West Bengal News Live :সন্দেশখালিকাণ্ডে অবশেষে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা
17 February News Update : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এখানে।
LIVE
Background
কলকাতা : মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) নির্দেশে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারির সাড়ে তিন মাস পর অবশেষে মন্ত্রিত্ব খোয়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক ( Jyotipriyo Mallik ) । বন দফতর গেল বীরবাহার হাতে, শিল্প পুনর্গঠন পার্থ ভৌমিকের। অন্যদিকে শুক্রবারও সন্দেশখালিকাণ্ডে ( Sandeshkhali ) তোলপাড় রাজ্য। রাষ্ট্রপতি শাসনের সুপারিশ এসসি কমিশনের। সিবিআই ( CBI ) অথবা সিট চেয়ে সুপ্রিম কোর্টে ( Supreme Court ) মামলা, জোড়া মামলা হাইকোর্টেও। শুক্রবারও সন্দেশখালি ঢুকতে বারবার বাধার মুখে পড়লেন বিরোধীরা। ১৪৪ ধারা ( section 144 ) দেখিয়ে রামপুরে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও আটকাল পুলিশ। এদিকে লোকসভা ভোটের আগে দলীয় সংগঠনে ফের সক্রিয় ভূমিকায় দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ( Abhishek Banerjee ) । 'এবারের ভোট প্রতিরোধ, প্রতিশোধের। বিজেপি নামক জমিদার তাড়ানোর ভোট', দলীয় নেতৃত্বকে ভার্চুয়াল বৈঠকে এই বার্তা দিলেন অভিষেক।
WB News Live Updates:সোনা পাচারে জড়িত সন্দেহে ৩ পাচারকারীকে গ্রেফতার পেট্রাপোল সীমান্তের বিএসএফের
সোনা পাচারে জড়িত সন্দেহে ৩ পাচারকারীকে গ্রেফতার পেট্রাপোল সীমান্তের বিএসএফের
WB News Live:'আমরা বিতর্ক থেকে শিখতে পারি', 'দ্য টেলিগ্রাফ ডিবেট' উপলক্ষ্যে ক্যালকাটা ক্লাবে বার্তা মুখ্যমন্ত্রীর।
'আমরা বিতর্ক থেকে শিখতে পারি', 'দ্য টেলিগ্রাফ ডিবেট' উপলক্ষ্যে ক্যালকাটা ক্লাবে বার্তা মুখ্যমন্ত্রীর।
WB News Live Updates:গণধর্ষণের ধারা যুক্ত করার পরই, আজ সন্ধেয় ন্যাজাট থেকে তৃণমূল নেতা শিবপ্রকাশ ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করল পুলিশ
গণধর্ষণের ধারা যুক্ত করার পরই, আজ সন্ধেয় ন্যাজাট থেকে তৃণমূল নেতা শিবপ্রকাশ ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করল পুলিশ। কাল ধৃতকে আদালতে তোলা হবে। শিবু-উত্তমের গ্রেফতারির পর, সন্দেশখালির মহিলাদের একাংশ শেখ শাহজাহানকে গ্রেফতার করার দাবিতে অনড় রয়েছেন।
WB News Live:রায়গঞ্জে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত টোটোচালককে গ্রেফতারি পুলিশের
রায়গঞ্জে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত টোটোচালককে গ্রেফতারি পুলিশের
WB News Live Updates:আজ সন্দেশখালিতে নিগৃহিত শিশুর বাড়িতে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা
জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন পদক্ষেপ করার পরের দিনই, আজ সন্দেশখালিতে নিগৃহিত শিশুর বাড়িতে গেলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। তাঁদের নির্দেশেই পুলিশি নিরাপত্তা পেল বিজেপি কর্মীর পরিবার। পুলিশের উপস্থিতিতেই, সাত মাসের কন্যাসন্তানকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। বিস্ফোরক অভিযোগ শিশুর মায়ের। যদিও কুণাল ঘোষের দাবি, এসবই মনগড়া কাহিনি।