West Bengal New Districts : ‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা মুখ্যমন্ত্রীর, বুধবার মন্ত্রিসভার রদবদল
Mamata Banerjee PC : ‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
![West Bengal New Districts : ‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা মুখ্যমন্ত্রীর, বুধবার মন্ত্রিসভার রদবদল West Bengal to have 7 more New Districts, announces CM Mamata Banerjee West Bengal New Districts : ‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা মুখ্যমন্ত্রীর, বুধবার মন্ত্রিসভার রদবদল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/28/408a5b76e0ba7d5f842fe0685edec88c1659008803_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : ‘নতুন আরও ৭টি জেলা রাজ্যে’ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নানা জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানালেন, ‘কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই’ । মুখ্যমন্ত্রী বলেন, ‘সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের প্রয়াণে তাঁদের দায়িত্বে থাকা দফতর সামলানোর জন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। তাই মন্ত্রিসভার রদবদল হবে’।
১) সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা),
২)ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা)
৩) বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে)
৪) রাণাঘাট (নদিয়া)
৫) বিষ্ণুপুর (বাঁকুড়া)
৬) বহরমপুর
৭) কান্দি (মুর্শিদাবাদ)
View this post on Instagram
সেই সঙ্গে তিনি আরও বলেন বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদল হবে। দায়িত্বে আসছেন ৫-৬ জন নতুন মুখ। বাদ যাবেন ৪-৫ জন। ঘোষণা মুখ্যমন্ত্রীর।
একাধিক জেলায় তৃণমূলের জেলা সভাপতি বদল
বদল করা হল তৃণমূলের জেলা চেয়ারম্যান পদেও । বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রী হলেন কাকলি ঘোষ দস্তিদার
। বনগাঁয় গোপাল শেঠকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল বিশ্বজিৎ দাসকে ।শ্রীরামপুরে স্নেহাশিস চক্রবর্তীকে সরিয়ে জেলা সভাপতি করা হল অরিন্দম গুঁইকে । ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হল পার্থ ভৌমিককে
। ব্যারাকপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতির নাম পরে জানানো হবে । কোচবিহারে জেলা সভাপতি পদ থেকে সরানো হল পার্থপ্রতিম রায়কে । পার্থপ্রতিমের বদলে নতুন জেলা সভাপতি হলেন অভিজিৎ দে ভৌমিক । দক্ষিণ দিনাজপুরের নতুন জেলা সভাপতি হলেন মৃণাল সরকার । দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি ছিলেন উজ্জ্বল দে বসাক ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)