West Bengal News Live: অনুব্রতর কাছ থেকে প্রায় ১৭ কোটি বাজেয়াপ্ত করল সিবিআই
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
কলকাতা: ইসলামপুরে সন্ত্রাসবাদীকে দায়িত্ব দেবেন না। দলের নেতার বিরুদ্ধেই বিস্ফোরক তৃণমূল (TMC) বিধায়ক। কী বলেছেন, দল দেখবে, পাল্টা ব্লক সভাপতি।
মানিককে টাকা দেয়নি, তাই হয়তো চাকরি বাতিল। এমন একটা রাজ্য হয়েছে বাংলা, টাকা না দিলে চাকরি হয় না। নিয়োগ-মামলায় কড়া মন্তব্য হাইকোর্টের (Calcutta High Court)।
যোগ দেওয়ার ৪ মাসের মধ্যেই কীভাবে চাকরি বাতিল? নিয়ম না থাকলে কীভাবে নিয়োগ? মুর্শিদাবাদের শিক্ষককে পুনর্বহালের নির্দেশ দিয়ে মন্তব্য হাইকোর্টের।
কোথায় কোথায় ছড়িয়ে সম্পত্তির শিকড়? জানি না বলে বেশিরভাগ প্রশ্নেরই জবাব এড়াচ্ছেন অনুব্রত (Anubrata Mandal)। এবার নাম ধরে ধরে জেরা করবে সিবিআই।
হাটের আড়ালে গরু পাচারের কারবার! বীরভূমকে কেন্দ্র করে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরেও পাচার চক্রের জাল। পশু হাটের এক ব্যবসায়ী বলেন, "টাকার খেল, বস্তা বস্তা টাকা ছিল, এই হাটে ছিল এককালে। বুঝতে পারলেন।"
গরু পাচার মামলায় সিবিআইয়ে চার্জশিটে আব্দুল লতিফ। ইলামবাজার হাটের কাছেই অট্টালিকা, গ্যারাজে দামি দামি গাড়ি। কিন্তু কোথায় লতিফ? এখনও রহস্য।
দুর্নীতির প্রতিবাদে ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। বাধা দিলে জবাবের হুঁশিয়ারি সুকান্তের।
এসএসসির পরে আজ ২০১৪-র টেট উত্তীর্ণ-প্রশিক্ষিতদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। দ্রুত নিয়োগের দাবিতে ধর্মতলায় ৪টি সংগঠনের অবস্থান।
নেই মমতা, অভিষেকের ছবি দিয়ে ৬ মাসে নতুন তৃণমূলের বার্তা। পার্থ-অনুব্রতর গ্রেফতারির মধ্যেই কালীঘাট, হাজরা-সহ শহরজুড়ে হোর্ডিং।
আজ থেকে ফের দাম বাড়ছে দুধের। লিটারে ২ টাকা করে বাড়ছে মাদার ডেয়ারি, আমূলের দুধের দাম। অপরিবর্তিত থাকছে বাংলার ডেয়ারির দাম।
আধার নম্বর না থাকলে মিলবে না কোনও ধরনের সরকারি ভর্তুকি। সমস্ত কেন্দ্র-রাজ্য দফতরে নির্দেশ ইউআইডিএআইয়ের।
ফুটবলে শট মেরে যুবভারতীতে ১৩১তম ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পিছিয়ে থেকেও এফসি গোয়াকে ৩-১ গোলে হারাল মহমেডান। আজই জেলে গিয়ে পার্থকে (Partha Chatterjee) জেরা করবে ED। ধৃত প্রাক্তন ২ SSC কর্তাকে আজই আদালতে পেশ।
West Bengal Live Update: সালিশি সভায় গ্রামের মোড়লদের মাতব্বরি!
ফের সালিশি সভায় গ্রামের মোড়লদের মাতব্বরি! ডেকোরেটর সংস্থার গুদাম পুড়ে যাওয়ার ঘটনায় এক ব্যবসায়ীকে এক কোটি দশ লক্ষ টাকা জরিমানা করার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার চাঁইপাটে।
West Bengal News Update: ৪ জেএবি জঙ্গিতে কারাদণ্ডের নির্দেশ
৪ বছরের বেশি সময় আগে ধৃত ৪ জেএমবি জঙ্গির সাজা ঘোষণা করল কলকাতা নগর দায়রা আদালত। চারজনকেই কারাদণ্ড দেওয়া হয়েছে।
West Bengal Live Update: নব মহাকরণের পাশে অবস্থান-বিক্ষোভে বিজেপির সরকারি কর্মচারীদের সংগঠন
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটানো, শূন্যপদ পূরণের দাবি-সহ একাধিক ইস্যুতে আজ নব মহাকরণের পাশে অবস্থান-বিক্ষোভ বসে বিজেপির সরকারি কর্মচারীদের সংগঠন। সরকারি কর্মচারী পরিষদের অবস্থান-বিক্ষোভে অংশ নেন, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, সরকার যদি নিজের কর্মীদের জন্য টাকা জোগাড় করতে না পারে, তাহলে এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি।
West Bengal News Update: টেট উত্তীর্ণদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। বৈঠক ইতিবাচক দাবি করেও, সকলের নিয়োগের নিশ্চয়তা দিতে পারেননি ব্রাত্য বসু। অন্যদিকে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা।
West Bengal Live Update: জামিন মঞ্জুর
ঝাড়খণ্ডের ৩ বিধায়ক সহ ৫ জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।