West Bengal News LIVE Updates: সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র! কলকাতার দুই সরকারি হাসপাতালে লালবাজারের গোয়েন্দা বিভাগের হানা
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেটস...
LIVE

Background
এখনও সরকারি হাসপাতালে সক্রিয় দালাল চক্র! কলকাতার দুই সরকারি হাসপাতালে লালবাজারের গোয়েন্দা বিভাগের হানা। মেডিক্যাল কলেজ থেকে ধৃত সচিন রাউথ নামে এক ব্যক্তি। অন্যদিকে, SSKM থেকে গোলাম রসুল নামে একজনকে পাকড়াও করা হয়েছে। গত মাসেই, SSKM হাসপাতালে বহিরাগত প্রবেশ ইস্যুতে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। হাসপাতালে, CC ক্যামেরা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তারপরও হাসপাতাল চত্বরে, ফের রোগীদের আত্মীয়দের থেকে টাকা তোলার অভিযোগ। গত শুক্রবার সন্ধেবেলায়, দুই হাসপাতালে সাদা পোশাকে হানা দেয় পুলিশ। পাকড়াও করা হয় দুই অভিযুক্তকে। দুজনকে আজ আদালতে পেশ করা হবে।
Nadia Death: SIR-এর চাপে আত্মহত্যা, অভিযোগ সুইসাইড নোটে
নদিয়ার কৃষ্ণনগরে আত্মঘাতী BLO, উদ্ধার সুইসাইড। SIR-এর চাপে আত্মহত্যা, অভিযোগ সুইসাইড নোটে। ঘটনার রিপোর্ট চাইল কমিশন
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর ‘ওষুধ প্রয়োগ'এর পাল্টা কাজল শেখের হুঁশিয়ারি
শুভেন্দু অধিকারীর ‘ওষুধ প্রয়োগ'এর পাল্টা কাজল শেখের হুঁশিয়ারি। 'তুমি মাথা নত করেছ জেলে যাওয়ার ভয়ে, জামাটা পাল্টে নিয়েছ'। 'কাজল শেখ জামা পাল্টাবে না, পাল্টা হুঁশিয়ারি বীরভূম জেলা পরিষদ সভাধিপতি। 'নানুরে আসুন, কীর্ণাহারের বিখ্যাত মন্ডা, সিউড়ির মোরব্বা খাওয়াব', কটাক্ষ বীরভূমের তৃণমূল নেতা ও জেলা পরিষদ সভাধিপতি কাজলের । 'অসুখও জানি, ওষুধ-ও জানি, ১৫ দিন অন্তর নানুরে আসব', মঙ্গলবার কীর্ণাহারের সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর । এবার বিরোধী দলনেতাকে নিশানা করে পাল্টা কাজলের























