WB News Live : বিজেপি ছাড়ার কারণ হিসেবে এবার সরাসরি জন বার্লাকে নিশানা সুমন কাঞ্জিলালের
West Bengal News Live : এক ক্লিকে জেলা জেলার গুরুত্বপূর্ণ খবর
LIVE
Background
১। মুখ্যমন্ত্রীকে ( Mamata Banerjee ) সেন্ট জেভিয়ার্সের ( ) ডি-লিট ( DLitt )। রাধাকৃষ্ণণ, কালাম, বাজপেয়ী থেকে চার্চিল, মিলটনের সঙ্গে এক আসনে বসিয়ে ঢালাও প্রশংসায় রাজ্যপাল।
২। মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল, সংঘাতে শুভেন্দু ( Suvendu Adhikari )। বাজেট অধিবেশনের বক্তৃতার মহড়া। চার্চিল জমানায় বাংলায় দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে কটাক্ষ।পাগলের প্রলাপ, পাল্টা কুণাল।
৩ । কলকাতা বিশ্ববিদ্যালয়ের ( Calcutta University ) পSt Xavier's Universityর এবার সেন্ট জেভিয়ার্স। দ্বিতীয় সাম্মানিক ডি-লিট পেলেন মুখ্যমন্ত্রী। উচ্চশিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি। রাজ্যপালের হাত থেকে নিলেন মানপত্র।
৪। গেরুয়া গৃহে আরও হানার হুঙ্কার কুণালের ( Kunal Ghosh ) । ১৩জন বিধায়ক যোগাযোগ রাখছেন বলে দাবি।
৫। আলিপুরদুয়ারের পর আরও বিজেপি বিধায়ক ( BJP MLA ) দল ছাড়ার পথে বলে দাবি কুণালের। পাল্টা জবাব সুকান্তর।
৬। গঠনমূলক নয়, বিজেপিতে শুধুই টাকা আটকে দেওয়ার রাজনীতি। বিকল্প কিছু ছিল না, দলবদলের পরেই আক্রমণে আলিপুরদুয়ারের বিধায়ক। প্রতিবাদে এলাকায় বিক্ষোভ।
৭। নিয়োগ দুর্নীতি মামলায় এবিপি আনন্দে বিস্ফোরক গোপাল দলপতি।
৮। নিয়োগ দুর্নীতিতে এবিপি আনন্দে মুখ খুললেন গোপাল।
৯। চিটফান্ড মামলায় গ্রেফতারির পরে নাম বদল। এবিপি আনন্দে বিস্ফোরক স্বীকারোক্তি গোপালের।
১০। প্রাথমিকে ২০১৬-র নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার ইন্টারভিউয়ারদেরই তলব হাইকোর্টের। ২১ ফেব্রুয়ারি ৫ জেলার কয়েকজনকে হাজিরার নির্দেষ। শুনানি হবে রুদ্ধদ্বার এজলাসে।
১১। চক্রান্তকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ? নবম-দশম মামলায় সিবিআইকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। তদন্তকারীদের ঢিলেঢালা মনোভাবে প্রশ্ন। দ্রুত তদন্ত শেষ করতে নির্দেশ।
১২ । জেল থেকে ছাড়া পাওয়ার সময় ডালিম পাণ্ডেকে সিপিএমের সম্বর্ধনা, বিতর্কের মুখে জেল থেকে ছাড়া পেয়েই তড়িঘড়ি বেরোলেন অনুজ।
West Bengal News Live : নিয়োগ দুর্নীতির মামলায় ফের ইডি দফতরে তাপস-ঘনিষ্ঠ গোপাল
নিয়োগ দুর্নীতির মামলায় ফের ইডি দফতরে তাপস-ঘনিষ্ঠ গোপাল। 'কোনও টাকা নিইনি, ষড়যন্ত্রকারী কিনা প্রমাণ করুক কুন্তল'। ধৃত যুব তৃণমূল নেতার অভিযোগ উড়িয়ে চ্যালেঞ্জ গোপাল দলপতির। 'কোনও টাকা নিইনি, পার্থ চট্টোপাধ্যায়কেও চিনি না, দেখাও হয়নি'। স্কুলে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দাবি তাপস-ঘনিষ্ঠের।
WB News Live : বিজেপি ছাড়ার কারণ হিসেবে এবার সরাসরি জন বার্লাকে নিশানা সুমন কাঞ্জিলালের
বিজেপি ছাড়ার কারণ হিসেবে এবার সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে নিশানা সুমন কাঞ্জিলালের। আলিপুরদুয়ারের মানুষের কাছে উন্নয়নের কাজ পৌঁছে দিতে পারছিলাম না। এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকেও কোনও সাহায্য পাইনি। মানুষের জন্য কাজ করতে চাওয়ায় অভিষেক অনুু্প্রাণিত করেছেন। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আপ্লুত হয়েই উন্নয়নের সঙ্গে থাকার সিদ্ধান্ত। কলকাতা থেকে আলিপুরদুয়ারে ফিরে দাবি আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের।
West Bengal News Live : 'তৃণমূল-সিপিএম থেকে আসা ধান্দাবাজদের দায়িত্ব দিলে পার্টি মুছে যাবে'
পঞ্চায়েত ভোটের আগে ফের বিজেপিতে ভাঙন, কটাক্ষ তথাগতর। 'তৃণমূল-সিপিএম থেকে আসা ধান্দাবাজদের দায়িত্ব দিলে পার্টি মুছে যাবে'।
আলিপুরদুয়ারের বিধায়কের দলত্যাগের প্রসঙ্গ টেনে কটাক্ষ তথাগতর । 'আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল থেকে শিক্ষা নিক বিজেপি'।
'নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়ে অর্ধশিক্ষিতদের দায়িত্ব দিলে পার্টি মুছে যাবে'। বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা করে ফের আক্রমণে তথাগত রায়।
কামিনী কাঞ্চনের ফলেই ২০২১-এ দলের এই ফল বলে ফের কটাক্ষ । 'উনিশে হাফ, একুশে সাফ বলা, পুঁতে দেওয়ার মাস্টার বলল, ৩ থেকে ৭৭ করেছি'। নাকের বদলে নরুণ পেলাম বলে নাম না করে দিলীপকে কটাক্ষ তথাগতর।
WB News Live : কোচবিহার বিজেপিতে ভাঙনের হুঙ্কার রবীন্দ্রনাথ ঘোষের
'লাইনে আছেন কোচবিহারের ৩ বিধায়ক, খাঁচা ফাঁকা হয়ে যাবে'। কোচবিহার বিজেপিতে ভাঙনের হুঙ্কার রবীন্দ্রনাথ ঘোষের। 'বিধায়ক ছাড়া অন্য কাউকে নিয়ে কী করব, ৩জন বিধায়ক আছে'। '২০২৪ আসতে আসতেই খাঁচা থেকে পাখি পালিয়ে যাবে'। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের তৃণমূলে যোগের পরে প্রাক্তন মন্ত্রীর হুঙ্কার ।
West Bengal News Live : আহত মানিক ভট্টাচার্য
নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে শুনানির পর প্রেসিডেন্সি জেলের দিকে নিয়ে যাওয়ার সময় আহত মানিক ভট্টাচার্য। হঠাৎ একটি বেসরকারি বাস ব্রেক কষায় প্রিজন ভ্যানও ব্রেক কষে, পুলিশ সূত্রে খবর। মুখে চোট লাগে নিয়োগ দুর্নীতিতে ধৃত অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের, পুলিশ সূত্রে খবর।