west Bengal News Live Update : আজই 'দাগি'দের তালিকা প্রকাশ করবে SSC, কীভাবে জানা যাবে?
SSC-কে সতর্ক করে সর্বোচ্চ আদালত বলে দিয়েছে, কোনওভাবেই যাতে দাগিরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে।
LIVE

Background
৭ দিনের মধ্যে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। শনিবারই সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। শুক্রবার সর্বোচ্চ আদালতে জানিয়ে দিলেন SSC-এর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন বারবার SSC-কে সতর্ক করে সর্বোচ্চ আদালত বলে দিয়েছে, কোনওভাবেই যাতে দাগিরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে।
অন্যদিকে, আলিপুরের বিশেষ আদালতে SSC-এর গ্রুপ C-র নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দিল CBI. চার্জশিটে উল্লেখ সম্প্রতি তদন্তকারীদের হাতে আসা চাঞ্চল্যকর ভিডিও কথা। সিবিআই সূত্রে দাবি, পরীক্ষা না দিয়েও কীভাবে পাস করানো যায়.... প্য়ানেল বেরোনোর ২ সপ্তাহ আগে ওই ভিডিওতে তা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। অন্যদিকে, এদিনই শিক্ষাকর্মী নিয়োগের তোড়জোড় শুরু করল স্কুল সার্ভিস কমিশন।
শুক্রবার, আর জি কর-দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে পৌঁছে গেলেন CBI-এর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের দাবি, আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ভূমিকা সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয়।
WB News Live : নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় ১২ তারিখ পর্যন্ত জেল হেফাজত জীবনকৃষ্ণ সাহার
নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় ১২ তারিখ পর্যন্ত জেল হেফাজত জীবনকৃষ্ণ সাহার। নতুন তথ্য নিয়ে ফের জেরা করতে চায় ED.
SSC Case Live Update : সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আজই তালিকা আপলোড করতে চলেছে SSC
সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে আজই তালিকা আপলোড করতে চলেছে SSC
২টি নিয়োগপ্রক্রিয়াতেই অংশ নিতে পারবেন যোগ্যরা, জানায় সুপ্রিম কোর্ট






















