West Bengal News Live Updates: কলকাতা মেডিক্যাল কলেজের মেন বিল্ডিংয়ে আগুন
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE
Background
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার। দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি। শিশুমেলার আয়োজন নিয়ে মিটিংয়ে তুলকালাম।
গন্ডগোল থামাতে হস্তক্ষেপ করতে হল পুলিশকে। বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন দেব। পরিকল্পিতভাবে সব করা হল, দাবি প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের।
কড়া অবস্থান দলের শীর্ষ নেতৃত্বর। মানস ভুঁইয়া, সাংগঠনিক জেলা সভাপতির কাছে রিপোর্ট তলব।রিপোর্ট খতিয়ে দেখে ব্যবস্থা। শাস্তির মুখে শঙ্কর দলুই? শুরু জল্পনা।
তৃণমূল ছয়ে ছয়, বিজয় উৎসবেই মালদায় হুমকি শাসক নেতার।
উপনির্বাচনে বিপুল জয়ের পর রাতে হাড়োয়ার বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ। অভিযোগ পেয়েও য়থোপযুক্ত ব্যবস্থা নেয়নি পুলিশ, দাবি বিজেপি প্রার্থীর।
কাল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। আমন্ত্রণ পেলেন না সুখেন্দুশেখর রায়, খবর সূত্রের। দূরত্ব তৈরির চেষ্টা?
সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা। পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠ। গলা টিপে খুনের চেষ্টা। গয়না-৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ।
আসানসোলের কুলটিতে বেঙ্গল এসটিএফের তল্লাশি। উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ কার্তুজ। গ্রেফতার ২। কোথা থেকে আসছিল অস্ত্র, যাচ্ছিলই বা কোথায়? তদন্তে এসটিএফ।
খেলতে খেলতে নিখোঁজ। গুপ্তিপাড়ায় উদ্ধার শিশুর দেহ। বয়ানে অসঙ্গতি। শিশুর ঠাকুরদা-ঠাকুমা-জেঠিমা আটক। পারিবারিক বিবাদ, না কি তন্ত্র যোগ? রহস্যমৃত্যুর কারণ খুঁজছে পুলিশ।
WB News Live: কয়লা পাচার মামলায় জামিন, এবার পকসো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করল কলকাতা পুলিশ
কয়লা পাচার মামলায় জামিন পেয়েছেন। কিন্তু এবার পকসো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সোমবার তাঁকে পকসো আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক। ফলে আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে চার্জগঠনেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
West Bengal News Live: শহরে পরপর অগ্নিকাণ্ড, এবার বিজয়গড়ে বাড়িতে আগুন
শহরে পরপর অগ্নিকাণ্ড, এবার বিজয়গড়ে বাড়িতে আগুন। বাড়িতে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল বলে খব। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন গিয়েছে ইতিমধ্যেই।
WB News Live: কাকদ্বীপে ২ স্কুলছাত্রীর রহস্যমৃত্যু, রেল লাইন থেকে উদ্ধার ছিন্নভিন্ন দেহ
কাকদ্বীপে ২ স্কুলছাত্রীর রহস্যমৃত্যু, রেল লাইন থেকে উদ্ধার ছিন্নভিন্ন দেহ। একদাশ ও দ্বাদশ শ্রেণির ২ ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ। গতকাল টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয় ২ ছাত্রী। আজ নামখানা শাখার নিশ্চিন্তপুর ও করঞ্জলী স্টেশনের মাঝে রেল লাইনে ২ বান্ধবীর দেহ উদ্ধার। দুর্ঘটনা না সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা? নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ।
West Bengal News Live: আসানসোলের কুলটিতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২
১০টি পাইপগান, ৫০ রাউন্ড এইট MM কার্তুজ, চার রাউন্ড 9MM কার্তুজ! ফের বিপুল অস্ত্র উদ্ধার হল। আসানসোলের কুলটিতে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলি উদ্ধার করল রাজ্য় পুুলিশের STF. বিহার থেকে অস্ত্রগুলি আনা হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি। পাচারকারী সন্দেহে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
WB News Live: নিউটাউনে বেপরোয়া বাইক, পথচারীকে ধাক্কা, হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু
নিউটাউনে থাকদাঁড়িতে বেপরোয়া বাইক, পথচারীকে ধাক্কা। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু। মৃতের নাম রিপন দাস, পলাতক বাইক আরোহী, তদন্তে নিউটাউন থানার পুলিশ।