West Bengal News Live Updates: ভোটার লিস্টে বাবার নাম, এমনকি নিজের নামও বদলে ফেলেছেন বিজেপি কর্মী?
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

Background
মন্ত্রীর কতজন নিরাপত্তা অফিসার আহত? এমন তো হয়নি প্রচুর লোকের হামলা! যাদবপুরকাণ্ডে ঘটনার সময় ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের। (Jadavpur University Chaos)
যাদবপুরকাণ্ডে কোর্টে ভর্ৎসিত পুলিশ, সৌগতর নিশানাতেও পুলিশ। সৌগত রায় বলেন, "পুলিশি নিষ্ক্রিয়তা ব্য়াখ্য়ারও অতীত।" (Bratya Basu)
ইন্দ্রানুজের অভিযোগে অবশেষে পুলিশের এফআইআর। শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট ছাত্র, কেন নীরব বিশ্ববিদ্যালয়? প্রশ্ন পড়ুয়াদের।
ছাত্রদের উপর আক্রমণ, একের পর এক এফআইআর। ইন্দ্রানুজের বাবাকে নিয়ে যাদবপুরে নাগরিক মিছিল। দাবি, পড়ুয়াদের বিরুদ্ধে মামলা তুলতে হবে। আলোচনার পথ খুলতে হবে।
যাদবপুরের উপাচার্য ছাড়াই যাদবপুর নিয়ে রাজ্যপালের বৈঠক। হাসপাতাল থেকে ভার্চুয়ালি লগ ইন। অপেক্ষার পরে লগ আউট করতেই শুরু বৈঠক।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট ইন্দ্রানুজ এখনও হাসপাতালে। অসুস্থ হয়ে হাসপাতালে উপাচার্যও। দেখতে গেলেন আহত ছাত্রের বাবা।
পুলিশি অত্যাচারের অভিযোগ। এসএফআইয়ের পর এবার হাইকোর্টের দ্বারস্থ ডিএসও। সোমবার শুনানি।
১৩ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে মিটিং-মিছিলে কড়াকড়ি। রবিবার শর্তসাপেক্ষে শুভেন্দুর কর্মসূচিতে ছাড়। পুলিশ যেন আঘাত না পায়, নির্দেশ হাইকোর্টের। (Suvendu Adhikari)
আবার সেই সিভিক ভলান্টিয়ার। মালদায় ভয়াবহ তাণ্ডব! টাকা না দেওয়ায় গাড়ি থেকে চালককে ঘরে ঢুকিয়ে মারের অভিযোগ। খবরের জেরে ৩ সিভিক ভলান্টিয়ার ক্লোজ। আইসির কাছ কাছ রিপোর্ট তলব এসপির। (Civic Volunteer)
কলকাতা থেকে মালদা। কেন এত বেপরোয়া সিভিক ভলান্টিয়ার? শমীক ভট্টাচার্য বললেন, "পুলিশ-সিভিক-তৃণমূল...মিলে মিশে টাকা তোলো।" কুণাল ঘোষের বক্তব্য, "কিছু হয়ে থাকলে পুলিশ দেখছে।" (Fake Voters Row)
জেলায় জেলায় ভূতুড়ে ভোটার, কোথাও আবার বাংলাদেশি! তালিকা নিয়ে এবার নিবাচন কমিশনে যাচ্ছে বিজেপি।
শুধু উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাত নয়। পূর্বস্থলীতে ভোটার তালিকায় বাংলাদেশি! বাগদার বাসিন্দার আবার এপার-ওপার-দুই বাংলাতেই ভোটার লিস্টে নাম।
২ দেশ, এক ভোটার!
মুর্শিদাবাদ থেকে মালদা। কোথাও জীবিতের নাম নেই, কোথাও আবার মৃত্যুর পরেও ভোটার লিস্টে! কোচবিহারে আবার ভোটার কার্ড থাকলেও তালিকায় নেই নাম!
