West Bengal News Live : ধেয়ে আসছে মান্থা, আজ সন্ধ্যায় অন্ধ্রে ল্যান্ডফলের সতর্কতা, বাংলাতেও দুর্যোগ?
৯ ডিসেম্বর বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৭ ফেব্রুয়ারি বেরোবে চূড়ান্ত তালিকা।
LIVE

Background
বেজে গেল ভোটের দামামা। আজ থেকেই বাংলা-সহ ১২ রাজ্যে শুরু SIR। মধ্যরাতেই ভোটার তালিকা ফ্রিজ। নাম দেখতে, কমিশনের ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে ম্যাচিং লিঙ্কে। ৯ ডিসেম্বর বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশ। ৭ ফেব্রুয়ারি বেরোবে চূড়ান্ত তালিকা। নাম না থাকলে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে জানাতে হবে। কমিশন চায়, কোনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়। খসড়া তালিকা প্রকাশের পরে ম্যাচিং না হলে, নোটিস দিয়ে ডেকে পাঠানো হবে। জানাল কমিশন। আপত্তি জানাতে ১ মাস সময়। ২০০২-র তালিকায় নিজের নাম বা মা-বাবার নাম থাকলে, লাগবে না কোনও নথি। কমিশনের ওয়েবসাইটে গিয়ে করতে হবে ম্যাচিং। বাংলায় SIR ঘোষণা করে জানাল কমিশন।
Kolkata News : পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্তই ফের শ্লীলতাহানিতে অভিযুক্ত
পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্তই ফের শ্লীলতাহানিতে অভিযুক্ত। জেল খেটে বেরনোর পর পাবে মহিলার শ্লীলতাহানির অভিযোগ নাসির খানের বিরুদ্ধে। তদন্তে পুলিশ।
SIR ঘোষণার পরই প্রশান্ত কিশোরের দুটি ভোটার কার্ডের অভিযোগ
SIR ঘোষণার পরই প্রশান্ত কিশোরের দুটি ভোটার কার্ডের অভিযোগ। বাংলা ও বিহারের তালিকায় নাম। ডিলিট করার আবেদন করেছিলেন প্রশান্ত? রাজ্যের সিইও-র কাছে রিপোর্ট চাইল কমিশন।






















