West Bengal Top News : রাতভর অবস্থানে অধীর চৌধুরী, যোগ দিবসে মোদির বিশেষ বার্তা - এক নজরে গুরুত্বপূর্ণ ১০ খবর
রাতভর অবস্থানে অধীর চৌধুরী'বিবিধতাকে উদযাপন করেছে ভারত', যোগ-দিবসে বার্তা প্রধানমন্ত্রীরএক নজরে রাজ্যের গুরুত্বপূর্ণ ১০ খবর
![West Bengal Top News : রাতভর অবস্থানে অধীর চৌধুরী, যোগ দিবসে মোদির বিশেষ বার্তা - এক নজরে গুরুত্বপূর্ণ ১০ খবর West Bengal Top News Adhir Chowdhury on overnight sit in protest, Modi on Yoga Day 10 important news at a glance West Bengal Top News : রাতভর অবস্থানে অধীর চৌধুরী, যোগ দিবসে মোদির বিশেষ বার্তা - এক নজরে গুরুত্বপূর্ণ ১০ খবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/14/bbd16a6d6cab3012ea06ded10910b5ee_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাতভর অবস্থানে অধীর চৌধুরী : মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসের সামনে রাতভর অবস্থানে অধীর চৌধুরী। পুলিশের সামনেই নেতা, কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে গতকাল দুপুর সাড়ে ৩টে নাগাদ বিডিও অফিসে যান প্রদেশ কংগ্রেস সভাপতি। আহত নেতা, কর্মীদের সঙ্গে নিয়েই মাটিতে বসেই অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তিনি।
আন্তর্জাতিক যোগ দিবস : দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। আজ, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। এই দিনেই যোগ দিবস নিয়ে মনের কথা তুলে ধরলেন মোদি। তিনি বলেন, 'বিশ্বে যোগের প্রসারে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্য়ের জন্য যোগ অত্যন্ত জরুরি। যোগের মাধ্যমে বসুধৈব কুটুম্বকম-এর মন্ত্র জোরালো হবে।'
মোদি-সাক্ষাৎ মাস্কের : আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন ধনকুবের এলন মাস্ক (Elon Musk)। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। তারপর সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন মাস্ক। তিনি বলেন, 'আমি এটুকু বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের জন্য ঠিক জিনিসটাই করতে চান। নতুন সংস্থাকে এগিয়ে আসতে সমর্থন করেন তিনি। ভারতের যাতে সুবিধা হয় সেদিকে লক্ষ্য রাখেন তিনি।'
বিডিও অফিসেই আক্রান্ত : বড়ঞায় বিডিও অফিসে পুলিশের সামনেই কংগ্রেস নেতাদের মারধর করে প্রতীক জমা দেওয়ার ফর্ম কেড়ে নেওয়া হল। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। প্রতিবাদে বিডিও অফিসের সামনে অবস্থান অধীর চৌধুরীর। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ঘেরাও-হুমকি বিধায়কের : প্রার্থী নিয়ে সংঘাতের জের। ৫০ হাজার লোক এনে দলেরই পার্টি অফিস ঘেরাওয়ের হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভানেত্রীকে ৭২ ঘণ্টার মধ্যে সরানোর দাবি বিধায়কের।
জিতেই বিজেপি ছেড়ে তৃণমূলে : দুবরাজপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতে তৃণমূলে যোগ দিলেন বিজেপি প্রার্থী। পঞ্চায়েত সমিতির ওই আসনে স্ক্রুটিনির সময় বাদ গিয়েছিল তৃণমূল প্রার্থীর মনোনয়ন। সিপিএম প্রার্থী মনোনয়ন প্রত্য়াহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি। দুবরাজপুরে ৭টি পঞ্চায়েত সমিতিতে ভোটের আগেই জয় শাসক দলের।
দুষ্কৃতীদের তাড়া সুকান্তর : দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপি প্রার্থীকে মনোনয়ন তুলতে হুমকি দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দলীয় প্রার্থীর বাড়িতে পৌঁছে দুষ্কৃতীদের তাড়া করেলন সুকান্ত মজুমদার।
গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির রাজ্য় সভাপতি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় : ভোটের আগেই জয়। চোপড়ায় ৮টি গ্রাম পঞ্চায়েতের ২১৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। মাত্র ২টিতে প্রার্থী দিয়েছিল নির্দল, তাও প্রত্যাহার করে নেন তাঁরা। পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে একটিতেও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। জেলা পরিষদের ৩টি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল ।
তৃণমূলের 'দোসর' পুলিশ! মনোনয়ন প্রত্যাহারের জন্য সিপিএম প্রার্থীকে বিডিও অফিসে নিয়ে যেতে টানাটানি খোদ পুলিশেরই! চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। বিডিও অফিসের সামনে সিপিএম কর্মীদের সঙ্গে প্রবল ধস্তাধস্তি পুলিশের।
প্রার্থী আনিসের দাদা : নিহত ছাত্রনেতা আনিস খানের দাদা এবার পঞ্চায়েত ভোটের লড়াইয়ে। আমতা দু'নম্বর পঞ্চায়েত সমিতিতে সিপিএমের প্রার্থী হয়েছেন শামসুদ্দিন খান। দেওয়াল লিখনে নেমে পড়েছেন আনিসের বাবা সালেম খান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)