(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live Updates: অনিকেত, অলোকের পর এবার অসুস্থ জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ, ভর্তি করা হল কলকাতা মেডিক্যালে
WB News Live Updates: রাজ্যের সব জেলার প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নজর রাখুন। এক ক্লিকেই পাবেন সমস্ত খবর।
LIVE
Background
মহাষ্টমীতে হাইকোর্টে মহাধাক্কা পুলিশের। মণ্ডপে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিয়ে ধৃত ৯ জনেরই জামিন মঞ্জুর। ধর্মতলায় অনশন মঞ্চে উচ্ছ্বাস।
রাজ্য় যথেচ্ছভাবে ক্ষমতা ব্য়বহার করতে পারে না। ক্ষমতা আছে বলেই যাকে ইচ্ছে গ্রেফতার করা যায় না। উপযুক্ত প্রমাণ থাকা প্রয়োজন। স্লোগানকাণ্ডে পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের।
এটা সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ। সবাইকে মতপ্রকাশের অধিকার দিয়েছে সংবিধান। ধৃতদের কাছে থাকা প্ল্যাকার্ড-হোয়াটসঅ্যাপ চ্যাটে ঘৃণা ছড়ানোর মতো কিছু নেই। মন্তব্য হাইকোর্টের।
আহত ৩ পুলিশকর্মীর প্রেসক্রিপশন একই ধরনের। শুধু অ্য়াসিডিটির ও ব্যথানাশক ওষুধের উল্লেখ। বাহ্যিক আঘাতের কথাও নেই। মন্তব্য বিচারপতি শম্পা সরকারের।
৭ দিন। অনশনে অনড় জুনিয়র ডাক্তাররা। ধর্মতলার মঞ্চে আরও ২ চিকিৎসকের অনশনে যোগ। সাধারণ মানুষের ঢল। চোখে জল আন্দোলনকারীদের। রবিবার অরন্ধন কর্মসূচির ডাক।
অনিকেত মাহাতোর অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। আরও ৬ অনশনকারীর অবস্থাও উদ্বেগজনক। অনশন তোলার আর্জি জানিয়ে ফের জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের।
ধর্মতলায় অনশনরত স্নিগ্ধা হাজরার বাঁকুড়ার বাড়িতে পুলিশ, দাবি প্রতিবেশীদের। উত্তরবঙ্গ মেডিক্যালে অনশনকারীদের পরিবারের ওপর চাপ সৃষ্টির অভিযোগ। অস্বীকার মাটিগাড়া থানার।
শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা কোনও বিলাসিতা নয়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে এবার চিঠি আইএমএ-র। চরম পদক্ষেপের হুঁশিয়ারি রাজ্য শাখার। অনশন মঞ্চে গেলেন IMA সভাপতি।
ব্রিটিশ শাসনের পর বাংলায় অন্ধকারতম সময়। সমাধান না বেরোলে, অনশনকারীরা মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের।
আর জি করে জরুরি বিভাগে সিলড বক্সে রক্তমাখা গ্লাভস! অভিযোগ নার্স-ডাক্তারদের। খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গড়ল হাসপাতাল কর্তৃপক্ষ।
জুনিয়র ডাক্তারদের সমর্থনে ফর্টিসে আংশিক কর্মবিরতি। সোম-মঙ্গল পিয়ারলেস জরুরি ছাড়া সব পরিষেবা বন্ধ। ১৬ তারিখ পর্যন্ত মেডিকায় কর্মবিরতিতে ১১৬ জন ডাক্তার।
মৌন প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ডেও এবার আপত্তি পুলিশের। জলপাইগুড়িতে দিশারী ক্লাব চত্বরে উত্তেজনা। প্ল্যাকার্ড ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে কোতোয়ালি থানায় বিক্ষোভ।
সিবিআই হেফাজতের পর এবার জেল হেফাজতে টিএমসিপির চিকিৎসক নেতা আশিস পাণ্ডে। ২১ তারিখ পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘনিষ্ঠ আশিস। জেরায় মিলেছে অনেক তথ্য, দাবি সিবিআইয়ের।
ফের একই লাইনে দুই ট্রেন। চেন্নাই থেকে ৪৫ কিলোমিটার দূরে মালগাড়িতে ধাক্কা বাগমতী এক্সপ্রেসের। ১২ থেকে ১৩টি বগি লাইনচ্যুত, আহত ১৯।
অনিকেত, অলোকের পর এবার অসুস্থ জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ, ভর্তি করা হল কলকাতা মেডিক্যালে
RG Kar Live Update : অনিকেত, অলোকর পর এবার অসুস্থ জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়। পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি করা হল কলকাতা মেডিক্যালে। রয়েছেন CCU -তে।
West Bengal News Live Updates: শনিবারই পুজোর কার্নিভালের দিনই কলকাতায় 'দ্রোহের কার্নিভাল'
এর মাঝেই শনিবারই পুজোর কার্নিভালের দিনই কলকাতায় 'দ্রোহের কার্নিভাল'(droho Karnival)-এর ডাক দেওয়া হল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের (joint platform of doctors)। আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। আগামী ১৫ তারিখ বিকাল চারটের সময় রানি রাসমণি অ্যাভিনউ-তে 'দ্রোহের কার্নিভাল'ডাক দিয়েছে তারা। কলকাতায় পুজোর কার্নিভ্যালের দিন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের দ্রোহের কার্নিভালের এই আহ্বান নতুন করে বিতর্কের সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
WB News Live Updates : অনশনে জুনিয়র ডাক্তাররা, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল্লি এইমস ও চণ্ডীগড় পিজিআই-এর চিকিৎসকদের
আর জি কর-কাণ্ডের বিচার-সহ ১০-দফা দাবিতে শনিবার থেকে ধর্মতলায় অনশন করছেন সাতজন জুনিয়র ডাক্তার। শুক্রবার তাঁদের সঙ্গে যোগ দেন আরও দু'জন জুনিয়র ডাক্তার। তাঁদের পাশে দাঁড়িয়ে প্রতীকী অনশন করছেন সিনিয়র চিকিৎসকরাও। সমর্থনের বার্তা দিতে প্রতিদিন হাজির হচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ। এবার জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি-পত্র পাঠাল দিল্লি এইমস ও চণ্ডীগড় পিজিআই-এর রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন।
West Bengal News Live Updates: মহানবমীর সন্ধেয় প্রতিবাদমুখর ধর্মতলা, মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বেলে গানে গানে প্রতিবাদ
মহানবমীর সন্ধেয় প্রতিবাদমুখর ধর্মতলা। মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বেলে গানে গানে প্রতিবাদ।
WB News Live Updates : আরামবাগ মেডিক্যাল কলেজেও চিকিৎসকদের গণ ইস্তফার হুঁশিয়ারি !
আরামবাগ মেডিক্যাল কলেজেও এবার চিকিৎসকদের গণ ইস্তফার হুঁশিয়ারি। ধর্মতলায় আমরণ অনশরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার গণ ইস্তফার হুঁশিয়ারি। ৩৮ জন চিকিৎসকের গণ ইস্তফার হুঁশিয়ারি। আর জি কর কাণ্ডে দ্রুত পদক্ষেপ না নিলে গণ ইস্তফার হুঁশিয়ারি প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজের চিকিৎসকদের গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠালেন চিকিৎসকরা।