West Bengal News Live : আগ্নেয়াস্ত্র দেখিয়ে নকল মুদ্রা বিক্রির চেষ্টার অভিযোগ, সাঁইথিয়া থেকে গ্রেফতার ২
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
কলকাতা : নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, দল ও সরকারের সব পদ থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে ( Partha Chatterjee ) । তাঁকে তিনটি দফতর থেকে সরানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পার্থকে দলের সমস্ত পদ থেকে অপসারণ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া অবধি তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল।
পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর সিদ্ধান্ত যখন নেওয়া হল, তার আগেই প্রকাশ্যে চলে আসে তৃণমূলের একাংশের অসন্তোষ। কুণাল ঘোষ ( Kunal Ghosh ) ট্যুইট করে বলেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। তাঁকে বহিষ্কার করা উচিত। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কুণাল ঘোষকে সমর্থন জানিয়েছেন তৃণমূলের দুই মুখপাত্র বিশ্বজিৎ দেব ( Biswajit Deb) ও দেবাংশু ভট্টাচার্য ( Debangshu Bhattacharya ) ।
এরই মধ্যে উঠছে আরেকটি প্রশ্ন। পার্থ চট্টোপাধ্যায়ের থেকে তৃণমূল যে ক্রমশ দূরত্ব তৈরি করছে, তা কি আগেই স্পষ্ট হচ্ছিল? গত শনিবার গ্রেফতার হওয়ার পরে তৃণমূল নেত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করে উঠতে পারেননি পার্থ। এরপর সোমবার মুখ্যমন্ত্রী বলেন, দোষ প্রমাণ হলে, যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাতে তিনি কিছু মনে করবেন না। যদিও এরপরও পদে বহাল ছিলেন পার্থ।
এক নজরে আজকের হেডলাইনস
- মন্ত্রিত্বের পরে দলের সব পদও হারালেন পার্থ। অপসারণের পরেই তৃণমূল থেকে সাসপেন্ড। অন্যায় করলে পাশে নয়, জানিয়ে দিলেন অভিষেক।
- ঘনিষ্ঠের বাড়িতে টাকার পাহাড়, সোনার ভাণ্ডার। চাপের মুখে গ্রেফতারের ৬দিন পর অবশেষে মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ। খোলা হল নেমপ্লেট। পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে নিজের হাতেই ৩টি দফতর রাখলেন মুখ্যমন্ত্রী।
- মন্ত্রিত্বের পরে দলের সব পদ থেকে সরিয়ে সাসপেন্ড পার্থ। কোথা থেকে ঘনিষ্ঠের ফ্ল্যাটে এত টাকা? প্রশ্ন অভিষেকের।
- দল, সরকার থেকে পার্থকে ঝেড়ে ফেলল তৃণমূল। দায় নিতে হবে নেত্রীকেই, দাবি বিরোধীদের।
- অর্পিতার টালিগঞ্জ-বেলঘরিয়ার ফ্ল্যাটে শুধু নগদই ৫০ কোটি, ৬ কেজি সোনা-রাশি রাশি রুপোর কয়েন! বেলঘরিয়ার ফ্ল্যাটে রাতভর কাউন্টিং!
WB News Live : কাটোয়ার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নামে ৪০ লক্ষ টাকার ‘ভুয়ো’ ঋণ
কাটোয়ার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নামে ৪০ লক্ষ টাকার ‘ভুয়ো’ ঋণ। গ্রেফতার স্বনির্ভর গোষ্ঠীর দুই নেত্রী ও বিডিও অফিসের ১ কর্মী। তদন্তে নামল সিআইডি। স্বনির্ভর গোষ্ঠীর অভিযোগকারী সদস্যদের সঙ্গে কথা সিআইডির আধিকারিকদের। ‘চক্রে যুক্ত আরও অনেকে, বাড়তে পারে ভুয়ো ঋণের পরিমাণ’, অনুমান সিআইডির
WB News Live : নিয়োগ-দুর্নীতিতে বিশিষ্টদের ভূমিকায় প্রশ্ন রুদ্রনীলের
ফের বাংলার বিদ্বজ্জনেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীক্ষ্ণ আক্রমণ শানালেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এক ভিডিও বার্তা তিনি প্রশ্ন তুলেছেন, লুঠের টাকার পাহাড় দেখেও পাচ্ছে নাকি লজ্জা ? কাদের কাঁধে হাত রেখেছেন, ঘুণ ধরা কি মজ্জা ?/ ইউপি, বিহার, দিল্লি নিয়ে মোমবাতি নেন হাতে আর বাংলার লুঠে খোলেন না মুখ, নামেন না রাস্তাতে/ ও বুদ্ধিজীবী, ধর্না দেওয়া মুখগুলো সব তোমার দিকে চেয়ে/ আসছে মিছিল খালি পেটে তোমার দিকে ধেয়ে/ তোমায় প্রমাণ দিতেই হবে, বিক্রি তুমি হওনি/ হ্যাঁ ভুল বুঝছে মানুষ/ তোমায় প্রমাণ দিতেই হবে, বিক্রি তুমি হওনি/ শিক্ষা-বিবেক-শিরদাঁড়াটা নিলাম করে দাওনি।
WB News Live : আগ্নেয়াস্ত্র দেখিয়ে নকল মুদ্রা বিক্রির চেষ্টার অভিযোগ, সাঁইথিয়া থেকে গ্রেফতার ২
সোনার কয়েনের টোপ দিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে নকল মুদ্রা বিক্রির চেষ্টার অভিযোগ। প্রতারণার অভিযোগে বীরভূমের সাঁইথিয়া থেকে গ্রেফতার ২ অভিযুক্ত। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড কার্তুজ ও ২১০টি নকল সোনার কয়েন।
WB News Live : আলিপুরে চালু হল আবলি ফ্ল্যাগশিপ স্টোর, উদ্বোধনী অনুষ্ঠানে টালিগঞ্জের কলাকুশলীরা
এক ছাদের তলায় মিলবে নিত্যপ্রয়োজনীয় হরেক জিনিস। যার প্রতিটিই পরিবেশবান্ধব। আলিপুরে চালু হল আবলি ফ্ল্যাগশিপ স্টোর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের কলাকুশলীরা।
WB News Live : অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে ৫ বছরের আয়কর দাখিলের তথ্য চাইল আয়কর বিভাগ
নিয়োগে আর্থিক দুর্নীতি ও বিপুল টাকা উদ্ধারের ঘটনায় এবার খোঁজখবর শুরু করল ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স। সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে ৫ বছরের আয়কর দাখিলের তথ্য চেয়েছে আয়কর বিভাগ। এদিকে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে টানা জেরা করে চলেছে ইডি।