West Bengal Politics: তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা বিজেপির, মঞ্চেই তুলকালাম
Sandeshkhali News:বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে কালীতলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান শ্যামল মণ্ডলকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেন বিজেপি নেত্রী.
সমীরণ পাল, সন্দেশখালি: এবার ভোটের প্রচারে শেখ শাহজাহান (Sheikh Shahjahan) বিতর্ক। বসিরহাট (Basirhat) লোকসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রর সমর্থনে হিঙ্গলগঞ্জের নির্বাচনী সভায় তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধানকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করায় তুলকালাম বেধে যায়। বিজেপির সভামঞ্চে উঠে তাণ্ডব চালান তৃণমূল কর্মীরা। চেয়ার-টেবিল ভাঙা হয়।
ভাইরাল ভিডিয়োয় সেই ছবি ধরা পড়ে। গতকাল হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে নির্বাচনী প্রচারে গিয়ে কালীতলা পঞ্চায়েতের তৃণমূল প্রধান শ্যামল মণ্ডলকে শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। প্রচার সভায় হামলা নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। ED, CBI নিয়ে ভয় দেখানোয় কর্মীরা প্রতিবাদ জানায়, বিজেপির সভায় হামলা প্রসঙ্গে দাবি তৃণমূল প্রধানের। ঘটনাস্থলে যায় পুলিশ।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা অঞ্চলের ঘটনা। বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রর নির্বাচনী সভা মঞ্চে কালিতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শ্যামল মন্ডলের নেতৃত্বে প্রকাশ্যে সভা মঞ্চে উঠে হামলা চালায় চেয়ার ছুড়ে ফেলে দেয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে কালিতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল মন্ডলের, তিনি বলেন, "আমরা আমাদের পঞ্চায়েত মাঠে সভা করার জন্য অনুমতি দিয়েছি পঞ্চায়েতর তরফ থেকে। সেখানেই আমরা হামলা চালাব? এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভিত্তিহীন রাজনৈতিক রং লাগিয়ে তৃণমূলকে কালিমা লিপ্ত করা হচ্ছে।"
আরও পড়ুন, আবহাওয়ার বড় আপডেট, চরম তাপদাহের মাঝেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস
এদিন সভামঞ্চে বিজেপির কর্মকর্তাদের ভাষণে, "শেখ শাহজাহানের মত এখানেও একজন শাহজাহান লুকিয়ে আছে", এই মন্তব্য কে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা সরাসরি সভামঞ্চে উঠে চড়াও হয় এবং ভাঙচুর চালায়।
ঘটনাস্থলে আসে হেমনগর কোস্টাল থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কালিতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শ্যামল মন্ডল বলেন, আমরা পঞ্চায়েত থেকে পারমিশন দিয়েছি সভা করার জন্য। বিজেপির নেত্রী অর্চনা মজুমদার মঞ্চে উঠে তিনি বলেন, এখানেও এক শেখ শাহজাহান আছে। এবং আমাকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানোর কথা বলেন, সভার শেষে আমাদের নেতাকর্মী সমর্থকরা গিয়ে এর প্রতিবাদ জানায়। তখনই বাধে গন্ডগোল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে