West Bengal News Live: জাল নথি-চক্রের পর্দাফাঁসের মধ্যেই ফের গ্রেফতার বাংলাদেশি
West Bengal All News Updates Live: সব খবর সবার আগে জেনে নিন এক ক্লিকেই
LIVE
Background
মালদায় তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাই গ্রেফতার। কিন্তু শুধুই কি নরেন্দ্র তিওয়ারি? নাকি নেপথ্যে আরও বড় কেউ?
গ্রেফতারির পরে চক্রান্তের তত্ত্ব নরেন্দ্র তিওয়ারির। বড় মাথা কে? জানতে চান নিহত নেতার স্ত্রীও।
খুনে জড়িত প্রভাবশালী, বলছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানও।
তাড়া করে মালদায় তৃণমূল নেতাকে গুলিতে ঝাঁঝরা। ২১ ঘণ্টা জেরার পরে ইংরেজবাজার তৃণমূলের শহর সভাপতিই গ্রেফতার। আরেক কুখ্যাত দুষ্কৃতিও জালে।
দুলাল সরকারকে সরাতে ৫০ লক্ষের সুপারি। আততায়ীদের ভাড়া করেছিল নরেন্দ্রনাথ-স্বপন শর্মাই। বাকি ধৃতদের জেরা করে ২ চক্রীর হদিশ, দাবি পুলিশের।
নদিয়ায় অস্ত্র নিয়েই পিকনিকে তৃণমূল নেতা? চাপড়ায় ট্র্যাক্টরে নেতার বাইকের ধাক্কা, রাস্তায় পড়ে যেতেই পকেট থেকে বেরিয়ে এল গুলি-পিস্তল!
কোথায় কোথায় ছড়িয়ে জাল পাসপোর্টের জাল? মুহুরি পরিচয়েও জালিয়াতি। এবার বারাসাতে গ্রেফতার। ধৃত সমীর কোর্টের কেউ নন, দাবি অ্যাসোসিয়েশনের।
১৫ থেকে ৩ হাজার। টাকা ফেললেই বার্থ সার্টিফিকেট থেকে ভুয়ো আধার, প্যান কার্ড! পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বপ্রাপ্তদের জিজ্ঞাবাদ চায় লালবাজার।
জাল সার্টিফিকেটের জাল ছড়িয়ে হাওড়াতেও। ভুয়ো ভোটার, আধার কার্ডের সঙ্গে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সেরও জালিয়াতি! টিকিয়াপাড়ায় ২জন গ্রেফতার।
জাল নথিতে আসল পাসপোর্ট, যায়নি তো জঙ্গিদের হাতে? খাগড়াগড়ের তারিকুলের নির্দেশেই জঙ্গিদের ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সক্রিয় আব্বাস, সন্দেহ পুলিশের।
উন্মত্ত বাংলাদেশের হাত থেকে রেহাই নেই ভারতীয় হিন্দু মৎস্যজীবীদেরও।
BSF-BGB মুখোমুখি সংঘাতের পর থমথমে মালদার বৈষ্ণবনগর সীমান্ত। কড়া নজরদারিতে চলছে কাঁটাতার দেওয়ার কাজ। সীমান্তে গ্রামবাসীদের জমায়েত, স্লোগান।
হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, যুদ্ধের জিগিরের মধ্যেই সীমান্তে বাংলাদেশের উস্কানি। ত্রিপুরায় বিজিবির সামনেই চোরাচালানকারীদের হাতে আক্রান্ত বিএসএফ।
সীমান্তে বাংলাদেশের প্ররোচনার মধ্যেই ফের অনুপ্রবেশ। কোচবিহারে ৬ বাংলাদেশি আটক। ভারতে ঢোকায় সাহায্যের অভিযোগে আরও একজন গ্রেফতার।
এখনও বিধাননগরের সমরেশ এখনও ফেরার, বেলেঘাটায় গ্রেফতার তৃণমূল নেতা সুশান্ত। তোলাবাজির সঙ্গে জোর করে আটকে রাখা, গাড়ি কেড়ে নেওয়ার অভিযোগ।
West Bengal News Live: জাল নথি-চক্রের পর্দাফাঁসের মধ্যেই ফের গ্রেফতার বাংলাদেশি
জাল নথি-চক্রের পর্দাফাঁসের মধ্যেই ফের গ্রেফতার বাংলাদেশি
নৈহাটিতে গ্রেফতার বাংলাদেশি মহিলা
গ্রেফতার বাংলাদেশের বরিশালের বাসিন্দা শোভা মল্লিক
WB News Live Updates: হাইকোর্টের অনুমতি নিয়ে পথে গেরুয়া শিবির, বিজেপির মিছিল চলাকালীন তৃণমূলের স্লোগান
হাইকোর্টের অনুমতি নিয়ে বিজেপির মিছিল
বিজেপির মিছিল চলাকালীন তৃণমূলের স্লোগান
আলিপুর চিড়িয়াখানার সামনে পতাকা নিয়ে জমায়েত তৃণমূলের
আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
প্রতিবাদে রবীন্দ্র সদন থেকে জাতীয় গ্রন্থাগার পর্যন্ত বিজেপির মিছিল
চিড়িয়াখানার ৫০ কাঠা জমি বিক্রির চেষ্টা: শুভেন্দু
বাংলাকে বেচে দিচ্ছে দেউলিয়া মমতা সরকার: শুভেন্দু
West Bengal News Live: বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ফের উত্তেজনা, বন্ধ কাঁটাতার লাগানোর কাজ
বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ফের উত্তেজনা। বন্ধ কাঁটাতার লাগানোর কাজ। ফেন্সিং লাগাতে বাধা বিজিবি-র। BSF-BGB ফ্ল্যাগ মিটিংয়ের সম্ভাবনা।
WB News Live Updates: রেট চার্ট করে জালিয়াতি, দোকান খুলে বেআইনি কারবার! বারাসাতে জাল নথি-চক্রের পর্দাফাঁস
রেট চার্ট করে জালিয়াতি, দোকান খুলে বেআইনি কারবার!
বারাসাতে জাল নথি-চক্রের পর্দাফাঁস
নিজের দোকানে জাল নথি তৈরি করতেন কৌশিক মণ্ডল, পুলিশ সূত্রে দাবি
সমীরকে জেরা করেই গ্রেফতার কৌশিক মণ্ডল
West Bengal News Live: ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
ভাঙড় ২ বিডিও অফিসে তৃণমূলের ২ গোষ্ঠীর বচসা
আরাবুল ইসলাম ও সওকত মোল্লার অনুগামীদের বচসা
পোলেরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়