News Live Updates: আমদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত কো-পাইলট বিক্রান্ত ম্যাসি-র ভাই, সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেতা নিজেই
WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।
LIVE

Background
অশান্তির পর মহেশতলায় রাতভর অভিযুক্তদের খোঁজে তল্লাশি। গ্রেফতার বেড়ে ৪১। সকালে থমথমে এলাকা। মোতায়েন প্রচুর পুলিশ, মাইকে প্রচার।
মুর্শিদাবাদ ও মহেশতলায় গোষ্ঠীসংঘর্ষকাণ্ডের আঁচ বিধানসভায়। দুটি ঘটনায় জোড়া মুলতুবি প্রস্তাব বিজেপির। আলোচনার দাবি খারিজ স্পিকারের। বিক্ষোভ বিজেপির।
বিধানসভার বাইরেও বিক্ষোভ। মুর্শিদাবাদ ও মহেশতলা কাণ্ডে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে রাজভবনে শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা।
মহেশতলাকাণ্ডে পুলিশের ব্যর্থতা ছিল, মানলেন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি। বললেন, বাড়াবাড়ি করেছে হিন্দু মুসলিম ধর্মান্ধরা।
কাটছে ভর্তি জট। উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের প্রায় ৪০ দিন পর ১৭ জুন খুলছে কলেজে ভর্তির পোর্টাল, খবর সূত্রের। উদ্বোধন বিকেল ৪টে, তারপরেই করা যাবে আবেদন।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ে চাকরি বাঁচাতে রেজিস্ট্রারের পা জড়িয়ে কান্না মহিলা নিরাপত্তা কর্মীর।
কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। পাহাড় বাদে কাল ও পরশু রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি। এক্স হ্যান্ডল পোস্টে জানালেন ব্রাত্য।
News Live Updates: আমদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত কো-পাইলট, ফার্স্ট ক্লিভ কুন্দর বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি- র ভাই
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কো-পাইলট ক্লিভ কুন্দরের। এই পাইলট বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি- র 'কাজিন ব্রাদার' অর্থাৎ তুতো ভাই। আমদাবাদ থেকে লন্ডনগামী বিমানে ক্লিভ কুন্দর ছিলেন ফার্স্ট অফিসার। সোশ্যাল মিডিয়ার বিক্রান্ত নিজেই জানিয়েছেন যে ক্লিভ তাঁর 'কাজিন ব্রাদার' ছিলেন। ভাইয়ের এ হেন আকস্মিক মৃত্যুতে শোকগ্রস্ত অভিনেতা।
News Live Updates: আমদাবাদে সিভিল হাসপাতালে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান
আমদাবাদে সিভিল হাসপাতালে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। আহত হয়েছেন অনেক চিকিৎসক। বেশ কিছু চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আমদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজনেরই বেঁচে থাকার খবর পাওয়া গিয়েছে।






















