West Bengal News Live: WBCUPA-SFI সংঘর্ষে রণক্ষেত্র যাদবপুর, ফের ক্যাম্পাসে আগুন
West Bengal All News Updates Live: এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে, দেখে নিন এক নজরে

Background
গোয়ালপোখরের পর এবার চোপড়া। অস্ত্র মামলায় ধৃত অভিযুক্ত তৃণমূল নেতাকে জোর করে ছাড়িয়ে নিয়ে গেলেন স্থানীয়রা। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি স্থানীয়দের।
অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে প্রিজন ভ্যানে তোলার সময় আক্রান্ত পুলিশ। অভিযুক্তকে ছিনতাই করে নিয়ে যাওয়ার পর অ্যাকশনে পুলিশ। ১১ জনকে গ্রেফতার।
ভোটার তালিকায় ভূত নিয়ে নেত্রীর হুঙ্কারের পরেই সক্রিয় তৃণমূল। বাড়ি বাড়ি গিয়ে চলছে স্ক্রুটিনি। চেতলায় নামলেন ফিরহাদ, দিনহাটায় উদয়ন, লেকটাউনে বৈঠকে সুজিত বসু।
ভোটার তালিকায় একের পর এক গরমিল। মাথাভাঙায় যুব তৃণমূল নেতার এপিকে উত্তরপ্রদেশের বাসিন্দার নাম। রানিনগরে ভোটার লিস্টে তিনের বদলে চার সন্তান ভোটারের।
বারাসাতে ক্লাবের ঝামেলা মেটাতে গিয়ে দলের কর্মীদের হাতেই আক্রান্ত তৃণমূলের ওয়ার্ড সভাপতি। মারধরের ছবি ভাইরাল। অভিযুক্ত TMCP নেতা গ্রেফতার।
ডিজিটাল অ্যারেস্টের নামে দেশজুড়ে প্রতারণার জাল। দিল্লিতে ধৃত চক্রের পাণ্ডা। কলকাতায় আনা হল ট্রানজিট রিমান্ডে। বাজেয়াপ্ত ২ লক্ষ নগদ, বিদেশি মুদ্রা, ৮টি ATM কার্ড, চেকবুক।
ট্যাংরাকাণ্ডের পর এবার বেহালার শকুন্তলা পার্কের রহস্যমৃত্যু। নিজের দোকানে বাবা-মেয়ের ঝুলন্ত দেহ। অটিজমে আক্রান্ত মেয়েকে নিয়ে ডিপ্রেশনে থাকতেন, দাবি পরিবারের। তদন্তে পুলিশ।
বেহালার পর মধ্যমগ্রাম। বাড়ির দুই ঘরে মিলল মা ও শিশুকন্যার দেহ। ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার। মেয়েকে খুন করে আত্মহত্যা? নাকি খুন? স্বামীকে জিজ্ঞাসাবাদ।
হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনেস্কির বৈঠকে তুমুল ঝগড়া। আমেরিকার মানুষকে অসম্মান করেছেন উনি, দাবি মার্কিন প্রেসিডেন্টের। যা করেছি তাতে দুঃখিত নই, জবাব জেলেনস্কির।
মহা সমারোহে আজ পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৯০ তম জন্মতিথি উৎসব। বেলুড়ে ঊষা কীর্তন, কথামৃত পাঠ। কামারপুকুরে মঙ্গলারতি, শোভাযাত্রা। শুরু ১৫ দিনের মেলা।
West Bengal News Live: WBCUPA-SFI সংঘর্ষে রণক্ষেত্র যাদবপুর, ফের ক্যাম্পাসে আগুন
WBCUPA-SFI সংঘর্ষে রণক্ষেত্র যাদবপুর, ফের ক্যাম্পাসে আগুন!
তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের অফিসে ধোঁয়া, এল দমকল
WB News Live Updates: কলকাতা হাইকোর্ট চত্বরে 'আক্রান্ত' ইউটিউবার রোজিনা রহমান
কলকাতা হাইকোর্ট চত্বরে 'আক্রান্ত' ইউটিউবার রোজিনা রহমান
আইনজীবীদের একাংশের বিরুদ্ধে ইউটিউবারের ওপর হামলার অভিযোগ
হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের, আতঙ্কিত ইউটিউবার






















