West Bengal News Live Updates: QR কোড স্ক্যান করে বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ককে অভিযোগ জানানোর ব্যবস্থা চালু
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
নিরাপত্তার (Security) ঘেরাটোপ এড়িয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর (chief minister) বাড়ি চত্বরে ঢুকে আটক ব্যক্তি। সন্দেহজনক উদ্দেশ্য ছিল, মনে করছে লালবাজার। নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ শুরু। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া সৌগতর। তদন্তের দাবি দাবি সুজনের। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নেই, সাধারণ মানুষকে কি নিরাপত্তা দেবে পুলিশ ? কটাক্ষ শমীকের।
বাংলায় কর্মীরা খুন হলেও পতাকা হাতে এগিয়ে চলেছেন। হায়দরাবাদে বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকে নরেন্দ্র মোদির মুখে বাংলার সন্ত্রাস প্রসঙ্গ। জানালেন রবিশঙ্কর প্রসাদ। অত্যাচারের জন্য বাংলার নাম দুবার নিয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister), দাবি দিলীপের। বিজেপি শাসিত রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে চুপ কেন ? কটাক্ষ সুখেন্দুশেখরের।
পরিবারতন্ত্র থেকে মুক্তি পাবে বাংলা। হায়দরাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠক মন্তব্য অমিত শাহের, জানালেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী।
অধিকারী প্রাইভেট লিমিটেড ভুলে গেলেন, কটাক্ষ কুণালের। প্রকৃত সত্য অন্য। বিজেপি-তৃণমূলকে একযোগে আক্রমণ সুজনের। তৃণমূল-বামেরা পরিবারতন্ত্রের ঊর্ধ্বে নয়, পাল্টা কটাক্ষ শমীকের।
কংগ্রেসের (Congress) রাজনীতিও পরিবারনির্ভর। নরেন্দ্র মোদিতে ভীত কংগ্রেস অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে। নিশানা অমিত শাহের (Amit Shah)। কংগ্রেসকে ভয় পেয়ে রাহুল গাঁধীকে ইডি হেনস্থা মোদির, পাল্টা কটাক্ষ অধীরের।
১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ৯ জুলাই বাংলায় আসছেন এনডিএ (NDA)-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। বাংলার সাংসদ ও বিধায়কদের কাছে চাইবেন সমর্থন।
১৮ দিনে ২ মৃত্যু। হাওড়ায় (Howrah) বিদ্যুতের মরণফাঁদ। উলুবেড়িয়ায় ল্যাম্পপোস্টের ছেঁড়া তার সাইকেলে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের। সমস্যার কথা স্বীকার বিদ্যুৎ বণ্টন সংস্থার।
বিভিন্ন বাতিস্তম্ভ থেকে নিয়মিত চুরি বিদ্যুৎ। নারকেলডাঙায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল পড়ুয়ার মৃত্যুতে পুরসভার অভিযোগে সায় দিয়ে দাবি বাসিন্দাদের।
আকাশ দখল করে তারের জট, খোলা সুইচ বোর্ড। ঝুলছে গোছা গোছা তার। খোলা জয়েন্ট বক্স। বিপজ্জনক ছবি নারকেলডাঙায়। প্রাণহানির পর পরিদর্শন পুরসভার। ছোট ছোট ক্লাব হুকিং করে অনুষ্ঠান করে। দায়িত্ব নিতে ক্লাবকেই। বিতর্ক উস্কে মন্তব্য মালা রায়ের। হুকিং আইনসিদ্ধ করার চেষ্টা, কটাক্ষ বিজেপির। বিদ্যুতের তোলাবাজি, আক্রমণ অধীরের।
