West Bengal News Live Updates: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে 'আঙুল বিতর্ক'
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদি না অমিত শাহ? ফের আক্রমণে মমতা।
মুখ্যমন্ত্রী যখন বাইরে যান, তখন রাজ্য চালান কে? মোদি-শাহ নিয়ে মমতার কটাক্ষে পাল্টা প্রশ্ন বিজেপির।
এমার্জেন্সির ৫০ বছর উপলক্ষ্যে ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালনের জন্য কেন্দ্রের চিঠি। তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ।
রোজ গণতন্ত্রের হত্যা, তাও কীভাবে এমার্জেন্সির ৫০ বছরে সংবিধান হত্যা দিবস পালনের নির্দেশ? মুখ্যসচিবকে কেন্দ্রের চিঠি নিয়ে বিজেপিকে আক্রমণে মমতা।
দেশে গণতন্ত্র হত্যার অভিযোগ মমতার, বাংলায় গণতন্ত্র নিয়ে পাল্টা আক্রমণে বিজেপি। উনি পালন না করলেও যায় আসে না, কটাক্ষ শুভেন্দুর।
গুরুত্ব দিচ্ছে না বিজেপি
প্রায় ৩ বছর পরে ১ অগাস্ট থেকে রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের প্রকল্প। অনন্তকালের জন্য প্রকল্প ঠান্ডাঘরে রাখা যায় না বলে কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের।
দুর্নীতি রোধে শুধু পশ্চিমবঙ্গের জন্য় রাখা যাবে বিশেষ শর্ত। রাজ্য়ের ওপর চাপ বাড়িয়ে ১০০দিনের প্রকল্পের তদন্ত ও নজরদারিতে কেন্দ্রকে ছাড়পত্র হাইকোর্টের।
১০০ দিনের প্রকল্পে কোর্টের নির্দেশ, অভিযোগেই মান্যতা দেখছে তৃণমূল। বিজেপির প্রতিহিংসায় ধাক্কা, পোস্ট অভিষেকের। দুর্নীতি হয়েছে, বুঝেছে আদালত, পাল্টা বিজেপি।
ওবিসি সংক্রান্ত নির্দেশের পরেও কিভাবে তা মাথায় না রেখে নিয়োগের বিজ্ঞপ্তি? আজ বেলা ১২টায় ২ পুর আধিকারিককে ভার্চুয়ালি হাজিরার নির্দেশ হাইকোর্টের।
ওবিসি মামলায় রাজ্যের ধাক্কা। উৎসবে বিজেপি। বিধানসভার বাইরে লাড্ডু বিলি। সল্টলেকে ওবিসি মোর্চার ধর্না মঞ্চে গেলেন শুভেন্দু অধিকারী।
ওবিসি নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশ। ফের কুণালের নিশানায় বিচারব্যবস্থা!
রায়ে রাজ্যের ধাক্কা, তাই মরিয়া হয়ে বিচারব্যবস্থাকেই নিশানা। পদক্ষেপ চান আইনজীবীদের একাংশ।
বাংলায় কিছু হলেই আসে টিম। উত্তরপ্রদেশ, গুজরাতে দাঙ্গা হলে কেন যায় না? দাঙ্গা নিয়ে কেন্দ্রকে আক্রমণে মমতা। পহেলগাঁওকাণ্ডে ৫ প্রশ্নে নীরবতা নিয়েও প্রশ্ন।
পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়েও শাসক-বিরোধী সংঘাত। মুম্বই, ওড়িশার নাম বদলালে বাংলা নয় কেন? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। পয়লা বৈশাখ নয়, ২০ জুনেই অনড় বিজেপি।
কেসরি টু-তে ক্ষুদিরাম বসুর নাম বদলে ক্ষুদিরাম সিং। বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের অপমানে নিন্দায় মুখ্যমন্ত্রী।
কোর্টের নির্দেশে অবশেষে মহেশতলায় শুভেন্দু। রাষ্ট্রপতি শাসন জারি করে ছাব্বিশে ভোটের দাবি।
মহেশতলার পথে বিক্ষোভের মুখে শুভেন্দু। গিরগিটির ছবি দিয়ে চোর চোর স্লোগান।
আজ কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ত্রিমুখী লড়াইয়ে তৃণমূল-বিজেপি-কংগ্রেস। ডিসিআরসিতে শেষ মুহূর্তের প্রস্তুতি। মোতায়েন ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কালীগঞ্জ উপনির্বাচনের ওয়েব কাস্টিং নিয়ে বিতর্ক।
পরীক্ষায় না বসে চাকরি ফেরতের দাবিতে অনড় চাকরিহারারা। নিয়োগ বিজ্ঞপ্তির প্রতীকী কপি পুড়িয়ে প্রতিবাদ। সোমবার থেকে চিঠি নেওয়া হবে, জানাল বিকাশ ভবন।
১ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে আর জি করের মেডিক্যালে দুর্নীতি মামলার তদন্ত। সিবিআইকে আলিপুরের কোর্টের নির্দেশ। ৩০ জুন চার্জ গঠনের সম্ভাবনা।
ভেজাল ওষুধের রমরমা। হাওড়ায় পাওয়া প্রস্টেট ও কিডনির চিকিৎসার জরুরি ওষুধ, ইউরিম্যাক্স D-এর একটি ব্যাচই পুরো জাল। খোঁজ পেয়ে কেন্দ্রকে জানাল রাজ্য ড্রাগ কন্ট্রোল।
ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানে বিভ্রাট। উড়ানের ঠিক আগে প্রচন্ড ঝাঁকুনি। রানওয়ে থেকে ফিরিয়ে বিমান বাতিল। টায়ার ফেটে বিপত্তি, দাবি ইন্ডিগোর।
WB News Live: পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া আজই শুরু হবে, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের
পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া আজই শুরু হবে, নির্দেশ বিচারপতি কৌশিক চন্দের। কলকাতা হাইকোর্টের নির্দেশমতো ৬৬ টি সম্প্রদায়কে নিয়েই শুরু করতে হবে নিয়োগপ্রক্রিয়া, নির্দেশ আদালতের। ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে রাজ্য, তারপর বাকি নিয়ম মেনে চলবে নিয়োগ, নির্দেশ আদালতের। ৭৮ টি শূন্যপদে হবে নিয়োগ। ডিভিশন বেঞ্চের নির্দেশ না মানা নিয়ে একে অপরকে দোষারোপ করছে পুরসভা, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, মন্তব্য আদালতের। আদালতের নির্দেশ অনুযায়ী ভার্চুয়ালি হাজিরা দেন কলকাতা পুরসভার কমিশনার, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান।
West Bengal News Live: নন্দীগ্রামের কালীচরণপুরে বিস্ফোরণ, মজুত বোমা থেকে বিস্ফোরণ, অনুমান পুলিশের
নন্দীগ্রামের কালীচরণপুরে বিস্ফোরণ। এক মহিলার বাড়ির পিছনে বিস্ফোরণ, আহত মহিলা। মজুত বোমা থেকে বিস্ফোরণ, অনুমান পুলিশের। বিধবা মহিলা বাড়িতে একাই থাকতেন। বাড়ির পিছনে সাফাই করতে গিয়ে বিস্ফোরণ। আহত মহিলাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নেওয়া হয়। আশঙ্কাজনক হওয়ায় তাম্রলিপ্ত হাসপাতালে স্থানান্তর।






















