West Bengal News Live : কাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি
WB News Live Updates: ভরা কটালের জেরে জলস্তর বেড়ে ওঠে হুগলি, হলদি থেকে বিদ্যাধরী নদীর। জোড়া ধাক্কায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কার্যত বিপর্যস্ত জনজীবন।
LIVE
Background
কলকাতা : দিঘা (digha), বকখালিতে (bakkhai) অশান্ত সমুদ্র। গোসাবায় ফুলেফেঁপে উঠেছে নদী। নদী (river) বাঁধ ভেঙে ফের জলের তলায় মৌসুনি দ্বীপ। সাগরে জলের তোড়ে উল্টে গেল নৌকা (boat)। বাংলায় ঢোকার আগে ঘূর্ণিঝড় জওয়াদ (jawad) ক্রমশ দুর্বল হয়ে পড়লেও, নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে চলছে বৃষ্টি।
সঙ্গে ভরা কটালের জেরে জলস্তর বেড়ে ওঠে হুগলি, হলদি (haldi) থেকে বিদ্যাধরী নদীর। জোড়া ধাক্কায় দক্ষিণবঙ্গের (south bengal) জেলাগুলিতে কার্যত বিপর্যস্ত জনজীবন। একের পর ঘূর্ণিঝড়ের ধাক্কায় বারবার বিধ্বস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার (south 24 pargana) মৌসুনি দ্বীপ। এবার জওয়াদের প্রভাবে বৃষ্টি এবং কটালের ধাক্কায় ফের ভাসল সমুদ্র লাগোয়া এই পর্যটনকেন্দ্র।
চিনাই নদীর বাঁধ ভাঙায়, রবিবার সকাল থেকে মৌসুনি দ্বীপের বালিয়াড়ায় হু হু করে ঢুকতে থাকে জল। প্রায় ২০০ ফুট নদীবাঁধ ভেঙে যাওয়ায়, ঠান্ডার মধ্যে বিপদে পড়েছেন দ্বীপের বাসন্দারা। নামখানা লাগোয়া সাগরের মহিষামারি গ্রামে, সমুদ্র বাঁধ উপচে নোনা জল ঢুকে পড়ায়, আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
জলের তোড়, সঙ্গে ঝোড়ো হাওয়া। এদিন সকালে, সাগরের কচুবেড়িয়ায় মুড়িগঙ্গা নদীতে ডুবে যায় পণ্যবাহী নৌকা। প্রশাসনের তরফে দিনভর চলে সচেতনতামূলক প্রচার। সমুদ্র উত্তাল না হলেও, দিনভর অশান্ত ছিল দিঘার সমুদ্র। তার সঙ্গে নাছোড় বৃষ্টি। তার ফলে সৈকত শহরে কার্যত হোটেলবন্দি ছিলেন পর্যটকরা।
পূর্ব মেদিনীপুরের আরেক পর্যটনকেন্দ্র মন্দারমণিতেও, এদিন সৈকতে ঘেঁষতে দেওয়া হয়নি পর্যটকদের। দক্ষিণ ২৪ পরগনার বকখালিতেও চোখে পড়ে প্রশাসনিত তৎপরতা। দুর্যোগের সতর্কতায় বন্ধ রাখা হয় হুগলির সব ফেরিঘাট। হাওড়াতেও এদিন বন্ধ ছিল একাধিক ফেরিঘাট। বেলার পর চলেনি হলদিয়া-নন্দীগ্রাম বন্ধ ফেরি সার্ভিস।
West Bengal News Live Updates : কলকাতার পুরভোটে বাহিনী মোতায়েন নিয়ে কোনও সিদ্ধান্ত হল না
পুলিশের তরফে রিপোর্ট জমা না পড়ায়, কলকাতার পুরভোটে বাহিনী মোতায়েন নিয়ে আজও কোনও সিদ্ধান্ত হল না। কাল রিপোর্ট জমা পড়লে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর। আর এরইমাঝে ট্যুইটে পুরভোটে ফের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রসঙ্গ তুললেন রাজ্যপাল।
West Bengal News Live Updates : পেগাসাস তদন্তে আপাতত হাজিরা দিচ্ছেন না প্রশান্ত কিশোর
পেগাসাস তদন্তে রাজ্য সরকারের গঠিত কমিশনের কাছে আপাতত হাজিরা দিচ্ছেন না প্রশান্ত কিশোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠ সুমিত রায়ও হাজিরা দিচ্ছেন না বলে জানিয়েছেন।
West Bengal News Live Updates : বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
কলকাতা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর অভিযোগ, শাসক দল বাধা দিচ্ছে তাঁর প্রচারে। দুটি অভিযোগই উড়িয়ে দিয়েছে তৃণমূল।
West Bengal News Live Updates : পৃথক দার্জিলিংয়ের দাবিতে সরব বিজেপি বিধায়ক
পৃথক দার্জিলিংয়ের দাবিতে সরব বিজেপি বিধায়ক। বাংলা ভাগের দাবিতে জেপি নাড্ডাকে চিঠি কার্শিয়ঙের বিজেপি বিধায়কের।
West Bengal News Live Updates : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত মালদার শ্রমিক
ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মালদার এক শ্রমিকের। পরিকল্পিত খুনের অভিযোগ পরিবারের।