WB News Live Updates: দেগঙ্গায় অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
দিতেই হবে ডিএ (DA)। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে ফের ডিভিশন বেঞ্চে রাজ্যের ধাক্কা। আগের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ। বহাল ২০মের নির্দেশ। ৩ মাসের ডেডলাইন পার। নির্দেশ অমান্যে কেন মুখ্যসচিব-অর্থসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল নয়? ৪ নভেম্বরের মধ্যে হলফনামা তলব।
হাইকোর্টে (High Court) ধাক্কা রাজ্যের। আঁচ বিধানসভাতেও। পুজোর আগে ডিএ দিন, সুপ্রিম কোর্টে যাবেন না, সওয়াল বিজেপির। সরকার-কোর্টের বিষয়, বললেন অধ্যক্ষ।
শিল্পোন্নত মহারাষ্ট্র থেকে পিছিয়ে পড়া ঝাড়খণ্ড। ডিএ-র নিরিখে পিছিয়ে বাংলা। পঞ্চম বেতন কমিশনের হিসেবে কেন্দ্রের সঙ্গে ৩১ শতাংশের ফারাক। ধোপে টিকল না অর্থাভাবের যুক্তি। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত রাজ্যের। পাল্টা ক্যাভিয়েট মামলাকারীদের।
মোটা টাকার বিনিময়েই চাকরি পেতেন অযোগ্যরা। লেনদেনে ২ মিডলম্যান। তালিকা যেত শান্তিপ্রসাদের কাছে, দাবি সিবিআইয়ের (CBI)।
অযোগ্যদের চাকরি বিক্রির টাকাই কি অর্পিতার ফ্ল্যাটে? মিডলম্যানের অফিসে অযোগ্য প্রার্থীদের তালিকা, মার্কশিট পাওয়ার দাবি সিবিআইয়ের।
অযোগ্যদের সরিয়ে যোগ্যদের চাকরি দিতেই হবে। হাইকোর্টের কড়া নির্দেশের পরেই মামলাকারীর আইনজীবী, পর্ষদকে নিয়ে বৈঠকে এসএসসি।
হাইকোর্টের নির্দেশের পরেই টেটে প্রশ্ন বিভ্রাটকাণ্ডে চাকরি নিয়ে তৎপরতা। ১৮৫জনকে সুপারিশপত্র দিল পর্ষদ। ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র।
দুর্নীতি নিয়ে ফের সরব শোভনদেব। 'দুর্নীতিতে অভিযুক্ত হলে আদালত থেকে অভিযোগমুক্ত হয়ে আসতে হবে, না হলে দল স্বীকার করবে না', ফের সরব শোভনদেব
স্কুলে নিয়োগে দুর্নীতিতে গ্রেফতার পার্থ। ফের বিস্ফোরক সৌগত (Sougata Roy)। 'লালু-সুখরামকেও হার মানিয়েছে দুর্নীতি। দেশে এর আগে বিশেষ দেখা যায়নি', অস্বস্তি বাড়ালেন সৌগত
গরুপাচারে (Cow Smuggling) ফের সিবিআই নজরে অনুব্রত-ঘনিষ্ঠ। অ্যাকাউন্ট্যান্টকেও জিজ্ঞাসাবাদ। বয়ানে সন্তুষ্ট নয় সিবিআই, চাওয়া হল আরও তথ্য।
গারদেই শারদ চিটফান্ড কাণ্ডে ধৃত তৃণমূল নেতা রাজু সাহানির। বিদেশের সংস্থায় টাকা পাচারের সন্দেহ, ইন্টারপোলের সাহায্য চাইল সিবিআই।
টেরর ফান্ডিংয়ের অভিযোগে এনআইএ (NIA)-ইডির (ED) নজরে পিএফআই। দিল্লি-বাংলা-সহ ১২ রাজ্যে অভিযান, শতাধিক গ্রেফতার। কড়েয়ায় ৯ ঘণ্টা তল্লাশি।
খাস কলকাতায় বসিরহাটের নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ। নারকেলডাঙা থেকে উদ্ধার। গ্রেফতার নাবালিকার সঙ্গী সহ চার জন।
পুজোর মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। আক্রান্ত ১৫ হাজার পার। সবচেয়ে বেশি হাওড়ায়। বিধানসভায় উত্তরবঙ্গের পরিস্থিতি তুললেন বিজেপি বিধায়ক।
আড়াই বছরের অপেক্ষার অবসান। পুজোর আগেই খুলল ৪ লেনের নতুন টালা ব্রিজ (Tala Bridge)। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। প্রথমে চলবে শুধু ছোট গাড়ি।
নতুন রূপে টালা ব্রিজ। রেলের জন্য বিলম্ব, অভিযোগ মুখ্যমন্ত্রীর। সার্ভিস লেন, ফুটপাথ, সিঁড়ির সমস্যা সমাধানে পদক্ষেপের নেওয়ার নির্দেশ।
WB News Live: অ্যাকাউন্ট, ব্যবসা ও কোম্পানি সংক্রান্ত নথি চেয়ে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে নোটিস ধরাল সিবিআই
নজরে বিদেশি মুদ্রায় লেনদেন। অ্যাকাউন্ট, ব্যবসা ও কোম্পানি সংক্রান্ত নথি চেয়ে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে নোটিস ধরাল সিবিআই। পাশাপাশি, সুকন্যার কোম্পানির অ্যাকাউন্টে কোনও ফরেন ট্রেডিং হয়েছে কিনা, তা জানতে ২টি ব্যাঙ্ককেও নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
West Bengal Live News: ভাইরাল কোচবিহারের সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বাসুনিয়ার হুমকি
‘বিজেপি অশান্তি করতে চাইলে তৃণমূলের লোকেদের বাড়িতেও বাঁশ আছে। ভাইরাল কোচবিহারের সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বাসুনিয়ার হুমকি
‘বিজেপি লাঠি নিয়ে এলে, বাঁশ নিয়ে জবাব দেবে তৃণমূল। ২০২৩-এর পঞ্চায়েতে অলআউট খেলব’। ভাইরাল সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বাসুনিয়ার হুমকি।
West Bengal Live News: হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রিয়ঙ্কা সাউ নামে আরও এক চাকরিপ্রার্থী
একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে, এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রিয়ঙ্কা সাউ নামে আরও এক চাকরিপ্রার্থী। অভিযোগ, তাঁর থেকেও কম নম্বর পেয়ে স্কুলে চাকরি পেয়েছেন অনেকে। কিন্তু তিনি নিয়োগপত্র পাননি। আদালতের নির্দেশে SSC-র চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন মামলাকারী।
West Bengal Live News: ঝাড়খণ্ডে সরকার ফেলার চক্রান্তের অভিযোগের মামলায় গোপন জবানবন্দি
ঝাড়খণ্ডে সরকার ফেলার চক্রান্তের অভিযোগের মামলায় গোপন জবানবন্দি দিলেন সে রাজ্যের কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল। আজ বিধাননগরের এমপি-এমএলএ আদালতে এসে তিনি গোপন জবানবন্দি দেন। ইতিমধ্যেই সিআইডি এই মামলার তদন্ত শুরু করেছে।
West Bengal Live News: শিক্ষক নিয়োগে দুর্নীতি, বেকার সমস্যা-সহ একাধিক ইস্যুতে পথে নামল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি
শিক্ষক নিয়োগে দুর্নীতি, বেকার সমস্যা-সহ একাধিক ইস্যুতে পথে নামল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। শুক্রবার কলেজ স্ট্রিটে জমায়েত করে বিক্ষোভ দেখান এবিভিপি সদস্যরা। তা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।