West Bengal News : মেদিনীপুর কলেজে ভর্তি নিয়ে তুলকালাম, TMCP-SFI-র মধ্যে বচসা-হাতাহাতি
ফের হাইকোর্টে রাজ্য-স্কুল সার্ভিস কমিশনের ধাক্কা। নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা। সঙ্গে আরও খবর
LIVE

Background
নিয়োগ প্রক্রিয়ায় কোনওভাবেই অংশ নিতে পারবে না 'দাগি'রা
SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিঙ্গল বেঞ্চের পর এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও জোর ধাক্কা খেল রাজ্য সরকার। এযাত্রায়ও ফাঁক গলিয়ে বের করে আনা গেল না দাগিদের। ডিভিশন বেঞ্চও রায়ে পরিষ্কার জানিয়ে দিল নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় কোনওভাবেই অংশ নিতে পারবে না 'দাগি'রা। আর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের পর কিছুটা হলেও স্বস্তিতে যোগ্য চাকরিহারা আন্দোলনকারীরা। অন্যদিকে এবার স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে দাঁড়িয়ে বললেন, যখনই কোনও নিয়োগ শুরু হচ্ছে তখনই কেউ না কেউ এসে সেটাকে আটকে দিচ্ছে বা আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বাংলার বীর বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা প্রশ্নপত্রে:
বাংলার বীর বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলছে বাংলারই সরকারি বিশ্ববিদ্য়ালয়! বিদ্য়াসাগর বিশ্ববিদ্য়ালয়ের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে সমাজে নিন্দার ঝড়। বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ইতিহাস পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে, 'মেদিনীপুরের তিনজন জেলা মেজিস্ট্রেটের নাম কর যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন।' ১৯৩১ থেকে ১৯৩৩, এই ৩ বছরে মেদিনীপুরে ৩ জন ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন বিপ্লবীরা। তাদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে প্রশ্নপত্রে। এনিয়ে সমালোচনা শুরু হতেই দুঃখপ্রকাশ করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পদ থেকে সরিয়ে দেওয়া হয় ইউজি বোর্ড অফ স্টাডিসের চেয়ারম্যান ও মডারেশন কমিটির এক সদস্যকে। এই ইস্য়ু ঘিরে রাজনৈতিক মহলেও ঝড় উঠেছে।
কাঞ্চন কাণ্ড
কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এর প্রতিবাদে আজ কালো ব্যাজ পরে, ট্রপিক্যাল মেডিসিনের আউটডোরে ডিউটি করলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। একাধিক চিকিৎসক সংগঠনের তরফ থেকে উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলার পাশাপাশি, তীব্র নিন্দা করা হয়েছে। আর এরইমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ঘটনার নিন্দা করেও, এই নিয়ে রাজনীতি না করার কথা বলছে তৃণমূল। এদিকে, একযোগে পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরাও।
আমদাবাদ বিমান বিপর্যয়
আজই সামনে আসতে পারে আমদাবাদ বিমান বিপর্যয়ের প্রাথমিক তদন্ত রিপোর্ট। জানা যাবে আড়াইশোরও বেশি নিরীহ মানুষের মৃত্যুর কারণ?
Malda News : শাসক দলের নেতার পর কর্মী খুন, এবার ইংরেজবাজার
ভাঙড়ের পর ইংরেজবাজার। শাসক দলের নেতার পর কর্মী খুন। ইংরেজবাজারে জন্মদিনের পার্টিতে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আহত আরও ৩।
WB News Live : চিকিৎসককে হুমকি বিতর্কে ফেসবুক পোস্ট শ্রীময়ীর
চিকিৎসককে হুমকি বিতর্কে মুখ খুললেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী। চিকিৎসককে হুমকি বিতর্কে ফেসবুক পোস্ট শ্রীময়ীর। চিকিৎসকের বিরুদ্ধেই পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ শ্রীময়ীর। 'বৃদ্ধাকে নিয়ে চিকিৎসা করাতে গেছি, দাদাগিরি করতে যাইনি, উনি আমাদের হ্যারাস করে, নিজেই ইনিয়ে বিনিয়ে গল্প করেছেন', ফেসবুক পোস্টে অভিযোগ শ্রীময়ীর






















