WB News LIVE Blog: মানিকচকে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক চলাকালীন বাইরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে? জেনে নিন আপনার জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
LIVE
Background
বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা, বিশ্বের কোথাও এমন হয় না। স্বরাষ্ট্রসচিব-সিপিকে কড়া বার্তা রাজ্যপালের। যেকোনও মূল্যে বিচারব্যবস্থাকে সুরক্ষিত করার নির্দেশ।
নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে হবে বিচারপতি রাজাশেখর মান্থাকে (Rajashekhar Mantha)। পোস্টার-বিক্ষোভকাণ্ডে স্বরাষ্ট্রসচিব-সিপিকে জানিয়ে দিলেন রাজ্যপালের। রিপোর্ট যাচ্ছে দিল্লিতে (Delhi)।
এজলাসে ঢুকতে আইনজীবীদের একাংশের বাধা। আদালত অবমাননার রুল জারি। বিচারব্যবস্থায় হস্তক্ষেপ, উচ্ছৃঙ্খল মনোভাব, বললেন বিচারপতি মান্থা।
বিচারপতি মান্থার বাড়িতে পোস্টার, এজলাসে বিক্ষোভ। বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।
হাইকোর্টে (Highcourt) বেনজির বিশৃঙ্খলা। এজলাসে বাড়ল সুরক্ষা। ২জনের বদলে থাকবে ৮ থেকে ১০জন পুলিশ। আদালত চাইলে কেন্দ্রীয় বাহিনী, জানাল কেন্দ্র।
যা ঘটেছে, তা প্রয়োজন ছিল? বিচারপতির মান্থার এজলাসে ঢুকতে বাধা নিয়ে প্রশ্ন ক্ষুব্ধ প্রধান বিচারপতির। সব রেকর্ড করলে ভাল হবে! এজলাসে হইচই শুরু হতেই কড়া বার্তা।
বিচারপতি মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় বিরত থাকা নিয়ে বার অ্যাসোসিয়েশনেই বিভাজন। বেআইনি সিদ্ধান্ত, দাবি আইনজীবীদের একাংশের।
বিচারপতির বাড়ির সামনে পোস্টারকাণ্ডে এখনও দুষ্কৃতীরা অধরা। একদিন পরে এফআইআর করল পুলিশ। কারা করেছে, সবাই জানে, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
সেটিং করতে না পেরে শাসকের গুণ্ডামি, হাইকোর্টে বিশৃঙ্খলা নিয়ে আক্রমণে বিরোধীরা। বিচারপতির বিরুদ্ধে এত অভিযোগ কেন? পাল্টা সৌগত।
বিজেপির গঙ্গা-আরতি ঘিরে বাবুঘাটে তুলকালাম। পুলিশের নজর এড়িয়ে পাশের ঘাটে গিয়ে সুকান্ত। গ্রেফতারের পরে জামিন।
বিজেপির গঙ্গা আরতির মঞ্চ খোলা ঘিরে বাবুঘাটে ধুন্ধুমার। টেনে হিঁচড়ে সজল ঘোষকে গ্রেফতার করল পুলিশ।
প্রজাপতি নিয়ে এবার দেবের পর এবার সংঘাতে মিঠুন-কুণাল।
পরের বছর বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার, জেহাদিদের উপর বুলডোজার। ত্রিপুরায় গিয়ে হুঙ্কার শুভেন্দুর। হতাশার বহিঃপ্রকাশ, কটাক্ষ ফিরহাদের।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমবায় সমিতির নির্বাচনে বামেদের জয়জয়কার। ১১টির মধ্যে একটিতেও জিততে পারল না তৃণমূল সমর্থিত সংগঠন।
West Bengal News Live: মানিকচকে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক চলাকালীন বাইরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা
মালদার মানিকচকে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক চলাকালীন বাইরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর উদ্দেশে উঠল গো ব্যাক স্লোগান। দেখানো হল কালো পতাকা। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধেই এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
WB News Live Updates: কলকাতা হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি বাতিলের পর, নবম-দশমে, ৫১ জন চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র
কলকাতা হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি বাতিলের পর, আজ নবম-দশমে, ৫১ জন চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দিল মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে মেধাতালিকা না মেনে নিয়োগপত্র দেওয়ার অভিযোগ ওঠে। ১০২ জন চাকরিপ্রার্থীর নিয়োগপত্র বাতিল করা হয়। আদালতের নির্দেশমতো, নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে। জানালেন শিক্ষামন্ত্রী।
West Bengal News Live: এফসিআইয়ে দুর্নীতির অভিযোগে সিবিআই তল্লাশি, ধৃত ডিজিএম, ৬০ লক্ষ বাজেয়াপ্ত
এফসিআইয়ে দুর্নীতির অভিযোগে সিবিআই তল্লাশি, ধৃত ডিজিএম, ৬০ লক্ষ বাজেয়াপ্ত। দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে এফসিআইয়ের ডিজিএম রাজীব মিশ্র গ্রেফতার। এফসিআইয়ের সঙ্গে রাইস মিলের মালিকদের একাংশের আঁতাঁতের অভিযোগ। দিল্লি, পঞ্জাব, হরিয়ানার ৫০টি জায়গায় একযোগে সিবিআই অভিযান। দুর্নীতির অভিযোগে ৫০টি জায়গায় তল্লাশিতে ৬০ লক্ষের হদিশ।
WB News Live Updates: কাল থেকেই বাবুঘাটে গঙ্গা আরতির প্রস্তুতি শুরু, মেয়রকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
কাল থেকেই বাবুঘাটে গঙ্গা আরতির প্রস্তুতি শুরু, মেয়রকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বেলুড়, দক্ষিণেশ্বরেও গঙ্গা আরতির হোক, ইচ্ছাপ্রকাশ মুখ্যমন্ত্রীর। কুম্ভ মেলায় অর্থসাহায্য কেন্দ্রের, গঙ্গাসাগরে কেন নয়? ফের সরব মমতা।
West Bengal News Live: আবাস যোজনায় ঘরের জন্য দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ, হুমকির মুখে আত্মহত্যার চেষ্টা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের
আবাস যোজনায় ঘরের জন্য দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলায় হুমকির মুখে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এমনই অভিযোগ পরিবারের। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের তৃণমূল পরিচালিত বয়রা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বনঁগা পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূল সদস্যের স্ত্রী। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান। এই ইস্যুতে প্রধানের গ্রেফতারির দাবি জানিয়েছে বিজেপি।