West Bengal News Live Updates: এসএসকেএমে সাফল্য, কৃত্রিম ভাবে হার্ট ও ফুসফুস চালু রেখে, রোগিণীর হার্ট থেকে বাদ দেওয়া হল টিউমার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: বিধানসভার অধ্যক্ষকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল (TMC)। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
অগ্নিপথ আন্দোলনের ঢেউ বাংলায় (West Bengal)। হাওড়া ব্রিজে (Howrah Bridge) বিক্ষোভ। পুরুলিয়া (Purulia) শহরের কাছে অবরোধ। নিউ জলপাইগুড়িতে (New Jalpaiguri) উত্তেজনা। ট্রেন (Train) আটকে ২ ঘণ্টার বিক্ষোভ ঠাকুরনগরে।
২১ জুলাইয়ের সমাবেশের নামে টাকা তোলা যাবে না। কেউ দলের নির্দেশ অমান্য করলে ২৪ ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কার। হুঁশিয়ারি অভিষেকের।
সিএএ না হলে বিজেপির হয়ে ভোট চাইতে যেতে পারব না। বিস্ফোরক হরিণঘাটার বিজেপি বিধায়ক। আবেগের বশে মন্তব্য, প্রতিক্রিয়া শমীকের।
জামিনের আর্জি খারিজ। গরুপাচারকাণ্ডে অনুব্রত ঘনিষ্ঠ ধৃত সায়গল হোসেনকে আরও ৭ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আসানসোল সিবিআই আদালতের।
এখন থেকে স্কুলে সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের সিট। তত্ত্বাবধানে সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা। পর্যবেক্ষণে কলকাতার দুর্নীতি দমন শাখার প্রধান, জানাল হাইকোর্ট।
চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর প্রথম কিস্তির টাকা জমা পরেশ-কন্যার। ৭ জুনের আগেই জমা প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৪ হাজার টাকা। হাইকোর্টে জানালেন অঙ্কিতা অধিকারীর আইনজীবী।
২৬ জুন পর্যন্ত সরকারি স্কুলে গরমের ছুটি। পড়ুয়াদের কথা ভেবে সোম থেকে সিএনআই-এর অধীনে থাকা কলকাতার সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত। খুলছে ফিউচার ফাউন্ডেশন স্কুলও।
২৩ জুনের মধ্যে বিদ্যুৎ বণ্টন নিগমের দুই সংস্থার ২০ হাজার কর্মীর বকেয়া ডিএর এক পঞ্চমাংশ মেটাতে হবে। না-হলে MD, CMD-র বেতন বন্ধের বিষয়ে ভাবব। হুঁশিয়ারি হাইকোর্টের।
এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সেও একই নামে দুই স্থানাধিকারী। প্রথম দু’জনেরই নাম হিমাংশু শেখর। সেরা জেলা উত্তর ২৪ পরগনা, দু’নম্বরে কলকাতা।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম দশের মেধাতালিকায় দিল্লি বোর্ডের দাপট। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ২ জন। ৩৪ হাজার আসনে অগাস্টের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিং।
স্বাস্থ্যসাথী প্রকল্পে আরও কড়া রাজ্য। হাসপাতাল-নার্সিংহোমে নিয়মিত নজরদারি। মাসে অন্তত ৬টি হাসপাতাল পরিদর্শন। রাজ্য ও জেলা স্তরে গঠন করা হল পৃথক দল।
West Bengal News Live Updates: বিপুল খরচে কলেজ ফেস্ট, টাকার উৎস নিয়ে বিস্ফোরক সৌগত রায়
বিপুল খরচে কলেজ ফেস্ট, টাকার উৎস নিয়ে বিস্ফোরক সৌগত রায়। ‘কেকে গান গাইতে এসে মারা গেল, আমি ভাবি, এত টাকা আসে কোথা থেকে?’ ‘৩০, ৫০ লক্ষ টাকা কে দিয়েছে? হাওয়া থেকে তো আসে না!’ বরানগরে টিএমসিপির তরফে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বিস্ফোরক সৌগত। ‘এই টাকার জন্য পাড়ার মস্তান, প্রোমোটারের কাছে সারেন্ডার করলাম’ ‘হইহল্লা দরকার, কিন্তু প্রথমেই সারেন্ডার করলে পরে লড়াই করব কী করে? বরানগরে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বিস্ফোরক তৃণমূল সাংসদ।
WB News Live Updates: আগামী মাসেই প্রকাশিত হবে ICSE ও ISC-র ফল।
আগামী মাসেই প্রকাশিত হবে ICSE ও ISC-র ফল। রাজ্য সরকারের নির্দেশ মেনেই বর্ধিত গরমের ছুটির পর খুলবে ICSE বোর্ডের স্কুল। জানিয়েছেন কাউন্সিলর ফর ICSE-র চিফ এক্সিকিউটিভ অ্যান্ড সেক্রেটারি।
West Bengal News Live Updates: প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ
প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। হাওড়ায় গ্রেফতার বিজেপি নেতা। ধৃত সুমিতরঞ্জন কাঁড়ার গত বিধানসভা ভোটে উদয়নারায়ণপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন। তাঁর গ্রেফতারির খবর পেয়ে আজ সকালে উদয়নারায়ণপুর থানার সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানান তাঁরা।
WB News Live Updates: করোনার বুস্টার ডোজে অনীহা কলকাতায়
করোনার বুস্টার ডোজ নিতে অনীহা দেখা যাচ্ছে কলকাতায়। ২১ মার্চ পর্যন্ত বুস্টার টিকা নিয়েছেন ৪ লক্ষের সামান্য বেশি! কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে তথ্য প্রকাশ করে জানালেন ডেপুটি মেয়র। ষাটোর্ধ্বরা কেন বুস্টার নিতে আগ্রহ দেখাচ্ছেন না, পুরসভার তরফে শুরু হয়েছে কারণ অনুসন্ধান।
West Bengal News Live Updates: হরিনাম সংকীর্তনের আসরে জুয়ার ঠেকে গণ্ডগোল
হরিনাম সংকীর্তনের আসরে জুয়ার ঠেকে গণ্ডগোল! এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগে গড়বেতায় গ্রেফতার এক তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যার স্বামী সহ তিনজন। ঘটনার কথা স্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতার দাদা। দলের যোগ নেই বলে দাবি তৃণমূলের। কটাক্ষ করেছে বিজেপি