুখ্যমন্ত্রী
দিল্লিতে পাকড়াও ১৫ জন বাংলাদেশিরও বঙ্গ-যোগ, আধারে ঠিকানা বাংলা। পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের সরাসরি ভূমিকা নেই, দাবি ডিজির। জাল নোট পাচারেও বাংলাদেশ-যোগ! দিল্লি থেকে গ্রেফতার মালদার বাসিন্দা।

Background
কলকাতা : অনুপ্রবেশ নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। সূত্রের দাবি, এক বিশাল নেটওয়ার্ক কাজ করছে নদিয়ার সীমান্তবর্তী এলাকায়। অনুপ্রবেশকারীদের সাহায্য করতে কাজ করছে ভারতীয় দালাল চক্র। তদন্তকারীদের দাবি, পরিচয়পত্র বানাতে অনুপ্রবেশকারীদের নকল মা-বাবা সাজত সিন্ডিকেটের সদস্যরা। একসময়ের গরু, চাল পাচারকারীরাই বর্তমানে অনুপ্রবেশকারীদের সাহায্য করছে? সীমান্তে কাঁটাতারের অভাবেই কি অনুপ্রবেশকারীদের অবাধ যাতায়াত? চিন্তা বাড়াচ্ছে,নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার কাঁটাতার বিহীন এলাকাগুলি। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি, ধানতলা, গাঙনাপুরের প্রায় ৮ কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতার বিহীন। এই প্রেক্ষাপটেই, রবিবার অনুপ্রবেশ নিয়ে কার্যত BSF-এর ঘাড়ে দায় চাপালেন রাজ্য পুলিশের ডিজি।
চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে জখম প্রৌঢ়ার মৃত্যু হল হাসপাতালে। বাজি তৈরি করতে গিয়েই বিপত্তি ঘটেছে বলে অভিযোগ তুলেছে নিহতের পরিবার। যদিও কারখানার মালিকের কাছে বাজি বিক্রির লাইসেন্স থাকলেও তৈরির ছাড়পত্র ছিল না।
এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, সন্দেশখালিতে বললেন মুখ্যমন্ত্রী
'সরকার 'দুয়ারে সরকার' করবে। আপনার দরজায় আসবে। আপনি তাকে বলবেন। সে আপনার কাজটা দেখবে। আর কেউ যদি আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো সবটাই ভাঁওতা।' সন্দেশখালিতে বললেন মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee News : 'জিএসটি-র যে টাকা পাই, তার থেকে বাংলার বাড়ি প্রকল্পে খরচ করি' দাবি মুখ্যমন্ত্রীর
'জিএসটি-র যে টাকা পাই, তার থেকে বাংলার বাড়ি প্রকল্পে খরচ করি' দাবি মুখ্যমন্ত্রীর।






















