WB News Live Updates: 'ভোট চুরির মেশিন...', মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি তৃণমূলের
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE

Background
এবিপি আনন্দর খবরের জের। অবশেষে চাপের মুখে গ্রেফতার কাকদ্বীপের শিক্ষক পেটানো তৃণমূল নেতা। (Kakdwip News)
প্রধান শিক্ষককে সকুলের মধ্যেই মার! ভাঙড়, রায়গঞ্জের পর শাসকের শিক্ষক-শাসনের লজ্জার ছবি কাকদ্বীপে। তারপরেও বেপরোয়া তৃণমূল নেতা। দাপটে বাইক নিয়ে ঢুকলেন থানায়। পরে গ্রেফতার। (TMC News)
কাকদ্বীপে শাসক নেতার রোষে প্রধান শিক্ষক। মুছে দেওয়া হয়েছে CC ফুটেজ, অভিযোগ আক্রান্তের।
কাকদ্বীপকাণ্ডে তুঙ্গে তরজা। লকেট - ছাত্ররা কী শিখল...ছাত্রদের সামনে উদাহরণটা কী তুলে ধরল, এই ছবি দেখা যায়? কুণাল - বিক্ষিপ্ত ঘটনা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঁশকুড়ায় সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগে তোলপাড়। ধৃতের আরও কীর্তিফাঁস। আগেও ধর্ষণের অভিযোগে গ্রেফতার জাহির। কোর্টে জানাল পুলিশ। (Panskura News)
তৃণমূলের বড় নেতা জাহির আব্বাস। পাশকুঁড়াকাণ্ডে সরব শুভেন্দু। আমরাই অভিযোগকারিণীকে দিয়ে FIR করিয়েছি। কুৎসা করছে বিজেপি, পাল্টা তৃণমূল। (Suvendu Adhikari)
পাঁশকুড়ায় সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। আজ পাঁশকুড়া বনধের ডাক SUCI-র। হাসপাতালে বিক্ষোভ বামেদের।
আর জি কর কাণ্ডের পরেও ফের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। দায় ঝাড়ার চেষ্টায় কর্তৃপক্ষ।
কীভাবে মৃত্যু অনামিকার? যাদবপুর ক্যাম্পাসের ঝিলে ডুবুরি নামাল পুলিশ। একজোড়া জুতো মিললেও অনামিকার কিনা স্পষ্ট নয়। খোঁজ নেই চশমারও।
কী ঘটেছিল সেই রাতে? কীভাবে ঝিলে পড়লেন অনামিকা? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যমৃত্যুতে ৬ পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের। (Jadavpur University)
২০ দিন পর জঙ্গলে মিলল নিখোঁজ কিশোরীর খণ্ড বিখণ্ড দেহ। একটি বস্তায় মুণ্ড, আরেক বস্তায় দেহাংশ। রামপুরহাটে হাড়হিম কাণ্ড। গ্রেফতার স্কুল শিক্ষক।
সপ্তম শ্রেণির ছাত্রীকে নৃশংস হত্যা। কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিযুক্ত শিক্ষক, দাবি মৃতের পরিবারের। খুনের মামলা রুজু পুলিশের।
নকল থানা নিয়ে নয়ডা-কলকাতা পুলিশ সংঘাত। কোর্টের অনুমতি নিয়ে, বেলেঘাটায় বিভাসের নকল থানায় তালা ভেঙে ঢুকল নয়ডা পুলিশ।
কানাডার অনাবাসী ভারতীয়র সঙ্গে ১৮ লক্ষ টাকার প্রতারণা। জালিয়াতির টাকা জমা পড়েছিল ইন্দোনেশিয়ার অ্যাকাউন্টে। প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর আরও কীর্তি ফাঁস।
কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। শিয়ালদার কাছে অভিজাত আবাসনে অভিযান। বাজেয়াপ্ত ১০ লক্ষাধিক টাকা, প্রচুর সোনা। মূল পাণ্ডা-সহ গ্রেফতার ১০।
নাগেরবাজার থানা এলাকায় গুন্ডামি। দক্ষিণ দমদমের ১৬ নম্বর ওয়ার্ডে হোটেলে ঢুকে তাণ্ডব। কর্মীদের মারধর, গায়ে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ।
রাজারহাটে সকুল ছাত্রীদের ঘুষি IC-র। ছবি পোস্ট করে অভিযোগ শুভেন্দুর। অপপ্রচার, পাল্টা তাপস। প্রধান শিক্ষিকাকে ঘেরাও মুক্ত করতে গেছিল পুলিশ, মারধরের অভিযোগ অস্বীকার।
এবার পার্থর নাম করে তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর। শুভেন্দু - পার্থর যা অবস্থা হয়েছে, আগামী দিনে আপনাদেরও তাই হবে।
SIR-এর সময় ভিনরাজ্য থেকেই নাম তুলবেন পরিযায়ী শ্রমিকরা, QR কোড আনছে কমিশন। ডিএমদের পরিযায়ীদের তালিকা তৈরির নির্দেশ CEO-র।
২ দিন নিখোঁজ থাকার পর মহেশতলায় পুকুরে মিলল যুবকের দেহ।সারাবছরই জলমগ্ন এলাকা। মৃত্যুর জন্য দায়ী প্রশাসন। পুরসভার ভূমিকায় ক্ষোভ পরিবার ও স্থানীয়দের।
খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি। কাকদ্বীপে বালির গর্তে জলে ডুবে মৃত্যু ২ বালকের। একজনের বয়স ১০, অপর জনের ৮।
আবার সেই মারণ চিনা মাঞ্জা। বিশ্বকর্মা পুজোর দিন প্রাণ গেল প্রাক্তন জওয়ানের। রহড়ায় বাইকে করে যাওয়ার সময়ে দুর্ঘটনা।
দিশা পাটানির বরেলির বাড়িতে গুলি। গাজিয়াবাদে এনকাউন্টারে মৃত্যু গোল্ডি ব্রার গ্যাংয়ের দুই সদস্যের। উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র।
পরপর একাউন্টার ও নেতাদের আত্মসমর্পণের পর পিছু হঠল মাওবাদীরা। অস্ত্র ছেড়ে আলোচনায় বসার আর্জি। আগামী বছর ৩১-এ মার্চের মধ্যে মাওবাদী মুক্ত হবে দেশ, হুঙ্কার অমিত শাহের।
১মাওবাদীরা আলোচনার প্রস্তাব দিলেও এনকাউন্টার চলছে। গড়চিরৌলি, বিজাপুরে নিহত ২ মহিলা-সহ ৪ মাওবাদী। হাজারিবাগেও এনকাউন্টার। ছত্তীসগঢ়ে ১২ জন মাওবাদীর আত্মসমর্পণ।
৩০০ কোটির ব্যাঙ্ক প্রতারণা মামলা। ইডি হেফাজতে আন্দামানের প্রাক্তন কংগ্রেস সাংসদ কুলদীপ রাই শর্মা। আনা হচ্ছে কলকাতায়। আগেই ইকোনমিক অফেন্স উইং হাতে গ্রেফতার।
প্রধানমন্ত্রীর জন্মদিনে পাটনায় শুভেচ্ছা পোস্টার। মোদিকে সিংহ, রাহুল-সহ বিরোধী নেতাদের মহিষাসুরের সঙ্গে তুলনা। বিহারের বিজেপি নেতার দেওয়া পোস্টারে বিতর্ক।
এটা নতুন ভারত, পরমাণু হুমকিতে ভয় পায় না। ঘরে ঢুকে মারে। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে জন্মদিনে পাকিস্তানকে নিশানা প্রধানমন্ত্রীর।
হ্যান্ডশেক বিতর্কে মুখ পোড়ার পর ফের পাকিস্তানের নাটক। ম্যাচ রেফারিকে সরানোর দাবি খারিজের জের। হোটেল থেকে দেরিতে রওনা সালমানদের।
তৃতীয় পক্ষের মধ্যস্থতা মানতে চায়নি ভারত। সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের দাবির উল্টো সুর পাক উপপ্রধানমন্ত্রীর। অস্বস্তি বাড়ল ওয়াশিংটনের।
শুল্ক-সংঘাতের মধ্যেই প্রধানমন্ত্রীর জন্মদিনে ফোন করে শুভেচ্ছা ট্রাম্পের। এল পুতিনের ফোনও। দু-জনকেই পাল্টা ধন্যবাদ মোদির।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তারক্ষীদের অফিসে বিশ্বকর্মা পুজো। উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন মহিলা পুলিশকর্মীরাও।
পুজোর মুখে রাজ্যে এল পদ্মার ইলিশ। বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকল বাংলাদেশের ইলিশ। ধাপে ধাপে আসবে ১২০০ মেট্রিক টন।
Mahua Moitra: 'ভোট চুরির মেশিন...', মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি তৃণমূলের
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি তৃণমূলের। জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে পোস্ট মহুয়া মৈত্রর। 'জ্ঞানেশ কুমারের এখনই ইস্তফা দেওয়া উচিত। ভোট চুরির মেশিন চালাচ্ছে ভোট চোরেরা। তার তত্ত্বাবধানে রয়েছে নির্বাচন কমিশন', এক্স হ্যান্ডেলে পোস্ট কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের।
Kolkata News: ট্যাংরার ক্রিস্টোফার রোডের আবাসনে বহিরাগত-তাণ্ডব, রাতে গেট আটকে ফুটবল খেলার অভিযোগ
ট্যাংরার ক্রিস্টোফার রোডের আবাসনে বহিরাগত-তাণ্ডব। বুধবার ভোররাতে আবাসনের গেট আটকে রাতভর ফুটবল খেলা চলে বলে অভিযোগ। নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে ভিতরে ঢুকে শ’তিনেক লোক তাণ্ডব চালায় বলে অভিযোগ। লিফটে দশতলা থেকে দোতলা পর্যন্ত বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে ডোর বেল বাজিয়ে দরজায় লাথি মারা হয় বলে অভিযোগ। CC ক্যামেরায় বহিরাগতদের লিফটে ওঠার ছবি ধরা পড়েছে নিরাপত্তা রক্ষীরা ট্যাংরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার প্রতিবাদে গতকাল সন্ধেয় ক্রিস্টোফার রোড অবরোধ করেন আবাসিকরা। ট্যাংরা থানায় অভিযোগ দায়ের। কিন্তু এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।






















