West Bengal News Live:শিলিগুড়ির পর বাকি পথেও বাংলায় রাহুল গাঁধীর ন্যায় যাত্রায় থাকছে সিপিএম
West Bengal News : জেলা থেকে শহর, এক নজরে সব খবর।
LIVE
Background
দুই বিচারপতির (Justice) নজিরবিহীন সংঘাত। মেডিক্যালে (Medical Admission) ভর্তি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের বিচারপ্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।
সিঙ্গল বেঞ্চের সিবিআই (CBI) তদন্তের নির্দেশে স্থগিতাদেশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না সিবিআই। আর কোনও শুনানি হবে না কলকাতা হাইকোর্টে, জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল রাজ্য সরকারের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjeee) মামলায় পক্ষ করতে আর্জি। অনুমতি দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
রাজ্যের আবেদনের পদ্ধতি নিয়ে প্রশ্ন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেলের। বক্তব্য জানতে চেয়ে রাজ্যকে নোটিস। সিবিআই (CBI) ও মূল মামলাকারীকেও নোটিস সুপ্রিম কোর্টের। সোমবার ফের শুনানি।
আজ উত্তরবঙ্গে রাহুল গাঁধী (Rahul Gandhi) ও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জলপাইগুড়িতে (Jalpaiguri) ন্যায় যাত্রা রাহুল গাঁধীর। আজ কোচবিহার (Coochbehar) পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সোমবার যোগ দেবেন সরকারি অনুষ্ঠানে।
আজ ফের বাংলায় রাহুল গাঁধী। দুপুর দুটোয় জলপাইগুড়ির পিডবলিউ মোড় থেকে পদযাত্রার পর জনসভা। পরে উত্তর দিনাজপুরে রাত্রিবাস।
বঙ্গ কংগ্রেস লাগাতার আক্রমণ করলেও তৃণমূল নেত্রীকে ন্যায়যাত্রাতেই (Bharat Jodo Nyay Yatra) আমন্ত্রণ হাইকম্যান্ডের। মমতাকে চিঠি মল্লিকার্জুন খাড়গের।
ন্যায় যাত্রা ও রাহুল গাঁধী যেন সুরক্ষিত ও মসৃণভাবে বাংলা দিয়ে যেতে পারেন। কিছু দুষ্কৃতী যাত্রায় সমস্যা তৈরি করতে পারে, প্রয়োজনীয় পদক্ষেপ করুন। মমতাকে চিঠিতে উল্লেখ খাড়গের।
বিহারে ফের পটপরিবর্তন ? আজই ইন্ডিয়া ছেড়ে এনডিএ-র মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতীশ কুমার (Nitish Kumar), পক্ষে ১২৮ বিধায়ক, পিটিআই সূত্রে খবর। সঙ্গে চিরাগ, জিতনরামের দলও, খবর সূত্রের।
খাড়গের ফোন ধরলেন না নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কংগ্রেস, জানালেন জয়রাম রমেশ। লালুপ্রসাদ যাদব পাঁচবার ফোন করলেও ধরলেন না নীতীশ।
নীতীশের নীতি নিয়ে বিহারে জল্পনা তুঙ্গে। পাটনায় সাংসদ, বিধায়কদের নিয়ে বিজেপির বৈঠকের আগে দিল্লিতে আলোচনা শাহ, নাড্ডার। নীতীশের সঙ্গে যোগাযোগে মরিয়া কংগ্রেস।
আজ অমিত শাহর (Amit Shah) বঙ্গ সফর বাতিল। নেপথ্যে বিহারের রাজনৈতিক পরিস্থিতি বলে অনুমান। এসেও কোনও লাভ হবে না, কটাক্ষ তৃণমূলের।
এখনও অধরা শেখ শাহজাহান (Sheikh Shajahan)। ধরবে কে? হাইকোর্টের নির্দেশেও গঠিত হয়নি সিট। চিঠি পাঠালেও উত্তর দিচ্ছে না সিবিআই। বসিরহাট আদালতে জানাল ন্যাজাট থানা।
নরেন্দ্রপুরে সকুলে ঢুকে তাণ্ডব, শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মার বহিরাগতদের। প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদ করাতেই হামলা, দাবি আক্রান্তদের। অস্বীকার প্রধান শিক্ষকের। স্কুল পরিদর্শকের থেকে রিপোর্ট তলব শিক্ষামন্ত্রীর।
স্কুলে হামলায় ২ তৃণমূল নেতা সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার দুই শাসক নেতার। বহিরাগত তাণ্ডবের পর স্কুলে পুলিশ গেলেও এখনও অধরা অভিযুক্তরা।
WB News Live: শিলিগুড়ির পর বাকি পথেও বাংলায় রাহুল গাঁধীর ন্যায় যাত্রায় থাকছে সিপিএম
শিলিগুড়ির পর বাকি পথেও বাংলায় রাহুল গাঁধীর ন্যায় যাত্রায় থাকছে সিপিএম
West Bengal Live News: জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা
জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা
কাল ফুলবাড়িতে মুখ্যমন্ত্রীর সভা, আগের রাতে তৃণমূল বিধায়কের গাড়ি ভাঙচুর
মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখে ফেরার পথে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা
জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়ক ও জেলা তৃণমূলের চেয়ারম্যানের গাড়িতে হামলা
কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ অভিযোগ তৃণমূলের
কংগ্রেস ও বিজেপির প্রতিক্রিয়া মেলেনি
WB News Live: রাহুলের ন্যায় যাত্রার দিনেই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী
রাহুলের ন্যায় যাত্রার দিনেই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। কাল কোচবিহারে সরকারি পরিষেবা অনুষ্ঠানের পর শিলিগুড়িতে পাট্টা বিলি। পরশু রায়গঞ্জ, বালুরঘাটে সরকারি অনুষ্ঠান।
West Bengal Live News: 'এক সপ্তাহের মধ্যে সিএএ কার্যকর হবে' কাকদ্বীপের সভা থেকে দাবি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের
'এক সপ্তাহের মধ্যে সিএএ কার্যকর হবে'
'পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে'
কাকদ্বীপের সভা থেকে দাবি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের
WB News Live: নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় গ্রেফতার ২
নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় গ্রেফতার ২। কিন্তু ধৃতদের নাম নেই এফআইআরে। মূল অভিযুক্ত ২ তৃণমূল নেতা
এখনও অধরা। চিহ্নিত করা যায়নি বলে দাবি পুলিশের। যদিও এবিপি আনন্দ খুঁজে বের করেছে এক অভিযুক্তর বাড়ি। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা স্ত্রীর দাবি, নিশ্চয়ই এমন কিছু ঘটেছে, যার জন্য স্বামী শিক্ষকদের মারধর করেছেন।