WB News Live : রেড রোডে ইদের নমাজ, সম্প্রীতির বার্তা মমতা , অভিষেকের
সুজন-সেলিমকে পেলে ছাড়বেন না, এবার সোশাল মিডিয়ায় পোস্ট করে হুঁশিয়ারি দিল তৃণমূল সমর্থকদের সোশ্য়াল মিডিয়া প্ল্য়াটফর্ম, FEARLESS AITC MEMBERS।

Background
অক্সফোর্ডকাণ্ডের পর থেকেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে হুমকি-হুঁশিয়ারি স্রোত। সুজন-সেলিমকে পেলে ছাড়বেন না, এবার সোশাল মিডিয়ায় পোস্ট করে হুঁশিয়ারি দিল তৃণমূল সমর্থকদের সোশ্য়াল মিডিয়া প্ল্য়াটফর্ম, FEARLESS AITC MEMBERS। পাল্টা পোস্টে জবাব দিয়েছে SFI। অন্যদিকে এদিনই দিনহাটায় SFI এর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর এখনও পর্যন্ত কেন পথে নামেনি দলের ছাত্র-যুব সদস্যরা। প্রশ্ন তুলে অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন্তব্যকে সমর্থন করলেন কুণাল ঘোষও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে, বিজেপি আবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়েছে।
শুভেন্দু অধিকারীর গড়ে কৃষি সমবায় ভোটে সবুজ ঝড়। কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ ব্যাঙ্কের নির্বাচনে সবকটি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ভোটের ফলাফলে গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা। বাইশে কাঁথি পুরসভায় ভোট লুঠের পর চব্বিশের লোকসভায় হেরেছিল তৃণমূল, ছাব্বিশেও সাফ হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
বালাসোরের স্মৃতি এখনও টাটকা দেশবাসীর মনে। তারই মধ্যে ফের ওড়িশায় লাইনচ্যুত হয়ে গেল ট্রেন। নেরগুন্ডি স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল এক বাঙালিরও। বাড়ি আলিপুরদুয়ারে। মাকে নিয়ে বেঙ্গালুরুতে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। বাড়ির একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুতে শোকাহত পরিবার।
WB News Live : রাজারহাটে জলাশয় ভরাটের চেষ্টা করার অভিযোগ
রাজারহাটের বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে জলাশয় ভরাটের চেষ্টা করার অভিযোগ। মাটির গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ব্যাপক বিক্ষোভের জেরে মাটি না ফেলেই পালায় অভিযুক্তরা।
Mamata Banerjee : 'এখন লাল-গেরুয়া এক হয়ে গেছে...আমি একাই ১০০' হুঙ্কার মমতার
'আগে বামেরা ধর্মনিরপেক্ষতার কথা বলব, এখন লাল-গেরুয়া এক হয়ে গেছে...আমি একাই ১০০', রেড রোডের অনুষ্ঠান থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের






















