West Bengal News : রণক্ষেত্র মুর্শিদাবাদ। 'গুজবের ফল মারাত্মক হতে পারে' কড়া বার্তা DGP-র
West Bengal Bengali News Update : জঙ্গিপুরের পর সুতি, ওয়াকফ-বিক্ষোভের ফের আক্রান্ত উর্দি। পুলিশকে ইট। ট্রাফিক কিয়স্ক বাস, ট্রাকে আগুন। রেহাই পেল না অ্যাম্বুল্যান্সও। আরও খবর।

Background
কেন্দ্রীয় ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় প্রতিবাদের পারদ চড়ছে রাজ্যে। আইনের প্রতিবাদ ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার আমতলায়। পুলিশ সূত্রে খবর, বিচারাধীন বন্দিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের জিপ আটকে চলে ভাঙচুর, তাণ্ডব। বনেটে উঠে দাঁড়িয়ে পড়ে এক বিক্ষোভকারী। নতুন ওয়াকফ আইন বাতিলের দাবিতে জমিয়তে উলামায়ে হিন্দের পর এবার পথে নামলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ১৬ এপ্রিল ওয়াকফ ইস্যুতে নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।
বাস থেকে জোর করে গেরুয়া পতাকা খোলাচ্ছেন, ওয়াকফ আইনের প্রতিবাদীরা। গতকাল কলকাতার এই ছবি পোস্ট করে রাজ্য় সরকারের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলছে বিজেপি। বাস থেকে গেরুয়া পতাকা খোলার ছবি প্রকাশ্যে আসার পরে তার নিন্দা করেছেন তৃণমূলের IT সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, ''হিন্দুদের মধ্যে থেকে যেমন বিজেপির মতো অসভ্যদের বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে, সেভাবেই মুসলমানদের মধ্যে থেকে এইসব অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ উঠে আসতে হবে।
অন্যদিকে, যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশ করতে কোনও আপত্তি নেই ssc-র। প্রায় আড়াই ঘণ্টা ধরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রশ্ন উঠছে, যোগ্য়-অযোগ্য় আলাদা করা গেলে, SSC সেই কাজ আগে করেনি কেন? এই প্রেক্ষাপটে পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।
Waqf Protest Live : ১৫ জন পুলিশকর্মী আহত, জানালেন ADG আইনশৃঙ্খলা
থমথমে সামশেরগঞ্জ। বন্ধ প্রায় সব দোকান-বাজার। সুতি-সামশেরগঞ্জে মোট গ্রেফতার ১১৮। চার রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। ১৫ জন পুলিশকর্মী আহত। জানালেন ADG আইনশৃঙ্খলা।
Waqf Protest : ব্যাপক ভাঙচুর আজিমগঞ্জের রেল অফিসে
ব্যাপক ভাঙচুর আজিমগঞ্জের রেল অফিসে। সকালেও রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পুড়ে যাওয়া বাইক-গাড়ি। রেহাই পেল না অ্যাম্বুল্যান্সও।






















