West Bengal News Live: 'লক্ষ্মীর ভাণ্ডারে যাচ্ছে টাকা, তাই পুরো DA দেওয়া যাচ্ছে না', বললেন চিরঞ্জিত
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
বাগদার চন্দনের নতুন কীর্তি ফাঁস। চাকরির নামে একই পরিবারের ৫জনের জন্য ৪৪ লক্ষ নেওয়ার অভিযোগ। ২ জনের চাকরি হলেও ২ মাস পর বরখাস্ত।
শুধু চন্দন নয়, মাস্টার প্ল্যান কার? সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন খোদ বাগদার তৃণমূল নেতার!
কালীঘাটের কাকুর পর নিয়োগ-দুর্নীতি মামলায় এবার রহস্যময়ী নারী।
নিয়োগ দুর্নীতির তদন্তে কালীঘাটের কাকু নিয়ে আরও রহস্য। ২ অভিযুক্তের দাবি, পাল্টা দাবি।
চাকরি বিক্রির ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তাপসের। বিপুল টাকার ভাগ যেত কুন্তল-সহ প্রভাবশালীদের পকেটে। জেরায় তথ্য পাওয়ার দাবি সিবিআইয়ের।
শেক্সপিয়র, বাল্মিকীর পরে এবার বিচারকের মুখে রামকৃষ্ণ। ভক্ত আর ভগবানের মাঝে গুরু থাকে, গুরুটা কে? খুঁজে বের করতে সিবিআইকে নির্দেশ।
আদালতে ফের পনির-প্রসঙ্গ। সিবিআইয়ের কাছে পনির রান্নার আগুন নেই। মন্তব্য কুন্তলের আইনজীবীর। পনিরের ভ্যারাইটির খোঁজ চলছে, পাল্টা সিবিআই।
চাকরির নামে লুঠ, নেতাদের বাড়ি গিয়ে হামলার দাওয়াই দিলীপের। আদানির কাছে দেশ বিক্রি, চুপ কেন? পাল্টা তৃণমূল।
কোচবিহারে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় দিলীপকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। (অ্যাম...)
ভাষা দিবসে বাংলা শব্দের ব্যবহার নিয়ে বিতর্ক গড়াল সংঘাতে।
সাগরদিঘির কংগ্রেস নেতা সাইদুরের অন্তর্বর্তী জামিনের নির্দেশ চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে অভিযোগকারিণী। মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা, দাবি অধীরের। কমিশনে নালিশ।
আসানসোলে কম্বল বিলিকাণ্ডে অস্বস্তিতে বিজেপি। জিতেন্দ্র-চৈতালি তিওয়ারি-সহ ৫ জনের আগাম জামিনের আবেদন ডিভিশন বেঞ্চে খারিজ।
কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রকে হাসপাতালে পাঠিয়ে তদন্ত প্রভাবিত করার চেষ্টা। হাইকোর্টে ভর্তসিত প্রেসিডেন্সি জেলের সুপার। ক্ষমা চাওয়ার পরে জরিমানা।জেল সুপারের জরিমানা
দিনক্ষণ ধোঁয়াশার মধ্যেই চলছে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি। ২০১৮-র তুলনায় খসড়া তালিকায় বাড়ল ভোটারের সংখ্যা। ১০ মার্চ প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।
প্রধানমন্ত্রীকে অপমানের অভিযোগ। দিল্লি বিমানবন্দরেই নাটকীয়ভাবে গ্রেফতার কংগ্রেস নেতা পবন খেড়া। পরে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন।
জলের পাইপে পোকা, ১জন অসুস্থ, ডায়মন্ড হারবারে পুরসভার ২ ইঞ্জিনিয়র-সহ ৩জন গ্রেফতার। পুরপ্রধানকেও জিজ্ঞাসাবাদ। সবই লোক দেখানো, খোঁচা বিরোধীদের।
হাওড়ায় বেলাইন ট্রেন, কাটা পা নিয়েই ঘুরতে হল আহতকে! অস্ত্রোপচার করেই ছেড়ে দেওয়ার অভিযোগ এসএসকেএমের বিরুদ্ধে। পরে প্রশাসনের মধ্যস্থতায় ভর্তি।