ভাটপাড়ার পর জগদ্দল (Jagaddal)। ফের শ্যুটআউট, মদের আসরে ১৯ বছরের তরুণকে গুলি করে খুন। গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৩। অন্যদিকে ভাটপাড়ায় ব্যবসায়ীকে ঘিরে ধরে ৮ রাউন্ড গুলি। নিহতের নামেও থানায় ১১টি অভিযোগ। পুরসভার টেন্ডার নিয়ে বিবাদ, নাকি পুরনো শত্রুতা, তদন্তে পুলিশ। উত্তরের পর দক্ষিণ ২৪ পরগনা। নরেন্দ্রপুরে ঘর থেকে উদ্ধার গুলিবিদ্ধ ব্যক্তির দেহ। ঘর থেকেই উদ্ধার আগ্নেয়াস্ত্র। খুন না আত্মহত্যা, তদন্তে পুলিশ।
মৌলালির রামলীলা পার্কে রথের মেলায় চলন্ত নাগরদোলা থেকে পড়ে আহত তরুণী। মাথায় গুরুতর চোট, পরিবার সূত্রে খবর। গাফিলতি নাকি অসুস্থতার জের ? উঠছে প্রশ্ন।
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা (Covid) সংক্রমণ। একদিনে আক্রান্ত ১৮২২ জন, মৃত ৩। পজিটিভিটি রেট ১৪ দশমিক এক শূন্য শতাংশ। দেশে একদিনে আক্রান্ত ১৬ হাজারের বেশি, মৃত ৩১।
ভালো নেই পরিচালক তরুণ মজুমদার। শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে রেখে করা হল ডায়ালিসিস।
West Bengal News Live: QR কোড স্ক্যান করে বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ককে অভিযোগ জানানোর ব্যবস্থা চালু
QR কোড স্ক্যান করে বিভিন্ন সমস্যা নিয়ে বিধায়ককে অভিযোগ জানানোর ব্যবস্থা চালু হল। উদ্যোগ, রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের। বিধায়ক জানিয়েছেন, আপাতত ৩ মাস পাইলট প্রজেক্ট হিসেবে চলবে এই ব্যবস্থা।
WB News Live Updates: রামলীলা পার্কে রথের মেলায় চলন্ত নাগরদোলা থেকে পড়ে যাওয়া তরুণীর অবস্থা এখনও সঙ্কটজনক
মৌলালির রামলীলা পার্কে রথের মেলায় চলন্ত নাগরদোলা থেকে পড়ে যাওয়া তরুণীর অবস্থা এখনও সঙ্কটজনক। মাথায় গুরুতর আঘাত নিয়ে এনআরএস হাসপাতালে ভর্তি তিনি। গতকালের ওই ঘটনায় মেলার ২ আয়োজক ও নাগরদোলার অপারেটরকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।
West Bengal News Live: কলকাতার পর এবার বীরভূম, ফের নাগরদোলা ভেঙে বিপত্তি
কলকাতার পর এবার বীরভূম, ফের নাগরদোলায় বিপত্তি। লাভপুরের বিপ্রটিকুড়িতে নাগরদোলা ভেঙে ৫ জন আহত। পুজো উপলক্ষ্যে মেলা চলাকালীন হঠাৎ ভেঙে পড়ল নাগরদোলা। আহত ৫ জনকে আনা হচ্ছে বোলপুর মহকুমা হাসপাতালে।
WB News Live Updates: হাইকোর্টের নির্দেশে মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগ দিলেন ববিতা সরকার
হাইকোর্টের নির্দেশে মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দিলেন ববিতা সরকার। ছাত্রীদের ন্যায়ের পথে চলার শিক্ষা দেবেন, বললেন ববিতা। আদালতের নির্দেশে যোগদান করেছেন। আদালতের সিদ্ধান্তকে সম্মান করি। প্রতিক্রিয়া পরেশ অধিকারীর।
West Bengal News Live: প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে, তত্ত্বতালাশ করতে পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় সরকারের অফিসাররা
প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে, তত্ত্বতালাশ করতে আজও পূর্ব মেদিনীপুরে উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরলেন কেন্দ্রীয় সরকারের অফিসাররা। যা নিয়ে সপ্তমে চড়ল তরজা।