West Bengal News LIVE: ABP NETWORK সামিটে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
West Bengal News LIVE : রাজ্য তথা দেশের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: ২০৪৭ সালের মধ্যে, স্বাধীনতার শততম বর্ষে দেশকে 'বিকশিত ভারতে' পরিণত করার লক্ষ্য বেঁধে দিয়েছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। (India at 2047 Summit)সেই আবেগকে মাথায় রেখেই এবিপি নেটওয়র্ক India@2047 কনক্লেভের আয়োজন করছে, যার একেবারে অগ্রভাগে রয়েছেন নরেন্দ্র মোদি। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি হলে কী পদক্ষেপ? (India Pakistan War) নাগরিকদের নিয়ে মক ড্রিলের জন্য রাজ্যকে নির্দেশ কেন্দ্রের। দেশজুড়ে ২৪৪ জেলায় মহড়া। মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। পহেলগাঁওকাণ্ডে জঙ্গিদের মদতদাতা কারা? স্থানীয় কাদের সঙ্গে যোগাযোগ ছিল হামলাকারীদের? উপত্যকাজুড়ে তল্লাশি। পুঞ্চে আটক পাকিস্তানি। বৈসরনেও সন্দেহভাজকে জিজ্ঞাসাবাদ।সামশেরগঞ্জে মুখ্যমন্ত্রী। বিডিও অফিসে ডেকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদ-দাঙ্গায় জোড়া হত্যাকাণ্ডে (Murshidabad Violence) হাইকোর্টে নিহতদের পরিবার। মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Calcutta High Court Justice)।
PM Modi On Pakistan: পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
ABP NETWORK সামিটে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। নাম না করে সিন্ধু জলচুক্তি নিয়ে ফের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
India At 2047 Summit: আমরা আপনাদের টাকা বাঁচিয়েছি, কিন্তু গাল খেয়েছে মোদি : প্রধানমন্ত্রী
ABP Network India at 2047-এর সম্মেলনে এসে প্রধানমন্ত্রী বলেন, 'গরিবের পুরো টাকা গরিবের কাছে যাবে, সেটাই আমাদের লক্ষ্য। এজন্য আমরা ডাইরেক্ট বেনেফিট ট্রান্সফারের ব্যবস্থা করেছি। আমরা আপনাদের টাকা বাঁচিয়েছি। কিন্তু গাল খেয়েছে মোদি।'






















