West Bengal Weather Update : আবারও ৪০ ডিগ্রি ছাড়াতে চলেছে তাপমাত্রা, কলকাতায় ফের বইবে লু?
Kolkata Weather Update : আবহাওয়া দফতরের আশঙ্কা, তাপমাত্রা ক্রমশ বাড়বে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে শনি ও রবিবার।
কলকাতা : অল্প সময়ের ঝড়বৃষ্টি থেকে নিস্তার দিতে পারল না গরম থেকে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা চড়বে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে শনিবারের মধ্যে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে সমানতালে। আবারও পশ্চিমের কিছু জেলায় ৪০ ডিগ্রি বা তার ওপরে উঠতে পারে পারদ। আবহাওয়া দফতরের আশঙ্কা, তাপমাত্রা ক্রমশ বাড়বে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে শনি ও রবিবার।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি জেলায় সন্ধের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরমের অস্বস্তি বাড়বে।
দক্ষিণের জেলাগুলোতে শনিবারের মধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে । আর পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং পাহাড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কা রয়েছে।
— IMD Kolkata (@ImdKolkata) May 15, 2024
কলকাতার আবহাওয়া
কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ বেলা বাড়লে অস্বস্তিকর গরম আর্দ্রতাজনিত গরম এবং তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই বললেই চলে। থাকবে শুষ্ক আবহাওয়া সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি। রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন জেলার তাপমাত্রা
সূত্র : https://mausam.imd.gov.in/
Date: 2024-05-15 | |||||||
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
Asansol | 38.1 | 1.7 | 26.5 | -2.0 | 71 | 44 | NIL |
ASHOKNAGAR | 35.6 | -- | 26.3 | -- | 80 | -- | NIL |
Baharampur | 37.4 | 0.8 | 28.2 | 2.8 | 82 | 63 | NIL |
Bankura | 38.0 | 0.0 | 25.0 | -0.9 | 78 | 53 | NIL |
Bishnupur | 38.0 | 0.0 | 25.0 | -1.0 | 78 | 53 | NIL |
Burdwan | 37.0 | 0.1 | 25.2 | -0.3 | 76 | 58 | NIL |
Carnicobar | 33.8 | 2.3 | 25.1 | 0.6 | 77 | 0 | NIL |
Coochbehar | 37.9 | 6.0 | 25.5 | 2.9 | 67 | 51 | NIL |
Darjeeling | 22.6 | 3.0 | 14.4 | 4.0 | 74 | 78 | NIL |
Diamond Harbour | 36.3 | 1.8 | 28.2 | 1.4 | 81 | 72 | NIL |
Digha | 35.7 | 2.2 | 27.2 | 0.3 | 74 | 72 | NIL |
Jalpaiguri | 37.6 | 4.7 | 24.1 | 0.6 | 69 | 51 | 0.6 |
Kalimpong | 25.5 | 0.0 | 20.5 | 5.1 | 78 | 70 | NIL |
Kolkata-Alipur | 36.2 | 0.4 | 28.1 | 1.1 | 76 | 60 | NIL |
Kolkata-Dum Dum | 36.8 | 0.5 | 27.6 | 1.3 | 72 | 54 | 0.9 |
Kolkata-Howrah | 35.5 | 1.3 | 27.2 | 2.0 | 76 | 60 | NIL |
Kolkata-Salt Lake | 36.0 | -- | 27.9 | -- | 71 | 57 | NIL |
Krishnanagar | -- | -- | NA | -- | -- | -- | NA |
Malda | 38.8 | 3.0 | 27.2 | 2.0 | 68 | 50 | NIL |
Maya Bandar | 30.0 | -2.1 | 26.8 | 2.0 | 79 | 83 | NIL |
MURSHIDABAD | 38.0 | -- | 25.7 | -- | -- | -- | NIL |
Nancowrie | 34.4 | 3.0 | 26.7 | 1.5 | 76 | 83 | NIL |
Panagarh | 38.7 | -- | 26.8 | -- | 71 | 49 | NIL |
Port Blair | 33.2 | 1.2 | 26.6 | 1.8 | 71 | 70 | NIL |
PURULIA | 39.3 | 1.1 | 24.1 | -2.0 | 84 | 48 | NIL |
RAMSHAI | 36.9 | -- | 25.1 | -- | 60 | 54 | NIL |
RATUA | 38.2 | -- | 24.0 | -- | 52 | 50 | NIL |
SANTINIKETAN BOLPUR | 37.2 | -- | 26.3 | -- | 67 | 37 | NIL |
Siliguri | 38.8 | -- | 26.2 | 0.0 | 61 | 76 | NIL |
Sriniketan | 37.1 | 0.0 | 25.4 | 0.1 | 74 | 48 | NIL |
Sunderban | 34.0 | 1.2 | 26.5 | -1.0 | 80 | 75 | NIL |
আরও পড়ুন :