West Bengal News Live Updates: কলকাতায় ফের ডেঙ্গির হানা, ১০ বছরের ছাত্রীর মৃত্যু
West Bengal LIVE News: জেলা থেকে জেলা , গুরুত্বপূর্ণ খবর, এক ক্লিকে
LIVE
Background
- ঝালদা পুরসভা (Jhalda Municipality) দখলের চেষ্টা তৃণমূলের, আশঙ্কা কংগ্রেসের। চেয়ারপার্সন সহ ২ নির্দল কাউন্সিলরকে ভুল বুঝিয়ে কলকাতায়, দাবি নেপাল-কৌস্তভের। পুরসভা হারানোর আশঙ্কা, পাল্টা শাসক।
- মালদায় (Malda violence) চোর অপবাদে ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা। গ্রেফতার দুই নির্যাতিতা, প্রতিবাদে এসপি অফিস ঘেরাও বিজেপির। নামল কেন্দ্রীয় বাহিনী। ধৃত পাঁচজনের পুলিশ হেফাজত।
- পুলিশ এখন দলদাস, আক্রমণ খগেন মুর্মুর। অত্যাচারীদের পাশে পুলিশ। ঘৃণ্য ঘটনাকে ধামাচাপার চেষ্টা, আক্রমণ অধীরের। দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। পাল্টা শান্তনু।
- ৮০ দিন পরেও হিংসার বিরাম নেই মণিপুরে (Manipur Violence)। চূড়াচাঁদপুরে চলল গুলি, জ্বলল আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীদের রুটমার্চ।
- ১৫ মে ইম্ফলে তরুণীকে সশস্ত্র ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার পর গণধর্ষণ, ট্যুইটে দাবি তৃণমূলের। দায় নেবেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে? প্রশ্ন তৃণমূলের।
- কবে মণিপুরে প্রতিনিধিরা, আজ সকালে বৈঠকে বিরোধীরা। গাঁধী মূর্তির পাদদেশে বিক্ষোভের পরিকল্পনা। পাল্টা রাজস্থান ও বাংলায় নারী নির্যাতন নিয়ে বিক্ষোভ দেখাবেন বিজেপি সাংসদরা।
- ১০০ দিনের প্রকল্পের টাকা আদায়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের অভিষেকের। এবার নামখানা, সিউড়ি থানাতেও অভিযোগ দায়ের বিজেপির। শুভেচ্ছা রইল, পাল্টা অভিষেক।
- বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করতে গেলে বিমা করে যাবেন। এলেই উত্তম-মধ্যম প্রহার, হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়কের। খুব ভয় পেয়ে গেছে, পাল্টা তৃণমূল (TMC)।
- আজ দিল্লিতে বঙ্গ বিজেপি নেতৃত্বকে তলব কেন্দ্রীয় নেতৃত্বের। সুকান্ত, শুভেন্দুদের সঙ্গে বৈঠক অমিত শাহ ও জে পি নাড্ডার। পঞ্চায়েতে ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা।
- বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের (Abhishek Banerjee), আজ হাইকোর্টে শুভেন্দু (Suvendun Adhikari)। ‘আসবে হেঁটে, ফিরবে কাঁধে চেপে’, পাল্টা হুমকি বিজেপি বিধায়কের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
- ফের অশান্ত মণিপুর, মালদায় ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা! সংঘাতে বিজেপি-তৃণমূল, নারী নির্যাতন নিয়ে তোলপাড় হতে পারে সংসদ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
- ভোটে সন্ত্রাস, গণনাতেও কারচুপির অভিযোগ, জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ কী? শুধু পঞ্চায়েত নিয়েই আজ হাইকোর্টে ৪০টা মামলার শুনানি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
WB News Live: দক্ষিণ ২৪ পরগনার নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে অব্য়াহত ক্ষমতা বদলের ধারা
দক্ষিণ ২৪ পরগনার নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে অব্য়াহত ক্ষমতা বদলের ধারা। এবার এই গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। ২০টির মধ্য়ে ১২টি আসন গেছে বিজেপির দখলে। তৃণমূল পেয়েছে ৭টি আসন। ১টি আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী। ফলপ্রকাশের পর থেকেই দল ভাঙানোর অভিযোগ ঘিরে শুরু হয়েছে চাপানউতোর।
West Bengal Live: বামনগোলাকাণ্ডে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ
বামনগোলাকাণ্ডে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ১৭ জুলাই নালাগোলা ফাঁড়ি ভাঙচুর ও রাস্তা অবরোধের ঘটনা ঘটে। সেই ঘটনায় একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তৃণমূলের নির্দেশে মামলা, দাবি বিজেপির। পাল্টা জবাব দিয়েছে শাসকদল।
WB News Live: মুর্শিদাবাদের রানিনগর ও সুতিতে ভোট-পরবর্তী হিংসা
মুর্শিদাবাদের রানিনগর ও সুতিতে ভোট-পরবর্তী হিংসা। রানিনগরের ডেপুটি পাড়ায় কংগ্রেস সমর্থককে লক্ষ্য করে বোমাবাজিতে অভিযোগ উঠল তৃণমূল। বোমার আঘাতে জখম হয়েছেন ওই কংগ্রেস সমর্থক। অন্যদিকে, সুতিতে আক্রান্ত হলেন তৃণমূলের প্রাক্তন প্রধান। তাঁর ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
West Bengal Live: কলকাতায় ফের ডেঙ্গির হানা, ১০ বছরের ছাত্রীর মৃত্যু
কলকাতায় ফের ডেঙ্গির হানা, ১০ বছরের ছাত্রীর মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে পিকনিক গার্ডেনের বালিকার মৃত্যু।
WB News Live: ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে অস্ত্রোপচার! ৫ লক্ষ টাকা জরিমানা
ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে অস্ত্রোপচার! ৫ লক্ষ টাকা জরিমানা
লাইসেন্স ছাড়াই অস্ত্রোপচার, পালস ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা
কীভাবে লাইসেন্স ছাড়াই চিকিৎসা? শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ
স্বাস্থ্য দফতরকে শাস্তিমূলক পদক্ষেপর নির্দেশ স্বাস্থ্য কমিশনের
লাইসেন্স ছাড়াই বিশেষভাবে ভেরিকোজ ভেইনের চিকিৎসা চলার অভিযোগ --
এব্যাপারে এখনও পর্যন্ত মেলেনি ডায়াগনস্টিক সেন্টারের কোনও প্রতিক্রিয়া --