West Bengal News Live April 16: বেহালার চড়কতলার পর এবার বৌবাজারের জাকারিয়া স্ট্রিটে ধুন্ধুমার
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব খবর একনজরে
LIVE
Background
কলকাতা: রাজ্যে দুই উপনির্বাচবের ফলাফল ঘোষণা হতে চলেছে। সুব্রত মুখোপাধ্যায়ের পর মৃত্যুতে ফাঁকা হয়ে গিয়েছিল বালিগঞ্জ বিধানসভা (Ballygunge By Election Result) কেন্দ্রটি। আবার বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসার পর আসানসোলের (Asansol By Election Result) সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ১২ এপ্রিল ওই দুই কেন্দ্রে উপনির্বাচন ছিল। শনিবার তার ফলাফল ঘোষণা।
একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। এ বার প্রতিবেশীর বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে, মূক ও বধির এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ। তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের তুফানগঞ্জে। ঘটনার পরেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
একের পর এক নারী নির্যাতনের ঘটনায় রাজ্যের নিয়ম-শৃঙ্খলা নিয়ে যখন প্রশ্ন উঠছে, সেই সময় বিতর্কিত মন্তব্য করে রোষে পড়েছেন তৃণমূল নেতা। রাজ্যজুড়ে গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে, বৃহস্পতিবার ভগবানগোলায় পথে নেমেছিল সিপিএম। তা নিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিতে শোনা যায় ভগবানগোলা এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আফরোজ সরকারকে। তিনি বলেন, "বেশি যদি বাড়াবাড়ি করে, একদম ঠান্ডা করে দেব। ঠান্ডা করতে গেলে ডান্ডার দরকার আছে।"
তবে হাঁসখালি-সহ একাধিক নারী নির্যাতনের ঘটনায় এবার শাসকের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন বিশিষ্টরা। ঘটনার পরবর্তী মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় সমালোচনা বিশিষ্টদের একাংশের।হাঁসখালিকাণ্ডের প্রতিবাদে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে প্রশ্ন তোলা হয়েছে, শাসকের রাজনীতি কি কেবল দুর্বৃত্তদের আশ্রয়স্থল? এ রাজ্যে আইনের শাসন, নারীর নিরাপত্তার অধিকার, আহতের চিকিৎসার অধিকার কি অবলুপ্ত হল?
অন্য দিকে, নদিয়ার হবিবপুরে অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। মাথার পিছনে গভীর ক্ষত রয়েছে। আজ হবিবপুর ছাতিমতলার কাছে সম্প্রসারিত ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর বছর পঁয়ত্রিশের ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন প্রাতর্ভ্রমণকারীরা। পরে রানাঘাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। খুন, নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে।
WB News Live Updates: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআইয়ের নজর ধৃতদের আর্থিক লেনদনের দিকে
ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআইয়ের নজর ধৃতদের আর্থিক লেনদনের দিকে। সূত্রের খবর, ধৃত নরেন কান্দু ও সত্যবান প্রামাণিকের স্ত্রী ও আশিক খানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে সিবিআই। বাজেয়াপ্ত করা হয়েছে আশিকের মোপেড।
কলকাতা পুলিশের আধুনিকীকরণের উদ্যোগ
কলকাতা পুলিশের আধুনিকীকরণের উদ্যোগ। আলিপুর বডিগার্ড লাইন্সে ১০টি ভ্রাম্যমান তদন্তকারী যান ও ১৮টি ভ্রামমান শৌচাগারের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ৪টি মোবাইল কিচেনেরও উদ্বোধন হয়। পাশাপাশি পুলিশ কর্মী ও সাধারণ মানুষের সুবিধায় কলকাতা পুলিশের তরফে একটি ডায়গনস্টিক সেন্টার চালু হয়। যেখানে ২৪ ঘণ্টা মিলবে পরিষেবা।
WB News Live Updates: ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ, নাগেরবাজার থেকে গ্রেফতার ৬
ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ। নাগেরবাজার থেকে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ।
WB News Live: আলিপুরদুয়ারের ভাটিবাড়ি আউটপোস্টের ওসি-কে হেনস্থা
আলিপুরদুয়ারের ভাটিবাড়ি আউটপোস্টের ওসি-কে হেনস্থা। স্থানীয় একটি বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগ। ভাটিবাড়ি আউটপোস্টের ওসি পার্থ বর্মনকে হেনস্থার ছবি ভাইরাল। সিভিল ড্রেসে থাকা ভাটিবাড়ি আউটপোস্টের ওসি-কে হেনস্থা। ওসি-কে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
WB News Live Updates বাংলায় বিজেপির ভরাডুবি, হার বাকি ৩ উপনির্বাচনেও
বাংলায় বিজেপির ভরাডুবি, হার বাকি ৩ উপনির্বাচনেও