বর্ধমানের কালনা গেটে মা-সহ ২ মেয়ের রহস্যমৃত্যু। বিশাল বাড়ির একতলায় দেহের পাশে মিলল কীটনাশকের বোতল। আত্মহত্যা না অন্য কিছু? তদন্তে পুলিশ।
বেহালায় পলিটেকনিক ছাত্রের রহস্যমৃত্যু। সিট গঠন করে তদন্তে লালবাজার। কীভাবে দমদম থেকে উলুবেড়িয়ায়? সঙ্গে ছিল কে? অপহরণের অভিযোগ পরিবারের।
পরীক্ষা দিতে যাওয়ার পথে, হাতির হানায় জলপাইগুড়ির মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। শোকাহত মুখ্যমন্ত্রী। সতর্কতামূলক নির্দেশিকা বন দফতরের।
খারাপ দৃশ্যমানতা, জলপাইগুড়িতে চাষের জমিতে গুয়াহাটিগামী কপ্টারের জরুরি অবতরণ। পাইলট-সহ ৫জন অক্ষত।
কাল থেকে শুরু এবিপি নেটওয়ার্কের উদ্যোগে আইডিয়াস অফ ইন্ডিয়া সামিট, সেকেন্ড এডিশন। চলবে শনিবার পর্যন্ত।
WB News Live Updates: ভেজাল সামগ্রী উদ্ধার তুফানগঞ্জে
ভেজাল সামগ্রী উদ্ধার হল তুফানগঞ্জ শহরের এক মিষ্টান্ন ব্যাবসায়ির বাড়ি থেকে। যার আনুমানিক বাজার মূল্য ২৭ লক্ষ টাকা। বিভিন্ন নামী কোম্পানির থেকে অভিযোগ যায় এন্টি পাইরেসি উইংস-এর কাছে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার তুফানগঞ্জ থানার পুলিশ ও ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়।
West Bengal News Live: বনদপ্তরের উদ্যোগে বেজায় খুশি মাধ্যমিক পরীক্ষার্থীরা
আলিপুরদুয়ারে বনদপ্তরের বিশেষ গাড়িতে পৌচ্ছে দেওয়া হল মাধ্যমিক পরীক্ষার্থীদের। জঙ্গল সংলগ্ন প্রত্যন্ত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বনদপ্তরের এই উদ্যোগে বেজায় খুশি পরীক্ষার্থীরা।
WB News Live Updates: কেন্দ্রের সমপরিমাণ হারে কেন দিতে পারছে না ডিএ , বললেন চিরঞ্জিত
''লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে বিপুল অঙ্কের টাকা চলে যাচ্ছে সরকারের ।তার ফলে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমপরিমাণ হারে ডিএ দেওয়া যাচ্ছে না', শুক্রবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে 'দিদির সুরক্ষা কবচ'-কর্মসূচিতে যোগ দেওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ।
West Bengal News Live: আন্তর্জাতিক কলসেন্টার প্রতারণা চক্রের পর্দা ফাঁস
আন্তর্জাতিক কলসেন্টার প্রতারণা চক্রের পর্দা ফাঁস। সেক্টর ফাইভের একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৩৫জনকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। গ্রেফতার কৃষ্ণ শর্মা।
WB News Live Updates: বেলডাঙায় আবারও উদ্ধার আগ্নেয়াস্ত্র
বেলডাঙায় আবারও উদ্ধার আগ্নেয়াস্ত্র। এবার বেলডাঙার কুমারপুর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার এক ব্যক্তি। গত চার দিনে এই নিয়ে তিনবার বেলডাঙা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে বেলডাঙা থানার কুমার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কাজল শেখ নামে এক ব্যক্তিকে তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি।