West Bengal News Live: ১৬ নভেম্বর বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
১৬ নভেম্বর বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক। মমতার নির্দেশে অনুব্রতর উপস্থিতিতেই হবে কোর কমিটির বৈঠক।
আবাস-তালিকা নিয়ে দিকে দিকে ক্ষোভ। বাংলার বাড়ি প্রকল্পে এবার সমীক্ষার কাজ শুরু করল নামখানা থানার পুলিশ। গতকাল নামখানা পঞ্চায়েত এলাকায় তালিকা খতিয়ে দেখলেন থানার OC। দেখা গেল, তালিকায় নাম থাকা ২ জনের পাকা বাড়ি রয়েছে। তাঁদের দাবি, আবেদনের সময় কাঁচা বাড়ি থাকলেও, প্রাকৃতিক দুর্যোগ এড়াতে ধার-দেনা করে পাকা বাড়ি তৈরি করেছেন। এলাকায় কাঁচা বাড়ির বাসিন্দাদের অনেকেরই নাম নেই আবাস-তালিকায়। এই ঘটনার কথা স্বীকার করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য।
নানুরে ফের সামনে চলে এল তৃণমূলের কোন্দল। নিজের বুথে বিজেপিকে জেতানোর অভিযোগ তুলে ব্লক সভাপতির পদত্যাগ দাবি করলেন অঞ্চল সভাপতি। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ নানুরের তৃণমূল ব্লক সভাপতি। কাটমানি নিয়ে ঝামেলা, কটাক্ষ করেছে বিজেপি।
আবাস যোজনায় দুর্নীতি করার অভিযোগ। পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পথ অবরোধ জনতার।
বৃহস্পতিবার একটি জনস্ভায় বক্তব্য রাখতে গিয়ে বসিরহাটের লোকসভা প্রার্থী ও বিজেপি নেত্রী রেখা পাত্রের নামে বিতর্কিত মন্তব্য করেন কলকাতার মেয়র ও রাজ্য মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম। যার জেরে তাঁকে সেন্সর করা আর্জি জানিয়ে নির্বাচন কমিশনে নালিশ করা হল বিজেপির তরফে।
অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনের পরেও বীরভূমে তৃণমূলের কোর কমিটি রাখার পক্ষে সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার জেরে চাঙ্গা কাজল শেখের অনুগামীরা সহ কোর কমিটির অন্যান্য সদস্যরা।
"চোখে চোখ রাখলে, চোখ তুলে নিতে হবে", নাম না করে তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। এপ্রসঙ্গে তিনি বলেন, "খাবারের টাকা জমিয়ে যন্ত্র কিনুন। চোখে চোখ রাখলে, চোখ তুলে নিতে হবে। নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি বাঁকুড়ার বিজেপি বিধায়কের। এটাই ওদের সংস্কৃতি, পাল্টা জবাব তৃণমূলের।
বিধানসভা উপ নির্বাচনের আগে তপ্ত রাজ্য রাজনীতি। পুলিশ সরালে ১৫ মিনিটও থাকবে না তৃণমূল, তালডাংরায় এসে হুঙ্কার সুকান্তর। নেত্রীকে আটকাতে না পেরে মিথ্যা অভিযোগ, পাল্টা তৃণমূল। খাবারের টাকা জমিয়ে যন্ত্র কিনুন। চোখে চোখ রাখলে, চোখ তুলে নিতে হবে। নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি বাঁকুড়ার বিজেপি বিধায়কের। এটাই ওদের সংস্কৃতি, পাল্টা তৃণমূল।
West Bengal News Live: ১৬ নভেম্বর বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক
১৬ নভেম্বর বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক। মমতার নির্দেশে অনুব্রতর উপস্থিতিতেই হবে কোর কমিটির বৈঠক।
West Bengal News Live Updates: আবাস-তালিকা নিয়ে দিকে দিকে ক্ষোভ
আবাস-তালিকা নিয়ে দিকে দিকে ক্ষোভ। বাংলার বাড়ি প্রকল্পে এবার সমীক্ষার কাজ শুরু করল নামখানা থানার পুলিশ। গতকাল নামখানা পঞ্চায়েত এলাকায় তালিকা খতিয়ে দেখলেন থানার OC। দেখা গেল, তালিকায় নাম থাকা ২ জনের পাকা বাড়ি রয়েছে। তাঁদের দাবি, আবেদনের সময় কাঁচা বাড়ি থাকলেও, প্রাকৃতিক দুর্যোগ এড়াতে ধার-দেনা করে পাকা বাড়ি তৈরি করেছেন। এলাকায় কাঁচা বাড়ির বাসিন্দাদের অনেকেরই নাম নেই আবাস-তালিকায়। এই ঘটনার কথা স্বীকার করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য।
West Bengal News Live: নানুরে ফের সামনে চলে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল
নানুরে ফের সামনে চলে এল তৃণমূলের কোন্দল। নিজের বুথে বিজেপিকে জেতানোর অভিযোগ তুলে ব্লক সভাপতির পদত্যাগ দাবি করলেন অঞ্চল সভাপতি। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ নানুরের তৃণমূল ব্লক সভাপতি। কাটমানি নিয়ে ঝামেলা, কটাক্ষ করেছে বিজেপি।
West Bengal News Live Updates: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, পুরুলিয়ার পথ অবরোধ
আবাস যোজনায় দুর্নীতি করার অভিযোগ। পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পথ অবরোধ জনতার।
West Bengal News Live: রেখা পাত্রের বিরুদ্ধে মন্তব্যের জের, কমিশনের কাছে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নালিশ বিজেপির
বৃহস্পতিবার একটি জনস্ভায় বক্তব্য রাখতে গিয়ে বসিরহাটের লোকসভা প্রার্থী ও বিজেপি নেত্রী রেখা পাত্রের নামে বিতর্কিত মন্তব্য করেন কলকাতার মেয়র ও রাজ্য মন্ত্রিসভার সদস্য ফিরহাদ হাকিম। যার জেরে তাঁকে সেন্সর করা আর্জি জানিয়ে নির্বাচন কমিশনে নালিশ করা হল বিজেপির তরফে।