সবচেয়ে বেশি ভূতুড়ে ভোটারের খোঁজ দিলেই পুরস্কার! কর্মীদের মধ্যেই প্রতিযোগিতার ঘোষণা দার্জিলিং তৃণমূল সভানেত্রীর!
৩ মাসে ডুপ্লিকেট এপিক নম্বর-সমস্যার সমাধান। ভূতুড়ে ভোটার বিতর্কে আশ্বাস কমিশনের।
রাস্তার নামে জমি দখলের অভিযোগে রণক্ষেত্র পটাশপুর। আক্রান্ত বিজেপি কর্মী। বন্ধ হবে না কাজ, মারধরের অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূলের।
টাকা নিয়েও দেওয়া যায়নি চাকরি। ফেরত দিতে বেহালায় ৩৭ কাঠা জমি সাড়ে ৩ কোটিতে বিক্রি করেছিলেন কালীঘাটের কাকু। দাবি সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে।
প্রাথমিক নিয়োগে দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় অয়ন শীলের জামিন। এক মামলায় জামিন পেলেও পুর নিয়োগ মামলায় থাকতে হবে জেলেই। (Primary Recruitment Case)
নদিয়া তৃণমূলে ফের প্রকাশ্যে দ্বন্দ্ব। মহিলা কর্মীর অভিযোগে সমবায় সমিতির প্রায় ১৪ কোটি প্রতারণার মামলায় দলেরই প্রাক্তন শহর সভাপতি গ্রেফতার!
সার্ভে পার্কের পর ঠাকুরপুকুর। নতুন ফাঁদে এটিএমে প্রতারণা। মেশিনে আটকে কার্ড। দেওয়ালে লেখা ইঞ্জিনিয়রের নম্বরে ফোন করতেই প্রতারকের শিকার।
এবার ৩০০ স্কোয়ার ফুটেই কলকাতায় তিনতলা বাড়ির অনুমতি! বড় করে টাঙাতে হবে প্ল্যান সংক্রান্ত তথ্য। কলোনি এলাকায় একধাক্কায় কমল অনুমতি সংক্রান্ত খরচ। (Kolkata Municipal Corporation)
প্রশিক্ষণের সময়ে আম্বালায় ভেঙে পড়ল জাগুয়ার, পাইলটের রক্ষা। যান্ত্রিক ত্রুটি বুঝেই লোকালয়ের বাইরে যুদ্ধবিমান নিয়ে যান পাইলট, জানাল বায়ুসেনা।
হাওড়ার বাঁকড়ায় কাপড়ের বাজারে বিধ্বংসী আগুন। ৫ তলার গুদাম পুড়ে ছাই। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। (Howrah News)
Rahul Gandhi: গুজরাত কংগ্রেসের মধ্যে এখন দু'টো ভাগ, একটা ভাগ বিজেপি-র সঙ্গে মিলে কাজ করছে: রাহুল গাঁধী
গুজরাত কংগ্রেসের মধ্যে এখন দু'টো ভাগ। একটা ভাগ বিজেপির সঙ্গে মিলে কাজ করছে। রাজ্যে কংগ্রেসকে ভাল করতে গেলে দরকার হলে এদের বার করে দিতে হবে, কড়া বার্তা রাহুল গাঁধীর।
Malda News: গতকাল মালদায় তোলা চেয়ে না পেয়ে গাড়িচালককে মারধরের অভিযোগ, আজ পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠের অভিযোগ
গতকাল মালদায় তোলা চেয়ে না পেয়ে গাড়িচালককে মারধরের অভিযোগ। অভিযুক্ত তিন সিভিক ভলান্টিয়ার, ৩ জনকেই পরে ক্লোজ করা হয়। ভাইরাল ছবিতে গাড়িচালক ও খালাসিকে মারধরের ছবি ধরা পড়ে। আজ নিউ ব্যারাকপুরে পুলিশ পরিচয়ে মাছ ও সবজি ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠের অভিযোগ দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সিসি ফুটেজের ছবি ভাইরাল।






















