(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live Updates: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার, দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE
Background
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার। দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি। শিশুমেলার আয়োজন নিয়ে মিটিংয়ে তুলকালাম।
গন্ডগোল থামাতে হস্তক্ষেপ করতে হল পুলিশকে। বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন দেব। পরিকল্পিতভাবে সব করা হল, দাবি প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের।
কড়া অবস্থান দলের শীর্ষ নেতৃত্বর। মানস ভুঁইয়া, সাংগঠনিক জেলা সভাপতির কাছে রিপোর্ট তলব।রিপোর্ট খতিয়ে দেখে ব্যবস্থা। শাস্তির মুখে শঙ্কর দলুই? শুরু জল্পনা।
তৃণমূল ছয়ে ছয়, বিজয় উৎসবেই মালদায় হুমকি শাসক নেতার।
উপনির্বাচনে বিপুল জয়ের পর রাতে হাড়োয়ার বিজেপি প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ। অভিযোগ পেয়েও য়থোপযুক্ত ব্যবস্থা নেয়নি পুলিশ, দাবি বিজেপি প্রার্থীর।
কাল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। আমন্ত্রণ পেলেন না সুখেন্দুশেখর রায়, খবর সূত্রের। দূরত্ব তৈরির চেষ্টা?
সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা। পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠ। গলা টিপে খুনের চেষ্টা। গয়না-৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ।
আসানসোলের কুলটিতে বেঙ্গল এসটিএফের তল্লাশি। উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ কার্তুজ। গ্রেফতার ২। কোথা থেকে আসছিল অস্ত্র, যাচ্ছিলই বা কোথায়? তদন্তে এসটিএফ।
খেলতে খেলতে নিখোঁজ। গুপ্তিপাড়ায় উদ্ধার শিশুর দেহ। বয়ানে অসঙ্গতি। শিশুর ঠাকুরদা-ঠাকুমা-জেঠিমা আটক। পারিবারিক বিবাদ, না কি তন্ত্র যোগ? রহস্যমৃত্যুর কারণ খুঁজছে পুলিশ।
West Bengal News Live: সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক
সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। পুরসভা থেকে জেলা সভাপতি রদবদলের বিষয়ের পাশাপাশি সাংগঠনিক পরিকাঠামোয় পরিবর্তন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। সংসদে শীতকালীন অধিবেশনে, আদানি ইস্যু থেকে ওয়াকফ বিলের বিরোধিতায় দলের অবস্থান কী হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিশা ঠিক করে দিতে পারেন বলে সূত্রের খবর। পাশপাশি, সূত্রের খবর, বৈঠকে এখনও আমন্ত্রণ পাননি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়।
WB News Live: মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা, প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ
মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা, প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ। ১৭ নভেম্বর, মুকুন্দপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা, আক্রান্ত মালিক। জেল হেফাজতে লুঠের চেষ্টার অভিযোগে ধৃত মুকুন্দপুর হাসপাতালের কর্মী। ঘটনার দিন অভিযুক্তকে মারধরের ঘটনায় গণপিটুনির ধারায় মামলা পুলিশের।
West Bengal News Live: দেগঙ্গায় ভরসন্ধেয় বাড়িতে ঢুকে ডাকাতি
দেগঙ্গায় ভরসন্ধেয় বাড়িতে ঢুকে ডাকাতি। বাড়ির মহিলাদের ‘মা’ বলে ডেকে, দুষ্কৃতীদের লুঠপাট। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর দুটি বাড়িতে ডাকাতি। সোনাদানা, টাকাপয়সা মিলিয়ে কয়েক লক্ষ টাকা লুঠ। লুঠপাটের পর ডাকাতরা চম্পট দেয় বলে অভিযোগ।
WB News Live: সল্টলেকে বৃদ্ধার ফ্ল্যাটে ঢুকে লুঠ, গ্রেফতার ১ অভিযুক্ত
সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা। সল্টলেকের পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ফ্ল্যাটে ঢুকে লুঠ। বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠের অভিযোগ। সোনার গয়না ও ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ। গলা টিপে খুনের চেষ্টা, অভিযোগ বৃদ্ধার। গত মাসেই স্বামীর মৃত্যু, তারপর থেকে ফ্ল্যাটে একাই থাকেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। প্রাক্তন পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত ১ যুবকের বিরুদ্ধে অভিযোগ।
West Bengal News Live: পূর্ব মেদিনীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় গুরুতর জখম ৯
পূর্ব মেদিনীপুরের খুকুড়দহে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফুলব্যবসায়ী ও পথচারীদের ট্রাকের ধাক্কা। ট্রাকের ধাক্কায় গুরুতর জখম ৯।