West Bengal News Live Updates: রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আইসিইউ থেকে জেনারেল কেবিনে স্থানান্তর
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
ভুয়ো কোম্পানির ডিরেক্টর ছিলেন জ্যোতিপ্রিয়র পরিচারক। তাঁকে সরকারি দফতরে চাকরিও করে দেন মন্ত্রী। জ্যোতিপ্রিয়র বাড়ি থেকে উদ্ধার কোম্পানির ২টি ভুয়ো কোম্পানির রবার স্ট্যাম্প, দাবি ইডি-র।
খাদ্যমন্ত্রী থাকাকালীন মোট ৫টি ভুয়ো কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করেন জ্যোতিপ্রিয়। অংশীদার ছিলেন মন্ত্রীর স্ত্রী-কন্যা। ২০১৬-য় ২ জনের অ্যাকাউন্টে ঢুকেছে ১০ কোটির বেশি, দাবি ইডির।
রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র যোগ প্রমাণে ইডির হাতিয়ার জোড়া মোবাইল। বাকিবুরের দুই কর্মীর হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ৮০ লক্ষ টাকা দেওয়ার উল্লেখ। দাবি ইডির।
ইডির জালে জ্যোতিপ্রিয়। মন্ত্রীর পিএ-কে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ অভিজিৎ দাসেরও বয়ান রেকর্ড।
বাকিবুরের জেল হেফাজত। জেলে গিয়ে জেরা করতে চায় ইডি। রেশন দুর্নীতির অভিযোগে আগে এফআইআর হলেও বাকিবুরের বিরুদ্ধে পদক্ষেপ করেনি পুলিশ। প্রভাবশালী তত্ত্বে সওয়াল ইডির।
জ্যোতিপ্রিয় শারীরিক অবস্থার উন্নতি। কেন মূর্ছা গিয়েছিলেন? জানতে চান চিকিৎসকরা। কেমন আছেন মন্ত্রী, খোঁজ নিতে অ্যাপোলোয় ইডি।
রেশন দুর্নীতির অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় বর্তমান খাদ্যমন্ত্রী। রথীন ঘোষের নেতৃত্বে মিছিল তৃণমূলের। চুরির লাইসেন্স চাইছেন রথীনও? প্রশ্ন রাহুলের।
৫ নভেম্বরের আগেই ফের মহুয়াকে সমন এথিক্স কমিটির। 'ক্যাশ ফর কোয়েশ্চেন'কাণ্ডে ২ নভেম্বর তৃণমূল সাংসদকে তলব। সাংসদ বিক্রি হলেন কীভাবে, জানতে চায় দেশ, সুর চড়িয়ে মন্তব্য অনুরাগ ঠাকুরের।
শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপি-র কর্মসূচি, পাল্টা আওয়ামি লিগের শান্তি মিছিল। ঢাকায় দু'দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। পুলিশের লাঠিচার্জ। রবিবার ধর্মঘটের ডাক বিএনপি-র।
West Bengal News LIVE Updates: নরেন্দ্রপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যবসায়ীর
নরেন্দ্রপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। এলাচি রামচন্দ্রপুর মোড়ে একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে বাইকটি। স্থানীয়দের দাবি, ওই জায়গায় কোনও আলো ছিল না। দাঁড়িয়ে থাকা লরিটির ইন্ডিকেটরও বন্ধ ছিল। যার জেরে দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত সুপ্রিয় সাহা (৫০) নরেন্দ্রপুরের গ্রিন পার্ক এলাকার বাসিন্দা।
WB News LIVE Updates: হরিদেবপুরে কমার্শিয়াল ট্যাক্স অফিসারের মৃত্যু ঘিরে রহস্য
হরিদেবপুরে কমার্শিয়াল ট্যাক্স অফিসারের মৃত্যু ঘিরে রহস্য। শ্বশুরবাড়ি থেকে ফেরার পর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। দরজা ভেঙে কমার্শিয়াল ট্যাক্স অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার । এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আত্মহত্যা, নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য? তদন্তে হরিদেবপুর থানা
West Bengal News LIVE Updates: হোর্ডিংয়ে 'থিম' বিসর্জন
তৃণমূলের হোর্ডিংয়ে এবার থিম বিসর্জন! কলকাতার ৮৩ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের দেওয়া হোর্ডিংয়ে অনেকটা নরেন্দ্র মোদির মতো দেখতে এক ব্যক্তিকে বসানো হয়েছে ফুটো নৌকয়! আর তার ওপরে লেখা, এবার বিসর্জনের পালা! তার পাশেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে লেখা লক্ষ্য ২০২৪।
WB News LIVE Updates: দুর্গাপুরে যুব তৃণমূল নেতার দাদাগিরি!
দুর্গাপুরে যুব তৃণমূল নেতার দাদাগিরি। বাড়িতে ঢুকে দুর্গাপুর স্টিল প্লান্টের অবসরপ্রাপ্ত কর্মীকে মারধরের অভিযোগ। সুদের টাকা না পেয়ে বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ। যুব তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের। নিজের টাকা চাইতে গিয়েছিলাম, অভিযোগ অস্বীকার করে দাবি যুব তৃণমূল নেতার। ঘটনার তদন্ত চলছে, জানাল পুলিশ।
West Bengal News LIVE Updates: জ্যোতিপ্রিয় মল্লিককে আইসিইউ থেকে জেনারেল কেবিনে স্থানান্তর
রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আইসিইউ থেকে জেনারেল কেবিনে স্থানান্তর। কাল বিকেল ৩টেয় বৈঠকে বসবে মেডিক্যাল টিম। জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। জ্যোতিপ্রিয়র শারীরিক পরীক্ষার রিপোর্ট ইডিকে পাঠাল হাসপাতাল। জ্যোতিপ্রিয়র সমস্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক, অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর। জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আনা হয়েছিল মনোরোগ বিশেষজ্ঞ। দুশ্চিন্তায় ভুগছেন, মত মনোরোগ বিশেষজ্ঞের।