West Bengal News Live: উদ্বেগ বাড়াচ্ছে করোনা, রাজ্যে দৈনিক সংক্রমণ ৩ হাজারের দোরগোড়ায়
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
কালীঘাট (Kalighat) ছেড়ে হঠাৎ হাওড়ার ভোটার মুখ্যমন্ত্রীর (Chief Minister) ভাই বাবুন। প্রার্থী হবেন পুরভোটে? বাড়ছে জল্পনা।
নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ। বিবেক সহায়কে সরিয়ে নিরাপত্তার দায়িত্বে আইপিএস পীযূষ পাণ্ডে, সহযোগিতায় মনোজ বর্মা।
শিক্ষার পরে স্বাস্থ্যে নিয়োগেও দুর্নীতি? ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট চাইল হাইকোর্ট (High Court)। তদন্তে সহযোগিতা করব, জানাল কমিশন।
এবার বিধানসভার কর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikary)। ভিত্তিহীন, রাজভবনে নিয়োগ-দুর্নীতির খোঁজ নিন, পাল্টা তোপ স্পিকারের।
কালী নিয়ে এবার মহুয়ার মন্তব্যে তোলপাড়। দেশ জুড়ে একের পর এক বিজেপির এফআইআর। বউবাজার থানায় ডেপুটেশন। নিউমার্কেটে বিক্ষোভ।
মহুয়াকে গ্রেফতার, না হলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। যত পারুন এফআইআর করুন, দেখা হবে কোর্টে, চ্যালেঞ্জ তৃণমূল সাংসদের।
মা কালী নিয়ে মহুয়ার মন্তব্যে বিতর্ক। ব্যক্তিগত মত, অনুমোদন নেই দলের, জানিয়ে দিল তৃণমূল।
মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্য, কাঁথি থানায় দিলীপের বিরুদ্ধে মামলা। তীব্র আক্রমণ অভিষেকের। বিভ্রান্তির জন্য শাসকদলই দায়ী, পাল্টা সুকান্ত।
বাংলায় ধ্বংস হচ্ছে গণতন্ত্র। কেন নীরব বিদ্বজ্জনেরা? শ্যামাপ্রসাদের জন্মদিনে তোপ ধনকড়ের। রাজ্যপালের পদই তুলে দেওয়া উচিত, পাল্টা সৌগত।
পিএসির প্রথম বৈঠকেই গরহাজির কৃষ্ণ কল্যাণী। ভাঙছে পরম্পরা, কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। অন্য দলে যোগের প্রমাণ নেই, পাল্টা অধ্যক্ষ।
রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ২ হাজার পার, ৩ জনের মৃত্যু! ফাইনাল ডোজ থেকে বুস্টারের ব্যবধান কমিয়ে ৬ মাস করল কেন্দ্র।
করোনার মধ্যেই এবার উদ্বেগ বাড়াচ্ছে নাইরোবি ফ্লাই। দার্জিলিঙের পর শিলিগুড়িতেও সংক্রমণ। কলকাতায় আতঙ্ক বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস।
West Bengal News Live: টেলিফোনে SSKM-এর চিকিত্সকদের পরামর্শে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসা
টেলিফোনে SSKM-এর চিকিত্সকদের পরামর্শে নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে চিকিত্সা। প্রাণ বাঁচল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়া এক রোগীর। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, ভবিষ্যতে হাসপাতালের পাশাপাশি, স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও এই পরিষেবা চালুর পরিকল্পা রয়েছে।
WB News Live Updates : অনুব্রত মণ্ডলের নির্দেশের পরেই তৃণমূল কর্মীদের নিয়ে পার্থেনিয়াম গাছ কেটে সাফ করার উদ্যোগ
জেলা সভাপতির নির্দেশের পরেই তৃণমূল কর্মীদের নিয়ে পার্থেনিয়াম গাছ কেটে সাফ করার উদ্যোগ নিলেন বোলপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। ক্ষতিকর গাছের জন্য হচ্ছে হাঁপানি, দাবি অনুব্রত মণ্ডলের। সিবিআই ডাকছে বলে হাঁপানি, কটাক্ষ বিজেপির।
West Bengal News Live: দুর্গাপুরের জল দফতরে জমা পড়া ২৭ লক্ষ টাকা ‘উধাও’!
দুর্গাপুরের জল দফতরে জমা পড়া ২৭ লক্ষ টাকা ‘উধাও’! দেড় বছর ধরে জমা পড়া ২৭ লক্ষ টাকার হদিশ নেই অ্যাকাউন্টে! ‘অন্য দফতরের এক কর্মী জল দফতরে এসে দেখতে পারেন গরমিল’, অভিযোগ পেয়েই পুরসভার এক স্থায়ী ও অস্থায়ী কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ। তছরুপের অভিযোগে পুরসভার ১ অস্থায়ী কর্মী-সহ ২জন সাসপেন্ড । ২৭ লক্ষ টাকা তছরুপের অভিযোগ স্বীকার পুরসভার ডেপুটি মেয়রের।
WB News Live Updates : এনআরএস হাসপাতালে বিরল অস্ত্রোপচার, জুড়ে থাকা লিভারের অংশ কেটে পৃথক করা হল যমজ শিশুকে
এনআরএস হাসপাতালে বিরল অস্ত্রোপচার। জুড়ে থাকা লিভারের অংশ কেটে পৃথক করা হল যমজ শিশুকে। তিনঘণ্টা ধরে চলে জটিল অপারেশন। চিকিত্সকরা জানিয়েছেন, দুজনেই সুস্থ রয়েছে।
WB News Live Updates : বাড়ির ফ্রিজে খাবারের সঙ্গে মজুত সরকারি ব্লাড ব্যাঙ্কের পাউচ পাউচ রক্ত আর প্লাজমা!
বাড়ির ফ্রিজে খাবারের সঙ্গে মজুত সরকারি ব্লাড ব্যাঙ্কের পাউচ পাউচ রক্ত আর প্লাজমা! মারাত্মক অভিযোগ পাতিপুকুরের ভাড়াবাড়িতে। ভুয়ো নথি দেখিয়ে ব্লাড ব্যাঙ্ক থেকে প্লাজমা ও রক্ত নিয়ে, মোটা টাকায় বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মানিকতলা থানার পুলিশ।